জীবন এক সংগ্রাম @ Life is a struggle

in hive-129948 •  2 years ago 

@জীবন এক সংগ্রাম@

সংগ্রাম সারা জীবনে কিচ্ছু করা যায় না। যখন ছোট ছিলাম কতো সুন্দর ভাবে চলতাম কিন্তু বড়ো হওয়ার সাথে সাথে জীবন টা যেন এক কঠিন রাস্তা হয়ে দাঁড়িয়ে যায়। চোখের সামনে এতো সুন্দর পৃথিবী এতো সুন্দর প্রকৃতি থাকার পরও জীবন টা কঠিন হয়ে যায়। এই কঠিন জীবন থেকে নিজেকে তৈরি করতে হলে অনেক পরিশ্রম করতে হবে এবং মনোভাব ঠিক রেখে সামনে পা বাড়াতে হবে।

(1) শিশু কালের জীবন টা অনেক সুন্দর।

(2) আর একটু পর শুরু হয় জীবনের একটা খেলা ধুলো করার সময়।

( 3) তার পর শুরু হয় বেস্ততার এক জীবন লেখা পড়া।

(4) লেখা পড়া চলা কালিন আবার প্রচেষ্ঠা ভালো কিছু করার। সময়ের সাথে সাথে জীবনের সাথে সংগ্রাম চালিয়ে জেতে হয়। তার পর থেকে বাকি সারা জীবন শুধু সংগ্রাম। তাই আমরা বলি জীবন এক সংগ্রাম।

English version

Screenshot_20230331-151558_Edit_31032023_1516.png
@Life is a struggle@

Struggle nothing can be done in life. When I was young, I used to walk beautifully, but as I grew up, life became a difficult road. Life becomes difficult despite having such a beautiful world in front of the eyes and such a beautiful nature. To make yourself out of this difficult life, you have to work hard and move forward with the right attitude.

(1) Childhood life is very beautiful.

(2) And after a while begins a game of life dusting time.

(3) After that begins a life of friendship.

(4) Try to do something good while reading. Life has to be fought and won over time. After that, the rest of his life was just a struggle. So we say life is a struggle.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শুরুতে এই ধরনের পোস্ট আমার বাংলা ব্লগে গ্রহনযোগ্য নয়,
আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
আরও কিছু জানতে
জয়েন করুন আমাদের discord server এ
Discord link : ঃhttps://discord.gg/5aYe6e6nMW
নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21