আমি রাহুল আমার ইউজার নেমঃ @mrahul40 বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ -১ জ্যৈষ্ঠ | ১৪২৯ বঙ্গাব্দ | রবিবার| গ্রীষ্মকাল|
ক্যানভা অ্যাপ দ্বারা তৈরি
Pixabay:
দিনটা ছিল ১৪-০৫-২০২২ কিছু জরুরী কাজে যে শহরে চার টি বছর কাটিয়ে এসেছি শেষ হলে গিয়েছিল কুষ্টিয়াতে। সবথেকে বড় কাজ ছিল কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট থেকে কিছু প্রয়োজনীয় কাগজ তোলার জন্য। ডিপ্লোমা শেষ করে দিয়েছি এখনো কিছু কাগজ উঠানো বাদ ছিল। তাই বিএসসি তে ভর্তি হওয়ার জন্য কাগজগুলো প্রয়োজন সেজন্য কুষ্টিয়া শহরে যায় তাছাড়া আমরা এমনিতেই কাজে কাজে ঘুরাঘুরি করতে হলেও কুষ্টিয়া শহরে যায় কিন্তু কালকের দিনটা ছিল ব্যস্ততম। আমরা সকাল 11 টার দিকে বের হয়ে কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে। কুষ্টিয়া যাইতে যাইতে 12 টা বেজে যায়।
Device : Realme 7
What's 3 Word Location:
প্রথমে প্রবেশ করেই কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এবং সরাসরি প্রশাসনিক ভবনে একাডেমিক শাখায় হাতে চলে যায়। সেখানে গিয়ে কাগজ উঠানোর প্রসেস জানতে চাই তখন তিনি বলে দেন একটি আবেদন করতে হবে তাই কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করে প্রয়োজনীয় কাগজ পাতি তোলার জন্য দেই।
Device : Realme 7
What's 3 Word Location:
তারপর যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তিনি কাগজ পত্রের বান্ডিল থেকে একটি কাগজ বের করে দেন এবং আরেকটি কাগজ দিতে দেরি করেন বলেন কিছু সময় পাওয়ার আসো। আমরা কিছু সময় কলেজ ক্যাম্পাসে পার করি। অনেকদিন পর কলেজ ক্যাম্পাসে গিয়ে বেশ ভালই লাগছিল। তবে একটি বিষয় হলো এখানে সবাই অপরিচিত। কলেজ ক্যাম্পাসে গেলে পরিচিত মুখ খুঁজে পাওয়া যায় না। কাগজপত্রগুলো নিয়ে সাথে এক বড় ভাই গিয়েছিল তার ছোটভাই কুষ্টিয়াতে নতুন ম্যাচে উঠেছে তার জন্য একটি সিলিং ফ্যান কিনে তার রুমে সেটা করে দিয়ে আসি। তারপর আমরা চলে যাই খাবার খেতে। খাবার খাওয়া শেষ করি।
Device : Realme 7
What's 3 Word Location:
আমরা কিছু কেনাকাটার উদ্দেশ্যে একটি শপে প্রবেশ করি এবং আমি একটি প্যান্ট ক্রয় করি এবং ভাইয়া তিনটা টি-শার্ট ক্রয় করে কারণ আমরা ঢাকাতে চলে যাব। তারপর ওখান থেকে একটি কাজের উদ্দেশ্যে বের হয় কাজটি হলো আমার আপু আমাকে টাকা দিয়েছে একটি ফোন কেনার জন্য।
Device : Realme 7
What's 3 Word Location:
তাই আমরা দ্রুত ফোন কেনা উদ্দেশ্যে রওনা করে এবং একটি দোকানে প্রবেশ করি যেহেতু বাজেট কম ছিল তাই সব বাজেটের মধ্যে একটি ফোন ক্রয় করি। আমাদের কাজগুলো শেষ করতে করতে সাড়ে চারটা বেজে যায় আমরা অনেক ব্যস্ততম সময় পার করি।
Device : Realme 7
What's 3 Word Location:
আমরা ক্লান্ত শরীর নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা করি। আমরা অনেক দূর আসার পরে প্রায় বাসা পাওয়ার 10 কিলোমিটার আগে একটি স্থানে তালের রস বিক্রি করছিল ক্লান্ত শরীরে ভাবলাম তালের রস খেয়ে নেওয়া যাক তালের রস খেয়ে অনেকটা ক্লান্তি দূর হয়ে গেল বেশ ভালো লাগছিল। আমরা আবার বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করি।
আপনার পুরো ব্যস্ত দিনের বিষয়টা এই পোষ্টের মাধ্যমে তুলে ধরেছেন। কিছু কেনাকাটা করা আর ফোন কেনা সব মিলিয়ে অনেক সুন্দর ছিল তবে তালের রস খাওয়ার বিষয়টি সব চেয়ে ভিন্ন রকম ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য। তালে রস আমার অনেক ভালো লাগে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দর ভাবে ব্যস্ত দিনের অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করেছেন। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। ।শপিং করা, নতুন মোবাইল কেনা, তার রস খাওয়া সব মিলিয়ে খুবই দুর্দান্ত সময় অতিবাহিত করতেন। আপনার তালের রস দেখে তো আমার খেতে খুব ইচ্ছে করতেছে। এত অসাধারন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মাধ্যমে কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট দেখলাম। কাগজপাতি উঠানোর অনেক প্রসেস কমপ্লিট করেছেন। আপনার ব্যস্ত দিনের গল্প পড়ে বুঝলাম আমরা কম বেশি সবাই ব্যস্ত থাকি। ভাল ছিল আপনার লেখার ধরন। ভালবাসা নিবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও ভালোবাসা নিবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit