আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- উপহার
- ০৯,জানুয়ারি ,২০২৫
- বৃহস্পতিবার
হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমরা যারা বাইক রাইড করি আমাদের বাইকের স্টোকহেড লাইট থাকে তার আলো অনেক কম এতে রাতের বেলা চলাফেরা করতে অনেক বেশি রিক্সের মধ্যে পরতে হয়।কারণ রাতের বেলা আলো কম হলে বাইক রাইড করতে অনেক অসুবিধা হয়। বিশেষ করে হাইওয়েতে বাইক রাইড করতে হলে আলো একটু বেশিই লাগে না হলে রাস্তা চোখে দেখা যায় না। আর যদি বিপরীত দিক থেকে কোন বড় গাড়ি যায় তাহলে চোখে অন্ধকার দেখতে হয়। এমতবস্থায় বাইকের যে হেড লাইট থাকে সে লাইট এর কার্যকরী ক্ষমতা অনেক কম মনে হয়। আর এখন যেহেতু শীতের সময় ঘন কুয়াশায় বাইক রাইড করতে হলেও আলোর প্রবণতা অনেক বেশি লাগে। সেজন্য আমাদেরকে ফগ লাইট ব্যবহার করা উচিত।
আমি যেহেতু ঢাকাতে অবস্থান করছি মাঝেমধ্যে বাড়িতে যেতে হয় অফিস শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা করলে যেতে যেতে রাত হয়ে যায়। অনেকটা পথ রাতে বাইক রাইড করতে হয়।রাতের বেলা বাইক রাইড এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস ফগ লাইট। ফগ লাইট ব্যবহার করলে দুর্ঘটনা এরানো সম্ভব।অনেকদিন ধরে ভাবছিলাম একটি ফগ লাইট কিনব। কিন্তু বন্ধু অঙ্কন বলল আমি তোর একটা ফগলাইট গিফট করবো। আসলে বাইক প্রেমি মানুষেরা বাইকের কখন কি লাগবে সেটাও বুঝে। বন্ধু অংকনও অনেক বেশি বাইক প্রেমি।আমরা দুজনে আগে নিয়মিত ঢাকা থেকে কুষ্টিয়া যাতায়াত করতাম। এখন চাকরি করার জন্য ওইভাবে আর সময় হয়ে ওঠে না। দুই তারিখে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেই অনেকদিন হলো বাড়ি যাওয়া হয়না। তবে বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে তারপর আবার শীতকাল রাস্তাতে অনেক কুয়াশার দেখাও মিলবে।সেজন্য বাড়ি যাওয়ার আগে ফগ লাইট টা লাগাতেই হবে।
Device : pixel 7
What's 3 Word Location :
আমার বন্ধু অংকন ইউনিভার্সিটি পরীক্ষা শেষ করেই বাড়িতে চলে গিয়েছে। প্লান ছিল একসাথে ইনস্টল করব কিন্তু যেহেতু বাড়িতে চলে গিয়েছে সে জন্য আমাকে একাই যেতে হবে। আমি মোটামুটি অফিস শেষ করে মিরপুর -১০ এ বাইক পট্টিতে চলে যায়।বাইক পট্টিতে বাইকের সকল ধরনের এক্সেসরি সহ অনেক কিছুই পাওয়া যায়।আমি আগে থেকেই ফগ লাইট পছন্দ করে রেখেছি। আমি মটোকেয়ারের Z-1 ফগ লাইটটা ইন্সটল করব।এই ফগ লাইটটা ছোট হলেও এর আলো অনেক বেশি। বাইক পট্টিতে প্রবেশের পর দোকান খুঁজতে থাকি আমি ভেবেছিলাম দোকানটা হয়তো নিচে হবে। এটা দোকান করলে ভুল হবে এটা একটি ডিলার পয়েন্ট এখান থেকে মূলত সব জায়গাতেই মালামাল সাপ্লাই করে থাকে। তাদের ওইখানে যেতেই ফগ লাইটের কথা বলতেই তিনি ফগ লাইট সম্পর্কে ভালো দিকগুলো বলতে থাকলো অবশ্যই এর আগেই আমি এই ফগ লাইট সম্পর্কে তথ্য জেনে গিয়েছে। একজোড়া ফগলাইট এর দাম ৪ হাজার টাকা। মিনি ফগ লাইট গুলো দেখতে অনেক বেশি কিউট আলোটাও অনেক ভালো দেয়।
Device : pixel 7
What's 3 Word Location :
ফগ লাইট এবং একটি সুইচ ক্রয় করলাম যার মূল্য করলো ৪২৫০ টাকা এখন এটা সেটিং-এর পালা এখান থেকে তো সেটিং করতে পারছিনা সেজন্য নিচে চলে আসলাম। এখানে পরিচিত তেমন কোন দোকানও নেই। একটি দোকানে গেলাম ফগ লাইট লাগানোর জন্য তাকে ৪০০ টাকা দিতে হবে। তো কি আর করার এ কাজেও তো লাগাতে হবে সেজন্য আর কিছু না ভেবে কাজ শুরু করে দিতে বললাম। ফগলাইট লাগাতে লাগাতে রাত হয়ে গেলো ভাবতেছি ভালই হলো বাসায় যাওয়ার সময় লাইটের আলোটা ও চেক দেওয়া যাবে। লাইটের আলোটা অনেক প্রখর রাতের বেলা বাইক রাইড করতে অনেক স্বাচ্ছন্দ বোধ করছিলাম। কারন চলার পথে যদি যদি আলোর স্বল্পতা হয় তাহলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। অবশেষে ধন্যবাদ জানাই বন্ধু অংকনকে অসাধারণ এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস উপহার দেওয়ার জন্য।
আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি এবং একটি প্রাইভেট কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।
আজকে দেখছি আপনি চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার বন্ধু অঙ্কন আপনাকে ফগ লাইট গিফট করেছে শুনে বেশ ভালো লাগলো।বাইক রাইড করলে ভালো লাইট না থাকলে রাতের বেলা একটু সমস্যা হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অঙ্কন তো বেশ কাজের একটা কাজ করেছে বেশ ভালো মানের একটা ফগ লাইট গিফট করেছে। দাম যেহেতু 4250 টাকা সে ক্ষেত্রে আলোর প্রকোপ ভালো হওয়ার কথা। যাইহোক আমার পক্ষ থেকেও অংকনকে ধন্যবাদ জানিয়ে দিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit