একতাই শক্তি একতাই বল।

in hive-129948 •  4 months ago 

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • একতাই শক্তি একতাই বল
  • ০১,জুন ,২০২৪
  • শনিবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। টাইটেল দেখে হয়তো বুঝেই গিয়েছেন কি নিয়ে কথা বলতে চলেছি। একজনের জন্য যে কাজটা অনেক বেশি কঠিন সেই কাজটা কিন্তু দশ জনের জন্য অনেক সহজ। আবার কিছু কিছু কাজ আছে যা একজনের জন্য করা অসম্ভব। সেজন্যই আমরা বলি দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। আমরা কর্মব্যস্ত মানুষ আমাদের দিন পার হয় কর্মব্যস্ততার মধ্যেই। আমাদের একার পক্ষে কিছু কিছু কাজ আছে যা করা সম্ভব নয়।

আমার প্রজেক্টে কাজ চলছে এখানেই ডিউটিতে আছি। আমি যে প্রজেক্টে আছি এটি দশতলা একটি বিল্ডিং হবে এখানে সবাই মিলেই কাজ করতে হবে বড় একটি গ্রুপ মিলে কাজ শেষ করতে হবে। অনেক ধরনের কাজ থাকে প্রথমে পাইলিং করছে। এই পাইলিং কাজটা আবার একা একা করা অসম্ভব। তারাও দল বেধে এসেছে কাজ শেষ করার জন্য। সেজন্যই বললাম একতাই শক্তি একতাই বল।


IMG20240526090011-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

কাজ করার ক্ষেত্রে আমাদের মধ্যে একতা না থাকলে কাজটা সম্পূর্ণ হবে না। পাইলিং করার শুরুতে প্রথমে মেশিনগুলো যথাস্থানে নামাতে হয় এটা তো একার পক্ষে সম্ভব নয়। পাইলিং এর জন্য অনেক বড় বড় মেশিন আর সবথেকে ভারী জিনিস হল রিং বা তেপায়া। অনেক বড় তিনটি লোহার পাইপের সমন্বয় এটি গঠিত। মূলত মেশিনের মাধ্যমেই কন্ট্রোল করা হয় তবে প্রথমে এটিকে দাঁড় করাতে হয়। এইতো তেপায়ার উচ্চতা ৫০ ফিটের ও উপরে। এটাকে দাঁড় করাতে হলে একজনের পক্ষে অসম্ভব সেজন্যই সবাই মিলে একযোগে চেষ্টা করতে হবে। উপরের ছবিতে লক্ষ্য করলে দেখবেন কত মানুষ মিলে ধরছে এটাকে উঁচু করার জন্য। দশে মিলে কাজ করলে অসম্ভব কাজ কেউ সম্ভব করা যায়।


IMG20240526090020-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

তবে এই দল পরিচালনা করার জন্য একজন দলপতি থাকতে হবে। না হলে সবাই বিচ্ছিন্নভাবে কাজ করতে যাবে তখন কাজ ঠিকঠাকমতো হবে না এবং সময় বেশি লাগবে। কেউ একজন এটাকে পরিচালনা করলে কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করতে সম্ভব। আমরা সবাই একসাথে একটি কাজ করতে গেলে সেটা খুব দ্রুতই হয়ে যায়।


IMG20240526090020-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

ছােট বালুকার কণা, বিন্দু বিন্দু জল, গড়ে তােলে মহাদেশ, সাগর অতল। এভাবেই সবার সমন্বয়ে কাজ করলে কাজটাও অনেক বড় কাজে পরিণত হয়। এই দুনিয়ার প্রতিটি প্রজেক্ট বড় বড় কাজ গড়ে উঠেছে সবার সমন্বয়ে এবং চেষ্টার দ্বারা। আমরা সবাই যদি একসাথে কাজ করি তাহলে সকল কাজই সহজ মনে হবে। যেমন এখানে মিস্ত্রীরা একত্রে কাজ করছে বিধায় এটি করা সহজ হচ্ছে তাদের জন্য। পাইলিং করতে অনেক বেশি কষ্ট এবং মানুষের প্রয়োজন হয় বেশি লোক কম থাকলে কাজের অগ্রগতিও কমে যায়।


IMG20240526090436-01.jpeg

IMG20240526090610-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

অবশেষে সবার সমন্বয়ে তেপায়া দাঁড় করানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এখন বাকি কাজটুকু মেশিন দ্বারা করানো হবে। সবাই মিলে যদি একসাথে কাজ না করতো তাহলে অনেক সময় লাগতো এবং অসম্ভব একটি কাজ হতো। সেজন্য সবাই মিলে যদি আমরা যে কোন কাজ করি তাহলে সফলতা খুব দ্রুত আসবে। অনেক ভারী ভারী এবং কঠিন কাজও সবার সমন্বয় করলে সে কাজটা খুব দ্রুত এবং সহজ হয়ে যায়। আমরা সবাই মিলেমিশে একটি কাজ করলে সে কাজে সফলতা খুব দ্রুত পেতে পারে এবং অনেক কঠিন কঠিন কাজ আমরা সফল করতে পারব। সেজন্যই তো একতাই শক্তি একতাই বল। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পোস্টে অন্য কোনো গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ইঞ্জিনিয়ার সাহেব খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন আজ। সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাজ করলে অতি দ্রুত সেই কাজটা সম্পন্ন হয়ে থাকে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ

জ্বি সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাজ করলে অতি দ্রুত সেই কাজটা সম্পন্ন হয়ে থাকে সেইজন্য আমাদের এক হয়ে কাজ করা উচিত

আমরা যদি কোন কাজ একা করতে যাই তাহলে অনেক সময় লাগে এবং কষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যখন একই কাজ অনেক জন মিলে করি তখন কম সময় লাগে এবং সবার সাথে কথা হাসি মজা করতে করতেই শেষ হয়ে যায়। পাইলিং করতে সত্যিই অনেক মেশিনের দরকার হয় আর এই মেশিন গুলো অনেক ভারি ভারি হয়। যার কারনে অনেক শ্রমিকের প্রয়োজন হয়। সবাই মিলে অনেক সুন্দর ভাবে মেশিন গুলো ঠিকঠাক করেছে দেখে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

গঠনমূলক মতামত প্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

একতাই শক্তি একতাই বল শিরোনামে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। আপনার প্রজেক্টের পাইলিং এর জন্য তেপায়ার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, একতার শক্তি কতটা।একার পক্ষ্যে তেপায়া উঠানো কখনোই সম্ভব হতনা, যদিনা সম্মিলিত প্রচেষ্টা থাকতো। মোটিভেশলাল মূলক পোস্টটি ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আমি চেষ্টা করেছি আমার মতো করে লেখার। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

যেকোনো কাজের ক্ষেত্রে একতা না থাকলে কখনোই সফলতা সম্ভব নয়। প্রতিটা কাজের ক্ষেত্রেই একতা দরকার । যেটা সামনের দিকে অগ্রসর হতে সহজ করে। তেমনি আপনার অফিসের যে সকল কার্যক্রম রয়েছে এভাবেই যেন একতাবদ্ধ ভাবে কাজ করে সফলতার চূড়ায় উঠে যায় সেটাই প্রত্যাশা করি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ঠিক বলেছো প্রতিটা কাজের ক্ষেত্রেই একতা দরকার তাইলে কাজটা সহজেই হয়ে যাবে। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

ছােট বালুকার কণা, বিন্দু বিন্দু জল, গড়ে তােলে মহাদেশ, সাগর অতল।

বাংলা বইয়ে একটা ভাবসম্প্রসারন পড়েছিলাম এইরকম লেখা। যেকোনো কাজের ক্ষেএে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো টিমওয়ার্ক। আর এই ধরনের কাজে নেতৃত্ব দেওয়া টা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যেহেতু এইরকম একটা প্রজেক্টে আছেন আপনি অনেক ভালো বুঝবেন আমার থেকে।

জি ভাই টিমওয়ার্ক ছাড়া একটা কাজ যথাসময়ে শেষ করা সম্ভব না।ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

অনেক সুন্দর একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করেছে বন্ধু পড়ে অনেক ভালো লাগলো। একা একা যে কোন কাজ করাই কঠিন যদি সবাই মিলে কাজটা করা যায় তাহলে অনেক সহজ হয়ে যায়। কথায় আছে দশের লাঠি একের বোঝা। সবার শক্তি একত্রিত হয়েছিল বলে তেপায়াটা উঠানো গেছে।অনেক সুন্দর একটি শিক্ষনীয় জেনারেল রাইটিং পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

হুম ব্যাপারটা ঠিক এমনি দশের লাঠি একের বোঝা।ধন্যবাদ মতামত প্রকাশের জন্য