কাছের ছোট ভাইয়ের বাইক ক্রয় উপলক্ষে আনন্দময় সময়||১০% লাজুক খ্যাকের জন্য

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ -১০ বৈশাখ| ১৪২৯ বঙ্গাব্দ |শনিবার| গ্রীষ্মকাল


20220423_140159_0000.png


আজকে আপনাদের সামনে একটি গল্প শেয়ার করব গল্পটি হল গতকাল শুক্রবার অনেক কাছের ছোট ভাই তার পছন্দের বাইক কিনলো সেই গল্পটা। বাইক একটি ছেলের স্বপ্ন বিশেষ করে যেসব ছেলেরা বাইক ড্রাইভ করতে পারে সে মধ্যবিত্ত হোক আর উচ্চবিত্ত হোক তার স্বপ্ন বাইক। বাইক এমন একটি যানবাহন যা নিজের স্বাধীনভাবে একটি স্থান থেকে অন্য স্থানে ঘুরতে যাওয়া যায়। ইয়াং জেনারেশনের বাইকের প্রতি একটুও লোভ টা বেশি থাকে তেমন আমারও বাইক অনেক পছন্দের। বাইক ছাড়া লাইফ টা যেন ইম্পসিবল মনে হয়। ছোট ভাই অনেকদিন ধরেই বলতেছিল ভাইয়া বাইক কিনব তার ইচ্ছা ছিল সুজুকি এই বাইকটা কালো কালার নেওয়া। সে প্রায় একমাস আগে বাইকের জন্য কিছু টাকা বুকিং দিয়ে রেখেছিল তারপরও সে কালো বাইকটি পায়নি। সে জন্য বাধ্য হয়ে ব্লু কালার নিতে হল। আমরা কাল দুপুর বারোটার দিকে বাসা থেকে দুটো বাইক নিয়ে 5 জন মানুষ বের হয়ে বাইক কেনার উদ্দেশ্যে ‌।আমাদের এলাকা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে বাইকের শোরুম। আমাদের যেতে প্রায় 45 মিনিট সময় লেগে যায় কাল যেহেতু শুক্রবার ছিল তাই কুষ্টিয়া তে গিয়ে জুম্মার সালাত আদায় করে বাইকের শোরুমে দিকে এগোতে থাকি।


IMG20220422134719_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/placer.implanted.valuable


অনেক সময় পর বাইকের শোরুম এর সামনে পৌঁছায়। বাইকের শোরুম এর সামনে পৌঁছাতেই মনের ভেতর কেমন যেন করে উঠল এই বুঝি নতুন বাইকের দেখা পাবো ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ হবে তার সাথে সাথে আমার ফিলিংস টা অন্যরকম ছিল। কারণ বাইকের প্রতি ভালোবাসা তো অনেক।


IMG_20220423_142214.jpg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/placer.implanted.valuable


শো রুমে ঢুকতেই দেখা মেলে সুজুকি ব্যান্ডের বিভিন্ন ধরনের বাইক।যা দেখে আমার অনেক লোভ লাগছিল মনে হচ্ছিল আজকে যদি আমিও একটা কিনতে পারতাম ইনশাআল্লাহ কোন একদিন আমিও আমার স্বপ্নটা পূরণ করব।


IMG20220422134753_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/placer.implanted.valuable


শোরুমে বাম সাইডে দেখা মেলে তার স্বপ্নের বাইক বাইক টি কালো কালার হলে স্বপ্নটা পূরণ হয়ে যেত তার পরেও ব্লু কালার দেখতেও বেশ দারুন লাগছিল। তারপর আমরা বাইরের জন্য কিছু সময় বাইকের শোরুমে অপেক্ষা করি কারণ ছোট ভাইয়ের মামা আসবে সে জন্য। আধাঘন্টা পর ছোট ভাইয়ের মামা আসে এবং আমরা তার হাতে টাকা তুলে দেই যেহেতু তিনি আমাদের গুরুজন তিনি সবকিছু বুঝে নিবেন।


IMG20220422144717_00-01.jpeg

IMG20220422144450_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/placer.implanted.valuable


তারা বাইকের শোরুম এর অফিসের সামনে বসে এবং সমস্ত কাগজপত্র ফরমালিটি প্রমাণ করতে থাকে এবং তারা টাকাটা আগুনে তাদেরকে বুঝিয়ে দেয়। শোরুমের কিছু লোক বাইক টা কে নিয়ে যায় তাদের সার্ভিস সেন্টারে এবং সমস্ত কাজ করতে থাকে। তারপর আমরা টাকাটা বুঝিয়ে কাগজ পাতি সব কিছু বুঝে নিই এবং টেস্ট রাইট রাইট দি অনেক মজাই লাগছিল বসে মনে হচ্ছিল দারুন একটা অনুভূতি কাজ করছিল।


IMG20220422152222_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/placer.implanted.valuable


তারপর বাইকের শোরুমে যিনি দায়িত্বপ্রাপ্ত থাকেন তিনি ফর্মালিটির জন্য বড় একটি চাবি হাতে ধরায় দিয়ে ছবি উঠিয়ে রাখেন। আমরা বাইকটা করার পর বাসার উদ্দেশ্যে রওনা করি। আর এমন একটা অবস্থায় দাঁড়ায় কালকে হঠাৎ করে পুরা আকাশটা মেঘলা হয়ে যায় এবং চারিদিকে অন্ধকার হয়ে যায় চারদিকে প্রচণ্ড বাতাস বইতে থাকে।


IMG20220422162617_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/placer.implanted.valuable


আমরা ঐ বাতাসের মধ্যেই বাইক নিয়ে এগোতে থাকি আমাদের বাসায় আসতে 45 মিনিট সময় লাগবে কিন্তু আমরা বৃষ্টির আগে বাসায় পৌঁছাতে পারি না। তাই বৃষ্টি শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে একটি তেল পাম্পে আমরা অবস্থান করে এবং বৃষ্টির শেষ হয়ে গেলে আমরা বাসায় পৌঁছাতে পারি।


standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ ভাইয়া অবশেষে আপনারা আপনাদের পছন্দের বাইক কি কিনে ফেললেন। তার পাশাপাশি বাইক কেনার সময় টুকু আমাদের সাথে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করলেন। সুন্দর সময় উপস্থাপন করার পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া

দুঃখিত ভাইয়া বাইকটি আমি কিনিনি আমার এক ছোট ভাই কিনেছে।
ইনশাল্লাহ আমিও একদিন কিনব

বাইক কেনার যে অনুভূতি সেটা বলে শেষ হবার না। যারা বাইক লাভার তারাই একমাত্র বোঝে।আপনার ছোট ভাইয়ের বাইক কিনতে সাথে গিয়ে খুবই সুন্দর একটি সময় পার করেছেন। এভাবেই খুব দ্রুত সকল বাইক প্রেমিকদের আশা পূরণ হোক।

জি ভাই নতুন বাইক কিনার অনুভূতিটা অন্য রকম। তবে যদি নিজে বাইক কিনতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

আপনি বাইক ক্রয় করেছেন দেখে খুব ভালো লেগেছে। কিন্তু একটি কথা মনে রাখবেন ভাই? বাইক যত বেশি আস্তে চালাতে পারবেন তত বেশি ভালো। একটি কথা মনে রাখবেন আপনি বাকি সবার এর নয়নের মনি। আমার নিজেরও বাইক রয়েছে, আমাকে অনেকেই অনেক কথা বলে আমি আসতে চালাই এজন্য। যে যাই বলুক তারপরও আমি আস্তে বাইক চালাই। একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য দুঃখ কষ্ট বয়ে আনে। বাইক খুবই রিস্কি একটি যানবাহন। আমি সহজ বাংলায় একটি কথা বলি। গাড়ি জোরে চালানো বাহাদুরি নয়, যত নরমাল চালাতে পারবেন ততোই বাহাদুরি। অনেক কথা বললাম আপনাকে ক্ষমা করবেন 🙏🙏🙏🙏🏽🙏🏿🙏🏿

দুঃখিত ভাইয়া বাইকের আমি কিনিনি। তবে আপনার কথাগুলো অনেক ভালো লেগেছে মেনে চলার চেষ্টা করব

আপনার মত আমারও ইচ্ছে আছে এই বাইক একটি কেনার জন্য কিন্তু আজ পর্যন্ত সামর্থ্য হয়ে ওঠেনি। দোয়া করবেন যেন আমি খুব শীঘ্রই বাইক কিনতে পারি। আমিও দোয়া করি যেন আপনি আপনার বাইক নিয়ে দীর্ঘদিন পথ চলতে পারেন।

দোয়া করবেন যেন আমি খুব শীঘ্রই বাইক কিনতে পারি

অবশ্যই ভাইয়া খুব দ্রুত যৌন আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করেন। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য

বহুদিনের লালিত ইচ্ছে যদি হঠাৎ করেই পূর্ণ হয় তাহলে সেই আনন্দঘন মুহূর্ত টা বলে শেষ করা যায় না।
জয় হোক আপনার, বাইক টা অনেক সুন্দর। আপনার চলার পথ নিরাপদ হোক ,নিরাপদে বাইক রাইড করবেন আপনার জন্য শুভকামনা রইল।

বহুদিনের লালিত ইচ্ছে যদি হঠাৎ করেই পূর্ণ হয় তাহলে সেই আনন্দঘন মুহূর্ত টা বলে শেষ করা যায় না।

একদম ঠিক বলেছেন আপু। মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

মনের ইচ্ছা গুলো যদি পূরণ হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। আজকে আপনি সেই আনন্দঘন মুহুর্তটি আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর শুভকামনা আপনার জন্য।

মনের ইচ্ছা গুলো যদি পূরণ হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। আজকে আপনি সেই আনন্দঘন মুহুর্তটি আমাদের সাথে শেয়ার করেছেন।

ঠিক বলেছেন ভাইয়া মনের ইচ্ছা পূরণ হলো অনেক ভালো লাগে। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য

প্রথমে নতুন একটি বাইক কেনার জন্য আপনার ও আপনার ছোট ভাইয়ের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা। কাছের ছোট ভাইয়ের বাইক ক্রয় উপলক্ষে আনন্দময় সময় টুকু খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার পোষ্টটি পড়ে বেশ ভালই লাগলো। আপনার ছোট ভাইয়ের ইচ্ছে ছিল সুজুকি কালো কালারের বাইকটি কেনার কিন্তু দুর্ভাগ্যবশত এক মাস আগেও অগ্রিম টাকা দিয়েও কালো কালার টি কিনতে পারেনি। তবে ভাইয়া ব্লু কালারের সুজিকি বাইক টি দেখতে মন্দ নয়। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনার ছোট ভাইয়ের ইচ্ছে ছিল সুজুকি কালো কালারের বাইকটি কেনার কিন্তু দুর্ভাগ্যবশত এক মাস আগেও অগ্রিম টাকা দিয়েও কালো কালার টি কিনতে পারেনি।

জি ভাই এটা কালো কালার পেলে অনেক ভালো লাগতো। মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

আসলে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য বাইক কেনা অনেকটা স্বপ্নের মতই দেখা যায়। আসলে সবার ইচ্ছা থাকে একটা বাইক কিনতে। পরিবারের কথা ভেবে আসলে সবার হয়ে ওঠে না। সবার স্বপ্ন মনের ভিতরেই থেকে যায়। আপনার ভাইয়ের স্বপ্ন পূরণ হয়েছে এটা জেনে অনেক ভালো লাগলো ভাই। আর এরকম একটি আনন্দঘন মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আসলে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য বাইক কেনা অনেকটা স্বপ্নের মতই দেখা যায়। আসলে সবার ইচ্ছা থাকে একটা বাইক কিনতে। পরিবারের কথা ভেবে আসলে সবার হয়ে ওঠে না।

ঠিক বলেছেন। মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

সত্যি বলেছেন ভাই একটা বাইক যেন প্রতিটা ছেলের স্বপ্ন। ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা একদিন আমারও এই স্বপ্নটা পূরণ করবে। যেকোনো জিনিস পছন্দের ক্ষেএে ছেলেরা কিন্তু কালো রঙের জিনিস বেশি পছন্দ করে কালো মেয়ে বাদে। তবে আপনার ছোট ভাই যে পছন্দের কালো বাইক পাইনি এটা শুনে খারাপ লাগছে ব্লু কালার টাও খারাপ না। আপনার ভাইকে নতুন বাইকের জন্য অভিনন্দন। একটু সাবধানে চালাতে বলবেন ভাই।।

যেকোনো জিনিস পছন্দের ক্ষেএে ছেলেরা কিন্তু কালো রঙের জিনিস বেশি পছন্দ করে কালো মেয়ে বাদে।

একদম ঠিক বলেছেন ছেলেরা কাল জিনিসটা বেশি ভালবাসে কিন্তু মেয়ে বাদে। মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

আমারো খুব সখ বাইক কেনার। হয়তো একদিন কিনতে পারবো। সেদিন এর অপেক্ষায়। আপনার বন্ধুকে অভিনন্দন জানাই। তাকে বলবেন যাতে সেফলি রাইড করে সব সময় । শুভকামনা রইলো ভাই।

আমারো খুব সখ বাইক কেনার। হয়তো একদিন কিনতে পারবো। সেদিন এর অপেক্ষায়।

ইনশাল্লাহ ভাইয়া আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন খুব দ্রুত বাইক কিনতে পারেন। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য

  ·  3 years ago (edited)

কালো কালার হলে স্বপ্নটা পূরণ হয়ে যেত

আমি এইটাই বলতে চাইতেছি, কালো কালারটাতে আরো বেশি প্রিমিয়াম ফিল পাওয়া যায়। আমি নিজেও কালো কালারটা অনেক বেশি পছন্দ করি। ভালো লাগলো বাইক কেনার কাহিনী পড়ে। অনেক ধন্যবাদ ভাই।

জি ভাই কালো কালার টা পেলে অনেক ভালো লাগতো। কালো বাইক গুলো হৃদয় ছুঁয়ে যায়। মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

শখের অনেকটাই মিল আছে কারণ আমারও সুজুকি এই ব্র্যান্ডের কালো বাইক টা বেশি পছন্দ। বাইক কিনার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেছেন, এখন ছোট ভাইয়ের হয়ে আমাদের একটা ট্রিট দেওয়ার ব্যবস্থা করেন।

শখের অনেকটাই মিল আছে কারণ আমারও সুজুকি এই ব্র্যান্ডের কালো বাইক টা বেশি পছন্দ।

আপনার পছন্দ সেটা আপনি কিনে ফেলেন তারপর একটা ট্রিট দিয়ে দেন।

আপনি যদি আর্থিক দিক দিয়ে একটু সাহায্য করতেন তাহলে কিনতে পারতাম 😜😁