আনন্দময় মুহূর্ত ইউটিউব ভিলেজে ঘুরাঘুরি

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ --০৩ ই, কার্তিক ,|১৪২৯ বঙ্গাব্দ||বুধবার||শীতকাল||


PhotoEditor_20221019163217453.jpg


ভ্রমণ করতে সব সময় আমার অনেক ভালো লাগে আর ভ্রমণটা যদি হয় বন্ধুদের সাথে তাহলে পুরা ভ্রমণের সময়টাই আনন্দময় হয়ে থাকে। বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেলে অচেনা এলাকাটাও নিজের এলাকা মনে হয়। কারণ আমরাই তো সবাই আছি কোন ধরনের টেনশন কাজ করে না। আমাদের এলাকাতেই মোটামুটি পর্যটকের আকর্ষণ করার জন্য একটি পার্ক তৈরি করেছে পার্কটির নাম ইউটিউব ভিলেজ ও পার্ক। অনেক আগে গিয়েছিলাম এইখানে বন্ধুদের সাথে ঘুরতে তখন অতটা সাজিয়ে ছিল না। এখন পুরাটা পার্ক তৈরি করে ফেলেছে এখানে সময় কাটানোর জন্য বেশ ভালো একটি জায়গা তৈরি করেছে। আমরা সবাই বন্ধু তিনটা বাইক নিয়ে এই পার্কের উদ্দেশ্যে রওনা করি। প্রথমে গিয়ে বাইকগুলো পার্কিং নিয়ে রাখে পার্কিং ফি ছিল ১০ টাকা।


IMG20220930162609_00-01.jpeg

IMG20220930162705_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :


তারপর টিকিট কাউন্টারে গিয়ে সবার জন্য টিকিট ক্রয় করে আমার এক বন্ধু।বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তার খরচে টিকিট ক্রয় করার জন্য। তারপর আমরা টিকিটগুলো দায়িত্বপ্রাপ্ত লোকের কাছে দিয়ে এবং আমরা ভিতরের দিকে অগ্রসর হই।


IMG20220930162913_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :


ভিতরে প্রবেশ করতেই প্রথমে দেখা মেলে অনেকগুলো ফুল গাছ এবং তার মাঝ দিয়ে ছোট্ট সুন্দর রাস্তা করে রেখেছে। আর দূর থেকে দেখা যাচ্ছে বড় করে ইউটিউব ভিলেজ লেখা এবং একটি লাভ পয়েন্ট তৈরি করে রেখেছে।


IMG20220930163056_00-01.jpeg

IMG20220930163143_00-02.jpeg

IMG20220930163346_00-01.jpeg

IMG-20220930-WA0001-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

যা দূর থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আমরা লাভ পয়েন্ট এর সামনে অনেক সময় কাটায় এবং এখানে সবাই ছবি উঠাতে ব্যস্ত ছিল তাই এখানে সিরিয়াল পাওয়াটা একটু মুশকিল ছিল। তারপরও অনেক কষ্টে আমরা সিরিয়াল পাই তাই আমাদেরও কিছু ছবি উঠাই। তারপর এখান থেকে সামনে এগোতেই দেখা মিলে ট্রেন গাড়ি চলছে।


IMG20220930164054_00-01.jpeg

IMG20220930163846_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

যা বাচ্চাদের বিনোদনের জন্য অন্যতম সেখানে গিয়ে ট্রেনের দৃশ্য দেখি এবং ট্রেন গাড়িতে মিউজিক বাজছিল যা বাচ্চাদের আরও বেশি আনন্দ হয়। তারপর ওই দিক থেকে সামনে এগোতে দেখা মেলে একটি পুকুর।


IMG20220930170502_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

পুকুরের ওপারে ঘাস দিয়ে লেখা ইউটিউব ভিলেজ যা দূর থেকে অনেক আকর্ষণীয় লাগছিলো। আমরা পুকুরের ওই ধারে যায় এবং দেখি নারিকেল পাতা দিয়ে ছোট ছোট ঘর তৈরি করে রেখেছে যা দর্শনার্থীদের বিশ্রামের জন্য অনেক উপযোগী এবং দেখতে অসম্ভব সুন্দর লাগে এইগুলা।


IMG20220930164428_00-01.jpeg

IMG20220930165026_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমরা সবাই ওই ঘরের মধ্যে অনেকটা সময় বিশ্রাম গ্রহণ করি বেশ ভালই লাগছিল পরিবেশটা তখন এই সাইটটা অনেক নিরিবিলি ছিল। তারপর আমরা সামনের দিকে এগোতে থাকি এবং পুকুরের এপার থেকে ওপাশে যেতে একটি ছোট ব্রিজ তৈরি করে রেখেছে এটাও বেশ ভালোই এদিক দিয়ে পর্যটকরা সহজেই যাতায়াত করতে পারবে আর পুকুরের মাঝে বিভিন্ন ধরনের নৌকা ছেড়ে রেখেছে এগুলোতে পর্যটকরা ঘুরে বেড়াতে পারবে। গ্রাম্য পরিবেশে অসাধন একটি জায়গা। ফ্যামিলিসহ ঘুরার মত একটি জায়গা আমার কাছে অনেক ভালো লেগেছে। এর আগে যখন গিয়েছিলাম তখনকার এতটা সাজিয়ে ছিল না এখন অনেক গোছালো একটি পরিবেশ তৈরি করেছে।

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজাই অন্য রকম।আর আপনি ইউ টিউব ভিলেজে ঘুরতে গেলেন, জায়গাটা সত্যিই সুন্দর। আমার খুব যেতে ইচ্ছে করছে এখন।শেয়ার করে জায়গাটা সমন্ধে জানানোর জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আপু যেতে ইচ্ছে করলে চলে আসতে হবে আসলে অবশ্যই ভালো লাগবে জায়গাটি বেশ সুন্দর। ধন্যবাদ মতামতের জন্য

image.png

বন্ধুদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে। আর যদি হয় বাইক ট্যুর তাহলে তো কথাই নেই। অচেনা জায়গায় অনেক জন বন্ধু থাকলে অচেনা মনে হয় না। এ কথা ঠিক বলেছেন। আমিও সময় পেলে বন্ধুদের সাথে ঘুরতে যাই। বন্ধুদের সাথে ঘুরার মজাই আলাদা। ধন্যবাদ এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য।

একদম ঠিক বলেছেন ভাইয়া অচেনা জায়গা গুলোতে অনেকগুলো বন্ধু থাকলে সব পরিচিত মনে হয় ।ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

সংস্কৃতির রাজধানী কুষ্টিয়া যে কেউ কুষ্টিয়ায় ভ্রমণ করতে গেলে কুষ্টিয়ার সৌন্দর্য দেখে তাকে মুগ্ধ হতেই হবে পুরাতন ঐতিহ্য নতুন ভ্রমণ এলাকা সত্যি সব মিলিয়ে এক অপরূপ সৌন্দর্য ঘেরা কুষ্টিয়া শহর এবং আশপাশ এলাকা।।

ইউটিউব ভিলেজ ভ্রমণ করে আপনি খুব সুন্দর আলোক চিত্র সেই সাথে আপনার সুন্দর অভিজ্ঞতার কথা আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো ফটোগ্রাফি গুলা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।।

ইউটিউব ভিলেজ ভ্রমণ করে আপনি খুব সুন্দর আলোক চিত্র সেই সাথে আপনার সুন্দর অভিজ্ঞতার কথা

অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

ইউটিউব ভিলেজের কথা অনেক শুনেছি। এমনকি ইউটিউবে এবং টিভিতে বেশ কয়েকবার দেখেছি। সেখানকার পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে ইউটিউব ভিলেজ সবার কাছেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। আপনি আপনার বন্ধুদের সাথে সেখানে ঘুরতে গিয়েছেন জেনে ভালো লাগলো। আসলে সময় যত যাচ্ছে ভিলেজটি ততই উন্নত হচ্ছে। নতুন নতুন আকর্ষণ গুলো যোগ করা হচ্ছে। ফলে দেখতে আরো ভালো লাগছে। দারুন ছিল আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো। গ্রামটি সত্যিই অনেক সুন্দর।

একদিন এসে ঘুরে যান আপু অনেক ভালো একটি জায়গা মন ভালো হয়ে যাবে। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

ইউটিউব ভিলেজে সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন‌। ইউটিউব ভিলেজে ভিতরে পরিবেশ খুবই চমৎকার। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। আসলে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার অনুভূতি খুবই অন্যরকম হয়ে থাকে। এত চমৎকার ভ্রমণের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

জি ভাইয়া ঠিকই বলেছেন বন্ধুদের সাথে ঘুরতে গেলে একটি অন্যরকম অনুভূতি কাজ করে। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

ভাই আপনি কিন্তু ঠিক বলেছেন বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। খুব আনন্দ হইহুল্লোড় করা যায়। আর ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারলাম ইউটিউব ভিলেজ টা সত্যি খুব অসাধারণ একটি পার্ক। পার্টি পরিবেশ খুবই সুন্দর। ঘাস দিয়ে লেখা youtube ভিলেজ সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর একটি জায়গা দেখে আমার যেতে ইচ্ছে করছে। আমি অবশ্যই চেষ্টা করব একদিন এই জায়গাটা দেখতে যাওয়ার। আপনাকে অসংখ্য ধন্যবাদ youtube ভিলেজের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

অবশ্যই আপু চলে আসেন আমরা আছি আপনার সাথে ঘুরার জন্য। মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

ভাই আপনি বন্ধুদের সঙ্গে খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন। ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে যে আপনাদের এলাকায় খুব সুন্দর একটি পর্যটক কেন্দ্র রয়েছে। তবে আমি ইউটিউব ভিলেজ এর কথা অনেক শুনেছি এবং ফটোগ্রাফিতে অনেক দেখেছি। দেখি খুব যেতে ইচ্ছে করছে আমার। বাচ্চাদের খেলার জন্য আলাদা চায় আছে শুনে আরো বেশি ভালো লাগলো। সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

ইচ্ছে করলে চলে আসতে হবে এটি অনেক ভালো একটি জায়গা মন ভালো হয়ে যাবে। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

আনন্দময় মুহূর্ত ইউটিউব ভিলেজে ঘুরাঘুরি দেখে তো মনে হচ্ছে আমিও যেনো ঘুরেছি। যায়গাটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার একটি পার্ক। এমন পার্কে গেলো মন ভালো হয়ে যাবে। বন্ধুদের সাথে চমৎকার সময় উপভোগ করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া আমাদের সবার সাথে শেয়ার করার জন্য।

এমন পার্কে গেলো মন ভালো হয়ে যাবে। বন্ধুদের সাথে চমৎকার সময় উপভোগ করেছেন।

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

আমাদের কমিউনিটি তে অনেক দিন আগে ইউটিউব ভিলেজ নিয়ে একটা পোস্ট দেখেছিলাম। আজকে আবার দেখলাম আপনার মাধ্যমে। আমি ইউটিউবে সার্চ করেও দেখেছি এই গ্রাম টা নিয়ে। সত্যি চমৎকার। আপনার মাধ্যমে আরো সুন্দর করে দেখলাম এবং জানলাম সব টা। বিনোদন এবং ঘোরাফেরার জন্য অসাধারন একটা জায়গা ইউটিউব ভিলেজ। শরীর মন সব একদম শীতল করে দেওয়ার মত পরিবেশ। জানিনা কবে সুযোগ হবে, তবে ইচ্ছে আছে একবার ঘুরে আসার এখান থেকে।

জানিনা কবে সুযোগ হবে, তবে ইচ্ছে আছে একবার ঘুরে আসার এখান থেকে।

ভাইয়া সময় করে চলে আসেন আর আসার আগে আমাকে জানিয়েন আমি উপস্থিত থাকবো একসাথে ঘুরাঘুরি করব

এই ইউটিউব ভিলেজটির নাম অনেক শুনেছি। অনেক সুন্দর এই ভিলেজটি। কিন্তু কখনো যাওয়া হয়নি। আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে খুবই জনপ্রিয় একটি পার্ক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

কিন্তু কখনো যাওয়া হয়নি। আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে খুবই জনপ্রিয় একটি পার্ক

জি এই জায়গাটি বেশ জনপ্রিয় একটি স্থান হয়ে দাঁড়িয়েছে

ইউটিউব ভিলেজ জায়গাটা অনেক সুন্দর।
আসলেই বিকেলটা অনেক ভালো কেটেছিল, টিকিট ক্রয় করার পাশাপাশি আমি কিন্তু অনেকগুলো ছবি তুলে দিয়েছিলাম 😎
যাইহোক গ্রামের মধ্যে স্বল্প পরিসরে খরচ বহন করে ইনজয় করার মত ভাল একটি জায়গা।

আসলেই বিকেলটা অনেক ভালো কেটেছিল, টিকিট ক্রয় করার পাশাপাশি আমি কিন্তু অনেকগুলো ছবি তুলে দিয়েছিলাম 😎

ও তাইতো তুমি তো অনেকগুলো ছবিও তুলে দিয়েছিলা আচ্ছা পরবর্তীতে লিখে দেবো