বন্ধুদের সাথে হঠাৎ ইফতারের আয়োজন||১০% লাজুক খ্যাকের জন্য

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ - ৭ বৈশাখ | ১৪২৯ বঙ্গাব্দ | বুধবার|গ্রীষ্মকাল


GridArt_20220420_141340391.jpg


চলছে রামাদান মাস দেখতে দেখতে রমদান মাস তো প্রায় শেষের দিকে চলে এসেছে। এইতো সেদিন শুরু হলো রমাদান দেখতে দেখতে আজ 18 রমাদান। রমাদান মাস মুসলিম জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। আমরা যারা মুসলিম আছি তারা সবাই বিশ্বাস করি রমাদান মাস গুনাহ মাফের মাস। দেখতে দেখতে রামাদান মাসে চলে যাবে আমরা কি কখনো ভেবে দেখেছি এই মাসে আমরা কতটুকু পূর্ণ করতে পেরেছি।


IMG20220419180701_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/dominator.thesis.seemly


রামাদান মাসে সারাদিন সিয়াম পালন করার পর যখন বিকেলের দিকে ইফতারের সময় হয় তখন আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। কারণ সারাদিন পর তখনই আমরা ইফতার করব এবং সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এক অধীর আগ্রহে ইফতার সামনে নিয়ে বসে থাকি। কালকে হঠাৎ করেই বন্ধুদের সাথে ইফতারের আয়োজন করার পরিকল্পনা করি।


IMG20220419181601_00-01.jpeg

IMG20220419182328_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/dominator.thesis.seemly


কালকে ইফতারের ঠিক 30 মিনিট আগে এক বন্ধু ফোন দিয়ে বলল চলো আজকে একসাথে ইফতার করে তাই দেরি না করে তারই প্রস্তুতি গ্রহণ করি। আর বন্ধুদের সাথে ইফতার করার মজাই আলাদা। আমরা সবাই যথাসময়ে বাজারে চলে আসি বাজারে একটি ছোট ফাস্টফুডের দোকান থেকে বেগুনি চপ এবং আলুর চপ পেঁয়াজু ক্রয় করি তারপর আরো সাথে ছিল ছোলা ভুনা বুন্দিয়া খেজুর ও জুসআমরা যথা সময়ে অজু করে ইফতার সামনে নিয়ে বসে যায়


IMG20220419181755_00-01.jpeg

IMG20220419182605_00-01.jpeg

IMG20220419182655_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/dominator.thesis.seemly


প্রথমেই আলুর চপ বেগুনি এগুলাকে একটি পাত্রে রেখে মেশানো প্রক্রিয়া শুরু করি। এগুলো যখন একসাথে মেশানো শেষ হয়ে যায় তখন ইফতারের আর বাকি এক থেকে দেড় মিনিট তখন এটার ভিতর দিয়ে একসাথে মাখিয়ে ফেলি। আমার এই ফাস্টফুড জাতীয় খাবার খেতে অনেক ভালো লাগে ইফতারের সময় যে এগুলো না খেলে মনে হয় যে আমি কিছুই খাইনি। যখন ইফতারের সময় হয়ে যায় আমরা ইফতার করা শুরু করি। সারা দিন পর যখন পানি অথবা জুস খাওয়া যায় তখন মনে হয় আত্মায় অনেক প্রশান্তি আসে আর এখানে বোঝা যায় পানি সৃষ্টিকর্তার অনেক বড় একটি নিয়ামত।
ছোটবেলা থেকে সিয়াম পালন করার চেষ্টা করি এবং প্রতি বছরে সম্পূর্ণ সিয়াম পালন করার চেষ্টা করি ইনশাআল্লাহ এবারো সম্পূর্ণ সিয়াম পালন করব।

আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোনো গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বন্ধুদের সাথে ইফতারের আয়োজন টা দেখে আমার বেশ ভাল লেগেছে। আমি নিজেও আজ বন্ধুদের সাথে ইফতার। এই বিশেষ দিনটা খুবই স্মরণীয় হয়ে থাকে। আপনাদের সবার জন্য শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদের মাঝে প্রকাশ করার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইল

আসলে বন্ধুদের সাথে ইফতার করার মজাই আলাদা। আপনি খুবই সুন্দর একটি মুহূর্ত পার করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

আসলে বন্ধুদের সাথে ইফতার করার মজাই আলাদা। আপনি খুবই সুন্দর একটি মুহূর্ত পার করেছেন

ঠিক বলেছেন মুহূর্ত টা অনেক ভাল ছিল। ধন্যবাদ আপনাকে

আপনার এত সুন্দর ইফতারির আয়োজন দেখে আমার খুবই ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে আপনি আপনাদের রেসিপি গুলো সাজিয়েছেন । অনেক জন মিলে একসাথে ইফতারি সাজানো বড় আনন্দের ব্যাপার।

ঠিক বলেছেন ভাইয়া অনেক জন মিলে একসাথে ইফতার করলে অনেক মজা হয়। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

যে ব‍্যক্তি তার জীবনে রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ করতে পারল না তার চেয়ে হতভাগ্য আর কেউ নেই। রমজান মাস আসলে কয়েকবার বন্ধুদের সাথে ইফতার পার্টি হয়। সবাই মিলে একসঙ্গে ইফতার করার মজাই আলাদা। আর ঠিক বলেছেন ভাই ফাস্টফুড ছাড়া যেন আমাদের ইফতার কল্পণা করা যায় না হি হি।

যে ব‍্যক্তি তার জীবনে রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ করতে পারল না তার চেয়ে হতভাগ্য আর কেউ নেই।

ঠিক বলেছেন ভাইয়া। আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক।

image.png


রমজান মাস রহমতের মাস,গুনাহ মাফের মাস। এই মাস মহান আল্লাহ তা'আলার পক্ষ থেকে মুসলমানদের জন্য বড় একটি নিয়ামত। আমাদের সকলের উচিত মাঝে মাঝে বন্ধু-বান্ধব কিংবা অন্য কাউকে ইফতার করানো। এতে করে আরো বেশি সওয়াব অর্জিত হয়। অনেক সুন্দর কাজ করেছেন ভাই আপনারা বন্ধু-বান্ধব মিলে ইফতার করার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে।


image.png

রমজান মাস রহমতের মাস,গুনাহ মাফের মাস। এই মাস মহান আল্লাহ তা'আলার পক্ষ থেকে মুসলমানদের জন্য বড় একটি নিয়ামত।

ঠিক বলেছেন ভাইয়া রমজান মাস রহমতের মাস গুনাহ মাফের মাস আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।

একদম ঠিক বলেছেন ভাইয়া দেখতে দেখতে দিন গুলো কিভাবে চলে যাচ্ছে বুঝতেও পারছি না। খুব সুন্দর ইফতারের আয়োজন করেছেন আপনারা। সবাই মিলে একসাথে ইফতার করার মজাই আলাদা। ফাস্টফুড জাতীয় খাবার না খেলে আসলেই মনে হয় ইফতার সম্পূর্ণ হয় না।

ফাস্টফুড জাতীয় খাবার না খেলে আসলেই মনে হয় ইফতার সম্পূর্ণ হয় না।

আমারও একই অবস্থা ফাস্টফুড না খেলে মনে হয় কিছুই খাইনি।

আসলে রমজান মাস হচ্ছে ত্যাগের মাস। কার মুসলমানদের জন্য এটিঅতি প্রয়োজনীয় মাস।বন্ধুদের সাথে খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন ইফতারের মাধ্যমে।এরকম হঠাৎ ইফতারের আয়োজন অনেক ভালো লাগে।বন্ধুদের সাথে বাইরে ইফতার করতে আমার অনেক ভালো লাগে। এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।শুভকামনা রইল আপনার জন্য।

ঠিক বলেছেন ভাইয়া বন্ধুদের সাথে অনেক মজা থাকে। মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

হঠাৎ করে বন্ধুদের সাথে ইফতার পার্টির আয়োজন করেছেন সেখানে তো আমিও ছিলাম। আমিও আপনার সাথে ইফতার পার্টি করে অনেক মজা পেয়েছি। একসাথে ইফতার করার মজাই আলাদা শেয়ার করার জন্য ধন্যবাদ মামা।

বন্ধুদের সাথে ইফতার মানে মজা আনন্দ আপনি সেই আনন্দের ভাগ নিয়েছেন ভালো লাগলো। ধন্যবাদ মতামতের জন্য

রুচিকর পরিবেশে রুচিসম্মত হালাল খাদ্যের ইফতারি উপাস্থাপন অনেক ভাল লাগছে। জাজাকাল্লাহ।

রুচিকর পরিবেশে রুচিসম্মত হালাল খাদ্যের ইফতারি উপাস্থাপন অনেক ভাল লাগছে। জাজাকাল্লাহ

ওয়া আনতুম ফা জাযাকাল্লাহ খয়রান

দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষের দিকে চলে এসেছে। আসলে রমজান মাসে সবাই মিলে ইফতারি করার মধ্যে আলাদা রকমের অনুভূতি তৈরি হয়। আপনি আপনার বন্ধুদের সাথে ইফতারি করেছেন জেনে ভালো লাগল। সেই সাথে আপনি আপনার মুহূর্তগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া এবং শুভকামনা রইল আপনার জন্য।

দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষের দিকে চলে এসেছে। আসলে রমজান মাসে সবাই মিলে ইফতারি করার মধ্যে আলাদা রকমের অনুভূতি তৈরি হয়।

অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

আসলে সকলের সাথে ইফতার করার আনন্দটাই অন্যরকম হয়। আপনি বন্ধুর সাথে ইফতারের মুহূর্ত গুলো খুব সুন্দর ভাবে অতিবাহিত করেছেন দেখে ভালো লাগলো। আসলে সবাই মিলে একসাথে ভাগাভাগি করে খাবার অনুভূতিটি অন্যরকম হয় ‌ এত অসাধারন পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমরা এখন রমজান মাসের প্রায় শেষের দিকে এ কথাটি ঠিকই বলেছেন এবং সারা দিনে রোযা থাকার পর ইফতারির মুহূর্তে সকলেরই তাড়াভুড়া বেধে যায়। এছাড়া বন্ধুদের সাথে ইফতারের সময় গুলো অনেক সুন্দর কেটেছে যেটা আপনার পোস্টটি দেখে বোঝা যাচ্ছে ধন্যবাদ আপনাকে।

জি ভাইয়া বন্ধুদের সাথে ইফতার অনেক মজার হয়ে থাকে। মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

বন্ধুদের সাথে হঠাৎ করে কোনো কিছু করলে সব থেকে বেসি মজার হয়ে থাকে, এর মধ্যে আবার ইফতার পার্টি, সত্যি আপনি অনেক সুন্দর একটি মূহুর্ত কাটিয়েছেন, আপনার এই ইফতার পার্টি যেনো কবুল হয়, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

বন্ধুদের সাথে হঠাৎ করে কোনো কিছু করলে সব থেকে বেসি মজার হয়ে থাকে, এর মধ্যে আবার ইফতার পার্টি, সত্যি আপনি অনেক সুন্দর একটি মূহুর্ত কাটিয়েছেন,

মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

রমজান মাস দেখতে দেখতেই কেমন জানি চলে যাচ্ছে বুজতেই পারছি না। আর বন্ধুদের সাথে রমজান মাসে এভাবে হুট হাট ইফতার করা সত্যিই অনেক আনন্দের হয়। যাইহোক শুভেচ্ছা রইল আপনাদের সবার জন্য।

আর বন্ধুদের সাথে রমজান মাসে এভাবে হুট হাট ইফতার করা সত্যিই অনেক আনন্দের হয়

জি ভাই অনেক মজাদার হয়েছিল। ধন্যবাদ আপনাকে

বন্ধুদের সাথে ইফতার আয়োজন জীবনের সেরা মুহুর্ত। আালে বন্ধু ছাড়া লাইফ ইমপসিবল। জীবনে প্রতিটা খারাপ সময়ে তারা পাশে থাকে। আপনার কথাগুলো খুব ভালো লেগেছ

ঠিক বলেছেন ভাইয়া বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ