আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- রক্ত দান
- ২৯,জানুয়ারি ,২০২৩
- সোমবার
হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব রক্তদান নিয়ে কিছু কথা। রক্তদান এমন একটি মহৎ কাজ যা নিজের রক্ত দিয়ে অন্য কারো জীবন বাঁচান এর থেকে ভালো কাজ আর কি হতে পারে বলুন? যে রোগীর যখন রক্ত লাগে সে রোগের লোকজনে বুঝে রক্ত ম্যানেজ করা কত কষ্ট। যদি ঠিকঠাক মত এবং সময়মতো রক্ত খুঁজে না পাওয়া যায় তাহলে রোগীর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখন তারা অনেক বেশি টেনশন এর মধ্যে পড়ে যায়। আর আমরা যারা রক্তদান করি তারা সময় পেলেই কোন রোগের লোকজনের ফোন পেলেই ছুটে চলে যায় শরীরের রক্তদান করার জন্য।
এটা একটি ভালো লাগার কাজও বটে আমার রক্ত দ্বারা অন্য কারো জীবন বাঁচানো এর থেকে আর ভালো কাজ কি হতে পারে। আর এই রক্তদান গুলো সব থেকে বেশি করে ছাত্রসমাজ। তারা কোন কিছু না ভেবেই চলে যায় রক্ত দেওয়ার জন্য। তারা নিঃস্বার্থভাবে কাজগুলো করে থাকেন। রক্তদানের জন্য অনেক গ্রুপ আছে যদি কারো রক্ত প্রয়োজন হয় তাহলে তাদের সাথে যোগাযোগ করলে তারা ডোনার ম্যানেজ করে দেন। সময় মত রক্ত পাওয়া যে কত ভাগ্যের ব্যাপার যার রক্তের প্রয়োজন সেই বুঝে।
Device : Realme 7
What's 3 Word Location :
আমারও হঠাৎ করেই রক্তদানের সুযোগ এসেছিল আমি কখনো এই সুযোগ পেলে হাতছাড়া করি না। গত ২৪ তারিখে হঠাৎ এক পরিচিত ভাই ফোন দিয়ে বলল একজন কিডনি রোগীর জন্য এক ব্যাগ ব্লাড প্রয়োজন। আমি প্রথমে জিগালাম কোন হাসপাতালে আছে এবং কিভাবে যোগাযোগ করবো। তিনি বললেন যে রোগী হাসপাতালে ভর্তি সে নাকি আমার পরিচিত নাম বলার পর আমিও চিনে ফেললাম সে আত্মীয় । তার কিছুক্ষণ পরে রোগীর ওইখান থেকে আমাকে কল দেয়। সব কথাবার্তা শেষ করে বিকেল তিনটায় টাইম দেয় যাওয়ার জন্য। আমি তার আগেই গোসল খাওয়া-দাওয়া শেষ করে প্রস্তুত হয়ে যায় রক্ত দিতে যাওয়ার জন্য।
যেহেতু রক্ত দিতে যাব সেজন্য আর একা একা যায়নি আমার সমস্যা হয় না যদি কোন সমস্যা হয় সেজন্য সাথে ছোট ভাইকে নিয়ে গিয়েছিলাম। মোহাম্মদপুর থেকে বাইক নিয়ে রওনা দেই রক্ত দানের উদ্দেশ্যে যেতে আমাদের ২০ মিনিট সময় লাগে। প্রথমেই তাদের সাথে দেখা করি এবং রোগীকে দেখতে চাই। রোগীর অবস্থা খুব একটা ভালো না দুইটা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে এখন কোন মত নিঃশ্বাস নিতে পারছে শুধু তাও অক্সিজেন দিয়ে রেখেছে। তারপরও শেষ চেষ্টা চলছে যে কয়দিন হায়াত আছে সে কয়দিন বেঁচে থাকবে।
রোগীর সাথে দেখা করা শেষে রক্ত দেয়ার জন্য ব্লাড ব্যাংকে চলে যায়। ওইখানে গিয়ে একটি ফর্মে নাম এন্ট্রি করে সিগনেচার করার পর ব্লাড নেয়ার জন্য একটি রুমে প্রবেশ করায়। তারপর যথারীতি একটি বেডে শুয়ে পড়ি এবং একজন এসে তার কাজ শুরু করে দেন। আলহামদুলিল্লাহ এবার দিয়ে আমার রক্তদানের সুযোগ হলো বারবার। ইনশাল্লাহ যতদিন আল্লাহর সমর্থ্য দেন আমি চেষ্টা করে যাব রক্তদান করার। তিন থেকে চার মিনিটের মধ্যেই আমার রক্তদান সম্পূর্ণ হয়ে গেল কিছু সময় ওইখানে শুয়ে রেস্ট করি। হাসপাতাল থেকে রক্তদান শেষে খাওয়ার জন্য এক বোতল পানি এবং একটি বিস্কিট দিয়েছিল। রক্তদান শেষ করে ওটা নিয়েই বাইরে বের হয়ে পানিটা আর বিস্কিট খেয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা করি।
আমি কখনো রক্তদানের সুযোগ হাতছাড়া করি না ।এটা একটি মহৎ কাজ মনে হয় আমার কাছে কারণ আমার রক্তের বিনিময়ে যদি কারোর জীবন বেঁচে যায় তাহলে এর থেকে আর ভালো কি হতে পারে। রক্তদান আমাদের শরীরের জন্য অনেক উপকার বয়ে আনে। তাই আমরা সবাই যদি সুযোগ পাই এবং শরীর সুস্থ থাকে তাহলে রক্ত দান করব ইনশাল্লাহ।
আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।
আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।
অনেকেই আছে রক্ত দেওয়ার কথা শুনলে নিজেকে আড়াল করে কিন্তু তুমি পুরোটাই ভিন্ন। রক্ত দেওয়ার সুযোগ আসলে কখনো না করোনি, এমন মানবিকতার কাজ কয় জন বা করতে চায়। তোমার জন্য অনেক শুভকামনা রইল বন্ধু সৃষ্টিকর্তা তোমার প্রতি রহমত বর্ষণ করুক আমিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছ অনেকেই আছে রক্ত দেয়ার কথা বললেই ভেবে নাই কি যেন হয়ে যাবে। আমার রক্তদান করতে বেশ ভালো লাগে। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুনিয়ার বুকে যত প্রকার মহৎ কাজ রয়েছে তার মধ্যে একটি অন্যতম মহৎ কাজ রক্ত প্রদান করা। নিজের শরীরের রক্ত আরেকজনের দেয়ার মত মহৎ কাজ খুব কম রয়েছে। এই কাজে অংশগ্রহণ করতে ভয় পায় না তরুণ সমাজ যুব সমাজ। আরেকজনকে রক্ত প্রদান করার মধ্য দিয়ে কিন্তু নিজের রক্ত নতুন করে রিফাইন হয়ে যায়। সুন্দর কাজে অংশগ্রহণ করেছেন তাই অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন ভাইয়া দুনিয়ার বুকে মহৎ কাজের মধ্যে এটি অন্যতম একটি কাজ। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রক্ত দান এটা একটা মানবিক কাজ।আর আপনি এই কাজে কখনো পিছপা হন না।জেনে খুব ভাল লাগলো।একটা জীবন বাঁচাতে রক্ত কতোটা ভূমিকা রাখে সেই ভুক্তভোগী ভালো করে জানেন।আপনার মহানুভবতার সাধুবাদ জানাই।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভুক্তভোগীরাই বোঝে রক্ত ম্যানেজ করা কত কষ্ট। তাইতো আমার সুযোগ হলেই তাদের এক কথাতেই আমি রক্ত দান করার জন্য চলে যায়। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রক্তদান করার মত এত বড় একটি মহৎ এবং ভালো কাজ এর থেকে আর ভালো কাজ হতে পারে না। একজন মুমূর্ষু রোগীর অবস্থা যখন খুবই খারাপ অনেক সময় একটু রক্তের জন্য ওই রোগী মারাও যেতে পারে। আপনার রক্তদানের এই উদ্যোগ আমার কাছে বেশ ভাল লেগেছে ।আর এই পর্যন্ত ১২ বার রক্ত দিয়েছেন জেনে আরো বেশি ভালো লাগলো। আপনি রক্তদানের এই কাজে আরো এগিয়ে যান ।আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি নিয়মিত রক্তদান করার চেষ্টা করি। আপনার মতামত পড়ে আরও বেশি উৎসাহ পেলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রক্তদান করার মত এরকম মহৎ দান আর কিছুই হয় না ভাই। আপনি যে নিয়মিত রক্ত দান করেন, এটা শুনে বেশ ভালো লাগলো। তাছাড়া এটা সত্যি কথা যে, ছাত্রসমাজ সব থেকে বেশি রক্তদান করে। যেহেতু আপনার এক পরিচিত ভাইয়ের কথায় আপনি একজন অসুস্থ মানুষটাকে রক্তদান করেছেন, এতে করে আপনার যে কতটা পূণ্য হয়েছে আপনি তা বুঝতেও পারবেন না। আশা করি, আপনি এভাবে মানুষের কল্যাণে সর্বদা এগিয়ে যাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া সর্বদাই মানুষের কল্যাণের জন্য এগিয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষের কল্যাণের জন্য এগিয়েছে যাওয়া এরকম মানুষের অনেক প্রয়োজন আমাদের এই সমাজের জন্য । আপনার অনেক মঙ্গল হোক ভাই। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit