আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- ইফতার পার্টি।
- ২৩,মার্চ ,২০২৪
- শনিবার
হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ইউনিভার্সিটিতে সবাই মিলে ইফতার করা মুহূর্ত এবং সবকিছু আয়োজনের মুহূর্তগুলো। রমজান মাসে সারাদিন সিয়াম সাধনা করার পর সবথেকে যেটা খুশির মুহূর্ত সেটা হল ইফতারের মুহূর্ত। আর যদি ইফতারটা সবাই মিলে একসাথে করা যায় তাহলে মজাটা আরো বেশি হয়। ইউনিভার্সিটির ফ্রেন্ডের সাথে এর আগে তেমন কোন অনুষ্ঠান অংশগ্রহণ করেনি কিন্তু এবার যেহেতু ইফতার পার্টি দিচ্ছি তাই অংশগ্রহণ তো করতেই হবে। আমাদের সকলের সহযোগিতায় ইফতার পার্টিটা করা হচ্ছে।
একটা অনুষ্ঠানে সবাই কাজ করে না দায়িত্ব নিয়ে কয়েকজন সমস্ত আয়োজন করে থাকেন। আমাদের মধ্যেও চার পাঁচটা ফ্রেন্ড দায়িত্ব নিয়ে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। তবে সবকিছু নিয়ে আসার পর তখন সবাই মিলে প্যাকেটিং এর বিষয়গুলো এবং রুম সাজানোর বিষয়গুলো একসাথে করেছি। আমাদের আয়োজন ছিল 70 জনের। আমরা ৪০ জন আর আমাদের টিচাররা ৩০ জন। সবার খাবার প্যাকেটিং দেওয়া হবে। তবে টিচারদের প্যাকেট একটু স্পেশাল তাদের জন্য কিছু আইটেম বেশি ছিল। যেহেতু ইফতার আমাদের সবকিছু ইফতারের ৩০ থেকে ৪০ মিনিট আগেই রেডি করে রাখতে হবে। আমাদের ইফতারের প্যাকেট নিয়ে আসা হয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে যে খাবার বিতরণ করে সেগুলো। আমাদের এক বড় ভাই সে আবার বাংলাদেশ বিমানের জব করেন ।তার তত্ত্বাবধানে ওইখান থেকে ইফতারের প্যাকেজ নিয়ে আসা হয়েছে।
Device : Realme 7
What's 3 Word Location :
আমাদের এখন কাজ ওই ইফতারের প্যাকেটগুলোতে কিছু আইটেম এড করা যাতে ওইগুলা টিচারদের কে দেওয়া যায়। তাই আমরা যথারীতি কাজ শুরু করে দিয়েছি। কেউ প্যাকেটের মধ্যে ওইগুলা দিচ্ছে তারপর আমরা ওই প্যাকেট গুলো সঠিক স্থানে রেখে দিচ্ছি। আমাদের ইফতারের জন্য আলাদা আইটেম করা হয়েছে তারপর ইফতার শেষে আবার আরেকটি আইটেম আছে যেটা ভারি খাবার বলতে পারেন। আমরা সব খাবারগুলো স্যারদের জন্য রেডি করি এবং আমরা যারা আছি তারা সবার জন্য রেডি করে একটি যথাস্থানে রেখে দেই। আগেই টেবিল গুলা সব ঠিক করে রেখেছিলাম।
Device : Realme 7
What's 3 Word Location :
যেহেতু ইফতারের জন্য কোন ব্যানার বানায়নি তাই এক বড় হয় হোয়াইট বোর্ডের উপর তিনি যত্ন করে ইফতার নিয়ে লিখে দিচ্ছেন। এখানে তিনি লিখছেন আয়োজক কারা এবং তার ইচ্ছামত তিনি ডিজাইন করতে থাকেন। যেহেতু ইফতারের সময় ঘনিয়ে আসছিল তাই আমরা নির্দিষ্ট আসন নিয়ে বসে পড়েছি কিছু সময়ের মধ্যে স্যার ম্যামরা চলে আসেন এবং তাদের নির্দিষ্ট আসনে বসিয়ে আমাদের অনুষ্ঠানটি শুরু করে দেই। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে আমাদের এক বন্ধু এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে যায়। তারপর আরেক বন্ধু একটি ইসলামিক সংগীত পরিবেশন করেন। তারপর কথা বলার জন্য স্যারদেরকে বলা হয় তারা আমাদের জন্য উপদেশমূলক কিছু বানিয়ে পেশ করেন।
Device : Realme 7
What's 3 Word Location :
তারপর দোয়া অনুষ্ঠান শেষ করার পর দেখি ইফতারের সময় হয়ে গিয়েছে সবাই ইফতারের জন্য তাদের সামনে প্যাকেট গুলো খুলতে থাকে। ইফতারের আইটেমে ছিল চিকেন সমুচা পেটিস খেজুর আর ছিল পুডিং। বেশ উন্নত মানের এবং মানসম্মত খাবার ছিল যেহেতু এই খাবারগুলো বাংলাদেশ বিমানে সার্ভ করেন অবশ্যই এর মান ভালো হবেই। সাথে পানির বোতল ছিল ছোট একটি গ্লাসের জুস দিয়েছিল। সব মিলিয়ে আমরা ইফতার শুরু করে দেই।
Device : Realme 7
What's 3 Word Location :
আমরা সবাই অনেক তৃপ্তি সহকারী ইফতার শেষ করি এবং স্যারদের জন্য যে বিরিয়ানির প্যাকেট ছিল সেগুলো একটা ব্যাগে ছিল এবং একসাথে সবগুলো জিনিস স্যারদের সামনে উপস্থাপন করা হয়েছিল। সারারা শুধু ইফতার করে ওইগুলা নিয়ে চলে যায় এবং আমাদের অনেক বেশি প্রশংসা করেন। তারা বলেন আমাদের অনুষ্ঠানটা বেশ ভালো হয়েছে এবং খাবার মানসম্মত হয়েছে। আয়োজন করার পর এমন রিভিউ পেলে মনে হয় আয়োজন করা সার্থক হয়ে গিয়েছে। আমরাও ইফতার শেষ করে সালাত আদায়ের জন্য মসজিদে চলে যায়। সালাত শেষে আবার বিরায়ানি খেয়ে বাসায় চলে আসি। সবাই মিলে একসাথে কোন অনুষ্ঠান করলে অনেক বেশি মজা হয়। আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।
আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।
৭০ জনের ইফতার আয়োজন তাহলে মোটামুটি বেশ বড় আকারেই ইফতার পার্টির আয়োজন ছিল। যে কোন আয়োজনের ক্ষেত্রে কারো না কারো দায়িত্ব তো নিতেই হবে তাই কয়েকজন বন্ধু মিলে পুরোটা দায়িত্ব বুঝে নিয়েছিল। তবে প্যাকেটিং এর ক্ষেত্রে বা রুম সাজানোর ক্ষেত্রে সবাই কম বেশি ভূমিকা পালন করে এটা সব ক্ষেত্রেই হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বড় বড় কাজ তারা করেছে ছোট কাজগুলো আমরা না করলে কি হবে সেজন্য আমরা সাহায্য করেছি। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভার্সিটিতে ইফতার পার্টি নিয়ে দারুণ একটি অনুভূতি শেয়ার করেছেন আমাদের সাথে ভাইয়া। আর সেই ইফতার পার্টি যদি প্রিয় শিক্ষক স্টাফদের সাথে হয় তাহলে আরো বেশি ভালো লাগে। আর আপনার বড় ভাই দেখছি হোয়াইট বোর্ডের মধ্যে খুবই দারুণভাবে ইফতারের একটি ব্যানার তৈরি করেছে সাথে ডিজাইনও দিয়েছে একটি সুন্দর বাড়ির। যেহেতু আপনার ভার্সিটির বড় ভাই বিমান বাহিনীতে জব করে তাই এটা আশা করাই যায় খাবারটি অনেক বেশি মানসম্মত সার্ভ করেছিল। যাইহোক ভাইয়া ইফতার পার্টি নিয়ে তথ্য সুন্দর রকমের কিছু কথা আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তিনি আবার আর্কিটেকচার ইঞ্জিনিয়ার তো সেজন্য একটু আঁকি-বুকি বেশি ভালো পারে। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্যানার না তৈরি করায় ওয়াইট বোর্ডের উপর লিখে দেওয়ার ব্যাপার টা বেশ ভালো ছিল। কথা ঠিক ভাই আয়োজন করার পর যদি অন্যদের থেকে প্রশংসা পাওয়া যায় সেটা খুবই আনন্দের বিষয় হয়। যেকোন অনুষ্ঠান বা আয়োজনে এমনটাই হয়। দায়িত্ব ঐ তিন চারজন পালন করে। আপনাদের ইফতার পার্টি টা দেখছি বেশ সুন্দর এবং শৃঙ্খলার সাথে হয়েছে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আয়োজন করার পর সেটা সার্থকতা হল যাদের জন্য আয়োজন করা তারা যদি প্রশংসা করে। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit