আমি ঘুরতে ভালোবাসি

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


অনেকদিন হলো তেমন ঘুরতে যাওয়া হয়না।ঘুরবোই বা কিভাবে দেশের অবস্থা বেশি ভালোনা।হঠাৎ ভাবলাম অনেকদিন ঘুরাঘুরি হয়না বাড়িতে আর কত বসে থাকবো তাই ভাবলাম ঘুরে আসি।মনকে সতেজ করার জন্য হলেও ঘুরতে হবে।


IMG20210704065020_00-01.jpeg

ভ্রমনের সাথী


তাই মোটরসাইকেল নিয়ে বের হলাম এলাকটাকে ঘুরে দেখার জন্য।কারন অনেকদিন হল সেইভাবে ঘুরতে যাওয়া হয়না।হয়না আর আগের মত বন্ধুদের সাথে আড্ডা। আমাদের গ্রামের পাশ দিয়ে বেয়ে চলছে পদ্মা নদী।আর বর্ষা মৌসুমে নদীতে নতুন পানি এসে নদীর রূপ ফিরে পেয়েছে।


IMG20210624175657_00-01.jpeg

বন্ধু


আমি আর আমার কিছু বন্ধুরা মিলে বের হলাম আমাদের সেই পুরাতান আড্ডা দেওয়ার জায়গায়। আমাদের বাড়ি থেকে প্রায় ৭ কিলোমিটার পথ অতিক্রম করার পর পদ্মা নদীর তীরে এসে পৌছায়।


IMG20210624175224_00-03.jpeg

বিকেলের সৌন্দর্য


IMG20210709182324_00.jpg

সূর্যাস্ত


বিকেলে নদী যেন এক অপরূপ সৌন্দর্য্যের আধিকারি হয়ে পরে। কারন বিকেলের সূর্যটা যখন অস্ত যায় মনে হয় যেন নদীর গভীরে তলিয়ে যাচ্ছে।ঐ দৃশ্য মনটাকে সতেজ করে দেয়।নদীর তীরে একটি কফিশপ। কফিশপ নাম পদ্মা কফি হাউজ।


IMG20210624180749_00-01.jpeg

কফি


আমরা ওইখানে গিয়ে বসি তারপর কফির অর্ডার করে সে কপি প্রস্তুত করে এনে দেয় আমরা বসে বসে পান করি।নদীর ঠান্ডা বাতাস সাথে গরম কফি এক অন্যরকম অনুভূতি। তার কিছুক্ষন পর সন্ধ্যা নেমে এলো আমারা ওইখানেই বসে বিভিন্ন ধরনের গল্প করছিলাম।


IMG_20210625_200930-01.jpeg

চাঁদ


চারিদেকে যখন অন্ধকার তখন দেখা মিললো রক্তিম রংয়ের চাঁদ।নদীর উপর চাঁদের এই রূপ দেখে মুগ্ধ হয়েছিলাম।আগে কখোনো চাঁদের এই রূপ দেখিনি।সব ধরনের বিষণ্ণতা কাটাতে ওই মুহূর্তটাই যথেষ্ট। আমারা কিছু সময় চাঁদের আলোই বসে সময় কাটায় তারপরে বাড়ি ফিরে আসি।

ভ্রমনেরআলোকচিত্র
অবস্থানবাংলাদেশ
ক্যামেরারিয়েলমি৭
ছবি তুলেছেন@mrahul40

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

লকডাউন এর কারণে আমাদের প্রতিদিনের প্রোগ্রামগুলো মিস হয় যাচ্ছে।

হুম। ইন শা আল্লাহ আবার হবে