বড় আপুর জন্য ফোন ক্রয় ||১০% লাজুক খ্যাকের জন্য।

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম।

আমি রাহুল আমার ইউজার নেমঃ @mrahul40 বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ -৩রা জৈষ্ঠ্য,|১৪২৯ বঙ্গাব্দ||মঙ্গলবার||গ্রীষ্মকাল||


png_20220517_140541_0000.png


ক্যানভা অ্যাপ দ্বারা তৈরি।


গত পোস্টে আমি আমার ব্যস্ত দিনের গল্প শেয়ার করেছিলাম ।সে গল্পের শেষের দিকে আমি একটি ফোন ক্রয় এর কথা বলেছিলাম ।আজকে আমি যে ফোন করা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমার নতুন সব কিছু কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে মোবাইল ফোন বাইক এগুলো কিন্তু বেশি ভালো লাগে। এর আগেও একটি ফোন করার অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করেছিলাম। আজকে আবার নতুন ফোন করা সম্পর্কে আলোচনা করব। ফোন করার জন্য আমার বড় আপু আমাকে টাকা দিয়েছিল তার বাজেট সীমিত তাই অল্প দামের মধ্যে ফোন ক্রয় করে দিতে হবে।


IMG20220514160323_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

কিন্তু সবচেয়ে বড় সমস্যা হল সীমিত বাজেটের ফোন করার করতে গেলে পছন্দ হতে চায় না। যেদিন ফোন কিনতে গিয়েছিলাম সেদিন মোটামুটি অনেক ব্যস্ত ছিলাম। সমস্ত কাজ শেষ করার পর আমরা খুজতেছিলাম কোথায় গেলে লো বাজেটের ফোন কিনতে পারব। আমার সাথে বড় ভাই ছিল সে বলতেছে এসি দোকান ছাড়া যাব না কারণ সেদিন প্রচুর গরম পরছিলো। অনেক খোঁজাখুঁজি করে একটি দোকান পেলাম দোকানে প্রবেশ করে তাদেরকে বললাম ফোন দেখানোর জন্য স্বল্প বাজেটের।


IMG20220514155552_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

তারা তিনটি ফোন আমাদের সামনে বের করে আনল এবং ফোনের ডিটেলস আমাদের সামনে উপস্থাপন করলো। এর মধ্য থেকে আইটেল ব্যান্ডের Itel a49 ফোন পছন্দ করলাম। ফোনটির দাম 7 হাজার 400 টাকা স্বল্প বাজেটের মধ্যে ফোনটি দেখতে বেশ ভালোই লাগছিলো।ফোনে ডিটেইলস দেখে মনে হচ্ছিলো পারফরম্যান্স ভালোই করবে।


IMG20220514155728_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

এটাই পছন্দ করলাম এবং দোকানদারকে বললাম আনবক্স করার জন্য। সে আনবক্স করে ফোনটা সেটআপ করতে থাকলো হঠাৎ ফোনের কভারের চোখ মেলাতে দেখা মেলে একটি লাল কালারের হেডফোন।


IMG20220514155756_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

এখন নতুন ফোন কিনতে গেলে ফোন গুলোর সাথে হেডফোন ফ্রি পাওয়া যায় না তবে এটা দেখে খুব ভালো লাগলো।


IMG20220514155925_00-01.jpeg

IMG20220514160033_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

দোকানদার মেমো লিখতে থাকে এবং আমি টাকা গুনতে থাকে। তার মেমো লেখার শেষ হয়েগেলে ফোন আমি বুঝে নেই এবং টাকাগুলো তাকে প্রদান করে। দোকানদার থেকে আমার বিদায় নিয়ে চলে আসি তাদের ব্যবহারটা অনেক ভাল ছিল । এই ছিল আমার ফোন ক্রয়ের অভিজ্ঞতা।


standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আপনি আপনার বড় আপুর ফোন কেনার অনেক সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করে নিয়েছেন। আশাকরি আপনার বোন এই ফোনটি পেয়ে অনেক খুশি হবে। ধন্যবাদ ভাইয়া আপনাকে বোনকে ফোন কিনে দেওয়ার এত সুন্দর মুহুর্ত শেয়ার করার জন্য।

ভাইয়া আপনি আপনার বড় আপুর ফোন কেনার অনেক সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করে নিয়েছেন।

মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

আসলেই অনেক গরম পরেছে।যাই সল্প বাজেটে বড় আপুর জন্য সুন্দর একটি মোবাইল ক্রয় করলেন।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

যাই সল্প বাজেটে বড় আপুর জন্য সুন্দর একটি মোবাইল ক্রয় করলেন।

মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

ভাই আপনার ফোন কিনার অনুভূতিটা সত্যিই অসাধারণ ছিল। তবে মার্কেটে কম দামের ফোন এমনিতেই পছন্দ হয় না। আর আমার কাছে কম দামের হোক কিংবা ব্যাস দামের হোক ছয় মাসের বেশি আমার হাতে কোন ফোন টিকেনা। এটাই আমার সবচেয়ে খারাপ দিক। আপনার ভয় আপুর জন্য ফোন কিনার অনুভূতিগুলো আমাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করেছেন, শুভেচ্ছা রইল আপনার জন্য।

তবে মার্কেটে কম দামের ফোন এমনিতেই পছন্দ হয় না

ঠিক বলেছেন আপনি কম দামের ফোন পছন্দ হতে চায় না। ধন্যবাদ

আপনি আপনার বড় আপুর জন্য দারুন একটি ফোন কিনেছেন শুনে অনেক ভালো। তবে স্যাম্ফোনি ফোনগুলো একসময় খুব চলছিল বর্তমান মার্কেট এর সাথে তাল মিলাতে পারে নি বিধায় সিম্ফোনি ফোন গুলো একটু ব্যাকফুটে চলে গেছে। তবে এর কিছু কিছু ফোন আছে দারুন।

অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

ফোন যার জন্যই কেনা হোক না কেন নতুন ফোন কেনার আনন্দ অনুভূতি থাকে অন্যরকম। আজকে আপনি আপনার বড় আপুর জন্য ফোন ক্রয় করার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে

ঠিক বলেছেন নতুন ফোন কেনার অনুভূতিই অন্যরকম। ধন্যবাদ মত প্রকাশের জন্য

বাহ ভাইয়া আপনি আপনি কম দামে আপনার বোনকে একটি ভালো ফোন গিফট করেছে। খুব ভালো লাগলো আশা করি আপনার বোন ফোনটা হাতে নিয়ে অনেক খুশি হয়ে যাবে। আমি যখন ক্লাস নাইনে তখন আমার ভাই আমাকে একটা ফোন গিফট করে ছিল।কি জে খুশি হয়ে ছিলাম বলার মত না । যাইহোক আপনার জন্য শুভকামনা রইলো।

খুব ভালো লাগলো আশা করি আপনার বোন ফোনটা হাতে নিয়ে অনেক খুশি হয়ে যাবে

অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য

ভাই আমি বুঝতে পারছি তুমি খুব ভালোভাবে ফোন দেখে শুনে কিনতে পারো। তোমার ভাবীর জন্য একটা ফোন কিনতে হবে। একটু সময় করে অবশ্যই আমাকে বলবা তোমাকে নিয়ে যাব ফোন কিনতে।

একটু সময় করে অবশ্যই আমাকে বলবা তোমাকে নিয়ে যাব ফোন কিনতে

অবশ্যই কেন নয় কবে যাবেন

আপনি মাঝে মাঝেই ফোন কেনার পোস্ট শেয়ার করেন বোঝা যাচ্ছে আপনি ফোন কেনার বিষয়ে বেশি অভিজ্ঞ। পরবর্তীতে নতুন কোন ফোন কিনতে গেলে আপনার সাথে যোগাযোগ করতে হবে।

আপনি মাঝে মাঝেই ফোন কেনার পোস্ট শেয়ার করেন বোঝা যাচ্ছে আপনি ফোন কেনার বিষয়ে বেশি অভিজ্ঞ

অভিজ্ঞ নয় তবে ফোন কিনতে ভালো লাগে

কম বাজেটের মধ্যে ভালো ফোন এই কিনেছেন আপনি। তবে হেডফোনটি দেখবেন অতটা ও মানসম্মত না 😁। আর মেয়ে মানুষের ব্যবহারের জন্য এই ফোনেই যথেষ্ট, শুধু গেম না খেললেই হইছে।

তবে হেডফোনটি দেখবেন অতটা ও মানসম্মত না 😁

হেডফোন দিয়েছে এই অনেক বড় ব্যাপার। এখন তো সাধারণত ফোনের সাথে হেডফোন ফ্রি দেয় না। ধন্যবাদ

ফোনটির ডিজাইন টা কিন্তু জোস ভাই, আইটেল ফোন গুলো অনেক টেকসই হয় আমার নিজের ও একটা আইটেল ফোন রয়েছেন ফোনটির মডেল হচ্ছে আইটেল ভীষণ ওয়ান। অনেক শখ করে ফোনটি কিনেছিলাম যাইহোক আজ পর্যন্ত অসম্ভব সার্ভিস দেয়। আশা করি আপনার বোনের জন্য এই ফোনটি অনেক স্পেশাল হবে ধন্যবাদ আপনাকে আপনার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ফোনটির ডিজাইন টা কিন্তু জোস ভাই, আইটেল ফোন গুলো অনেক টেকসই হয় আমার নিজের ও একটা আইটেল ফোন রয়েছেন ফোনটির মডেল হচ্ছে আইটেল ভীষণ ওয়ান

মতামত প্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনাদের নতুন ফোন কেনা দেখে আমারও ইচ্ছা করছে ফোন কিনতে। যাইহোক কম বাজেটে ভালো ফোন পাওয়া যায় তবে সেটা ভালো ব্রান্ডের হবে না। আপনি যেটা নিয়েছেন এটা বেশ ভালো মডেল যদিও আমি ব‍্যবহার করিনি। আশা করি যাকে গিফট দেওয়ার জন্য কিনেছেন সে অনেক খুশি হবে। কারণ ফোনটা দেখতে বেশ সুন্দর।।

আপনাদের নতুন ফোন কেনা দেখে আমারও ইচ্ছা করছে ফোন কিনতে।

চলো যাই কিনে নিয়ে আসি

নিজের প্রিয় মানুষদের জন্য কিছু কিনতে পারাটা সত্যিই অনেক আনন্দের একটি বিষয়, খুব ভালো লাগলো আপনি আপনার আপুর জন্য একটি ফোন কিনে তাকে উপহার দিয়েছেন, আপনার বোন নিশ্চয়ই এই ফোন খুব পছন্দ করেছেন এবং খুশি হয়েছে।

নিজের প্রিয় মানুষদের জন্য কিছু কিনতে পারাটা সত্যিই অনেক আনন্দের একটি বিষয়

ঠিক বলেছেন ভাইয়া। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

ফোনকি নাই যে আপনি দক্ষতা আপনার পোস্ট দেখে বোঝা যায় নেক্সটাইম আমি ফোন কিনলে অবশ্যই আপনাকে দাওয়াত দিব । আপনার সাথে গিয়ে ফোন কিনবো।

নেক্সটাইম আমি ফোন কিনলে অবশ্যই আপনাকে দাওয়াত দিব ।

অপেক্ষায় থাকলাম দাওয়াতের

আসলে নতুন ফোন কেনার অনুভূতি খুবই অন্যরকম হয়ে থাকে। মোবাইল কেনার মুহূর্তগুলো খুব অসাধারণ ভাবে কাটিয়েছেন। আপনি আপনার বড় আপুর জন্য মোবাইল কিনেছেন জেনে খুব ভালো লাগলো। এত অসাধারণ পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

কিন্তু সবচেয়ে বড় সমস্যা হল সীমিত বাজেটের ফোন করার করতে গেলে পছন্দ হতে চায় না।

বড় আপুর জন্য মোবাইল ফোন কেনার মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করেছেন ভাইয়া। আসলে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন সীমিত বাজেটের মধ্যে আমরা কোনভাবেই আমাদের পছন্দের ফোন ক্রয় করতে পারিনা আর পছন্দ হয় না আমাদের সেগুলো। তাই আমরা সবসময় দেখে থাকি আমাদের বাজেটের উপরে চলে যায় ফোন কিনতে যেয়ে।

আইটেল এ ৪৯ ফোনটি কেমন হবে তা বলতে পারছি না। ভালই হবে হয়তো। কিনেছেন যখন স্পেছিফিকেশন দেখেই নিয়েছেন। সল্প বাজেটের ফোনেও এখন ভাল ফ্যাসিলিটি দেয়া থাকে। ভাল লাগলো আপনার লেখাটি। আর ঠিকই বলেছলেন ভাই। অনেক গরম পরেছে কয়েকদিন ধরে।