"মন চায় শুধু ঘুরতে " অজানাকে জানতে। ১০% লাজুক খ্যাকের জন্য।

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_20211023_225616.jpg



ভ্রমেন কিছু ছবি।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


অনেকদিন পর আজকে ভ্রমণ সম্পর্কে একটি পোস্ট লিখবো।আমরা বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছিলাম নাটোর জেলার লালপুর উপজেলার একটি রিসোর্টে ।আমাদের এলাকা থেকে এর দূরত্ব ৮৫ কিলোমিটার। আমরা বাহন হিসেবে বেছে নিন একটি এসি মাইক্রো যাতে আমরা ১০ জন আরামে যেতে পারে। ঘোরাঘুরি করলে মন ভালো হয়ে যায় ঘুরাঘুরির সময় অনেক ধরনের অনেক কিছু জানা যায়।বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি মাধ্যমে জ্ঞান অর্জন করা সম্ভব। কোন এলাকার মানুষ কেমন সেটাও জানা সম্ভব তাই আমার কেন যেন ঘুরতে বেশি ভালো লাগে। আমরা সকাল সাড়ে সাতটায় আমাদের এলাকা থেকেই মাইক্রোবাসে করে লালপুরের উদ্দেশ্যে রওনা করি।


Screenshot_2021-10-23-22-57-08-91-01.jpeg



যাত্রা পথে।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/unprovable.clawing.forelimb


আমাদের গন্তব্য ছিল ৮৫ কিলোমিটার দূরে কিন্তু আমরা যেতে যেতে পথ ভুলে অন্য এলাকায় চলে যায়। অন্য এলাকায় যাওয়ার কারণে আমাদের প্রায়ই ৮০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয। পর আমরা অচেনা পথ ধরে এগোতে থাকি আমাদের কাঙ্খিত জায়গার দিকে ভালো লাগছিল কারন ঘুরতে গিয়ে মাঝেমধ্যে এমন পথ হারানো বিষয়টা খুব মজাদার হয়ে থাকে । আমরা দুপুর বারোটার দিকে নাটোরের লালপুর উপজেলার গ্রীন ভ্যালি পার্ক এ উপস্থিত হয়।


IMG20211015152402_00-01.jpeg



প্রবেশ পথ।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


পার্কে নামতেই প্রথমে দেখা মেলে অত্যান্ত সৌন্দর্যবোধ একটি গেট । গেট পার হয়ে আমরা কার পার্কিং করে তারপর টিকিট কাটি।ভিতরে প্রবেশের জন্য টিকিট কাটতে হয় টিকিটের মূল্য জনপ্রতি ৫০ টাকা ছিল। ভিতরে ঢুকতে দেখা মেলে অনেক অনেক সুন্দর পরিবেশ।


IMG20211015151120_00-01.jpeg



মাছ।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


IMG20211015124752_00-01.jpeg



কৃত্রিম তৈরি ডাইনোসর।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


আর দেখা মেলে কৃত্রিম তৈরিকৃত অনেক ধরনের পশু পাখির ছবি। তারপর দুপুরের নামাজের সময় হয়ে যায় সেজন্য আমরা বেশি ঘোরাঘুরি না করে প্রথমে সালাত আদায় করে নেই।


IMG20211015124849_00-01.jpeg



কৃত্রিম সৌন্দর্যের মাঝে একটু প্রাকৃতিক দৃশ্য।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


সালাত আদায় শেষে পার্কের বিভিন্ন এরিয়া ঘুরে দেখার পালা এরিয়াটা অনেক বড় ছিলো আর উপরের সময় হওয়াতে প্রচুর গরম ছিল তাই আমরা ঘুরে তেমন মজা পাইনি। কিছু কিছু স্থানে বসে বসে আমরা বিশ্রাম গ্রহণ করি।


IMG20211015134519_00-01.jpeg



গাছের তৈরি চেয়ার।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


তারপর কিছু প্রাকৃতিক দৃশ্য এবং কৃত্রিম দৃশ্যের ছবি উঠায়। তারপর দুপুর দুইটার দিকে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য ওখানে কর্তৃপক্ষ কর্তৃক তৈরি একটি খাবার হোটেল দেখতে পাই সেখানে গিয়ে আমরা দুপুরে খাবার খাই।


IMG20211015134546_00-01.jpeg

IMG20211015134925_00-01.jpeg

IMG20211015134600_00-01.jpeg



কৃত্রিম পাহাড়।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


খাবার খেয়ে বাইরে বের হয়ে দেখি পর্যটকদের আকর্ষণ করার জন্য কৃত্রিম পাহাড় তৈরি করে রেখেছে আসলে কিত্তিম পাহাড়ের মধ্যে তেমন তৃপ্তি পাওয়া যায় না যেমনটা তৃপ্তি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে পাওয়া যায় তারপরও দুধের স্বাদ ঘোলে মেটানোর অবস্থা। পাহাড়টির দেখতে বেশ ভালই লাগছিল।


IMG20211015141717_00-01.jpeg



বিশ্রাম করার স্থান।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


পাহাড় রয়েছে এটি ছিল একটি বসার জায়গা সেখানে লোকেরা যে বিশ্রাম গ্রহণ করতে পারবে। পার্কের একেবারে পূর্বদিকে ছিল একটি পুকুর মতো সেখানে স্পিড বোর্ড চালনা করা হয়ে থাকে।


IMG20211015145315_00-01.jpeg



স্পিড বোর্ড
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


অবশ্য আমি স্পিড বোটে উঠে নি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর সৌন্দর্যটা উপভোগ করছিলাম। তারপর আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের দিকে আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম আর মাঝেমধ্যে কিছু প্রাকৃতিক দৃশ্য ছবি তুলতে থাকলাম। আরো একটি বিষয় এখানে একটি দিঘী দেখি সেখানে প্যাডেলিং বোড চলে আগত পর্যটকরা সেটাতেই ঘুরে বেড়ায়। ঘুরাঘুরি শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।


আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব মনোরম পরিবেশ কিন্তু জায়গাটার। বাচ্চা দের নিয়ে গেলে ওরাও খুব খুশি হবে। আমার বেশ পছন্দ হয়েছে। প্রথম বার যখন বাংলাদেশ আসি তখন এই নাটোর রেল স্টেশন দিয়েই এসেছিলাম। আপনার পোস্টে নাটোরের নাম দেখে পুরোনো অনেক কথাই মনে করিয়ে দিল। ভালো থাকবেন।

জ্বি বাচ্চাদের জন্য অনেক বিনোদনের জিনিস রয়েছে।আবার বাংলাদেশে আসার দাওয়াত থাকলো।

জায়গাটা আমার কাছে খুব সুন্দর মনে হলো।
বেশ মনোরম পরিবেশ, নিশ্চয়ই দিনটি খুব ভালো কেটেছে। শুভ কামনা রইল আপনার জন্য 💌

জ্বি জায়গাটা অনেক সুন্দর ছিল। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনি খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে।

ধন্যবাদ ❤️❤️

ঘুরতে কার না মন চায়। একটা কথা আছে সাধ আছে সাধ্য নেই একথাটি আমার ক্ষেত্রে প্রযোজ্য। তবে আপনি পার্কে গিয়ে এত সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন যা খুবই আনন্দদায়ক ছিল আপনার জন্য। এবং আপনার ফটোগ্রাফি গুলো চোখ জড়িয়ে গেছে আমার। যে আপনি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন এবং প্রতিটি ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। আপনার কাটানো এত সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে ভাগাভাগি করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর হয়েছে। জায়গাটি ও অনেক সুন্দর লাগছে।শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ

ভ্রমণ মানুষকে একাধারে শিক্ষা দেয় আনন্দ দেয় নতুন অভিজ্ঞতা দেয়।তাই আমাদের ও উচিত আপনার মত ভ্রমণ করা।আর বিশেষ করে ফোটগ্রফি গুলা অনেক সুন্দর ছিল ভাইয়া।

ধন্যবাদ

নাটোরের লালপুর এলাকাটি অনেক গরম প্রধান অঞ্চল।বইতে পড়েছিলাম। আপনাদের ভ্রমণ করা রিসোর্টটি অনেক সুন্দর। আপনার অনেক দিন পর সুন্দর একটি দিন কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ

আপনার ট্রাভেল নিয়ে খুব সুন্দর একটা পোস্ট করেছেন।আমিও এই জায়গাতে গিয়েছি খুব সুন্দর একটা জায়গা।কৃত্রিম প্রানী নিয়েই বলা চলে এই পার্ক তৈরি।আপনার পোস্টের উপস্থাপনা সুন্দর ছিল।
শুভকামনা রইলো মামা।

ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

ভালোবাসা অবিরাম মামা❤️❤️❤️

অনেক সুন্দর একটি জায়গা অসাধারণ মুহূর্ত আপনি কাটিয়েছেন আপনার জন্য শুভকামনা ভাইয়া।

ধন্যবাদ।

মুহূর্তগুলো খুব সুন্দর ভাবে কাটিয়েছেন, অসাধারণ একটি পার্ক আমিও গিয়েছিলাম সেই মজা করেচিলাম। 💝💝

আপনার মতামতের জন্য ধন্যবাদ ❤️❤️

ভাইয়া আপনার সব গুলো ছবি অনেক সুন্দর ভাবে তুলিয়েছেন।আমার কাছে সব ছবি আর স্থানটি অনেক ভালো লাগলো।এতে সুন্দরেোপস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ ভাইজান

আমি দেখতে পাচ্ছি জায়গাটি খুব সুন্দর, আপনার অবশ্যই খুব আনন্দময় দিন হবে

খুব সুন্দর জায়গা সাথে পরিষ্কার আকাশ। ঘোরার জন্য খুবই উপযোগী। আশা করি আপনি খুব উপভোগ করেছেন। ধন্যবাদ আপনাকে, এত সুন্দর জায়গা আমাদের সাথে শেয়ার করার জন্য।

জায়গাটা অনেক সুন্দর। আমিও এই পার্কে গিয়েছি।এটি অনেক বড় এড়িয়া নিয়ে তৈরি হয়েছে। সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।