ভ্রমন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের গহীনে।

in hive-129948 •  9 months ago 

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • ভ্রমন
  • ,১৯মার্চ ,২০২৪
  • মঙ্গলবার

Photo Collage Himachal Pradesh Travel Vlog YouTube Thumbnail_20240319_191925_0000.png


ক্যানভা দ্বারা তৈরি।


হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আপনাদের সামনে আবারো হাজির হলাম নতুন একটি ভ্রমণ পোস্ট নিয়ে। ভ্রমণ পোস্টের গত পর্বে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম শ্রীমঙ্গলের কিছু দর্শনীয় স্থান। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এর সৌন্দর্য এবং ভ্রমণ সম্পর্কে কিছু কথা।

লাউয়াছড়া জাতীয় উদ্যান একটি সংরক্ষিত বনাঞ্চল। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল আংশিক উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যান অবস্থিত। বাংলাদেশের যে ৭টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও ১০টি জাতীয় উদ্যান আছে তার মধ্যে লাউয়াছড়া অন্যতম। শ্রীমঙ্গল শহর থেকে এর দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। এখানে ভ্রমণ করতে গেলে দেখতে পাবেন জীববৈচিত্র। অনেক ধরনের বড় বড় গাছ এবং অনেক বৃদ্ধ গাছ গুলোর দেখা পাবেন এই বন অঞ্চলে ‌‌। প্রকৃতির অপরূপ সৌন্দর্য সাক্ষী হয়ে থাকবে এই বন। বিশেষ করে বড় বড় গাছ গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে।


IMG20230905112729-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

গত পর্বে আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম জাতীয় উদ্যানের মাঝে কিছু ঘোরাঘুরি মুহূর্ত এবং কিছু সৌন্দর্য দেখিয়াছিলাম। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব যাতে উদ্যানে গহীনের সৌন্দর্য এবং মাঝে একটি খাসিয়া পল্লী আছে সেখানেও যাব। এখানে ঘোরাঘুরি করতে সাধারণত গাইড নিতে হয় যেহেতু আমরা দুজন ছিলাম তাই সাহস করে নিজেরাই ঘুরাঘুরি করার চিন্তা করি। কারণ গাইড নিতে হলে মোটা অংকের টাকা দিতে হয় দুজনের জন্য হোক আর একটি দলের জন্য হোক গাইড ফি সমান। তাই দুজনের জন্য গাইড নেওয়া লস। এটা বেশ সুন্দর এবার প্রকৃতির অপরূপ সৌন্দর্য সজ্জিত প্রাকৃতিক পরিবেশ।আমাদের প্রথম গন্তব্য এখন খাসিয়া পল্লী। যদি আমরা ট্যুর গাইড নিতাম তাহলে ৬০০ টাকা গুনতে হতো কিন্তু আমরা নিজেরাই নিজেদের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে এবং যদি কোন মানুষ পায় তাদের কাছে শুনতে শুনতে চলে যাবো খাসিয়া পল্লী।


IMG20230905112626-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আর এখানে যেহেতু কোন নেটওয়ার্ক নেই তাই চাইলেও ফোনে গুগল ম্যাপ ইউজ করতে পারবো না আর হারিয়ে গেলে খুঁজে পাবো না তাই আমাদের বেশ সাবধানতার সাথেই যেতে হবে। ঘন জঙ্গলের মধ্য দিয়ে আমরা দুজন নিরিবিলি এগোতে থাকি খাসিয়া পল্লীর উদ্দেশ্যে। চারিদিকে সুসান নীরবতা আমরা দুজন হেঁটে চলেছি এবং মাঝেমধ্যে চিল্লাচিল্লি করছি। কারণ বেশি নীরব থাকলে ভয়টা বেশি কাজ করে। মাঝেমধ্যে বানরের দেখা মিলছে বড় বড় গাছের এ মাথা থেকেও মাথা লাফালাফি করছে। যখন বেশি নীরব থাকে তখন পাখিদের ডাকাডাকি শব্দ বেশ ভালো লাগছিল। যেহেতু আমরা এখানকার কিছু চিনি না হঠাৎ ওখানে কর্মরত একজনকে জিগাইলাম সে বলে দিল খাসিয়া পল্লীর রাস্তা।


IMG20230905113536-01.jpeg

IMG20230905120214-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

হঠাৎ সামনে যেতে যেতে দেখি রাস্তা নেই অন্যদিকে লক্ষ্য করতে দেখা মেলে ছোট্ট একটি বাঁশ দিয়ে রাস্তা করে রেখেছে। আমি প্রথমে পার হয়ে গেলাম তারপর আমার বন্ধু এখন পার হয়ে চলে আসলো। আমাদের এখনো অনেক পথ হেঁটে যাওয়া বাকি পাহাড়ে উঁচু-নিচু রাস্তা ধরে জঙ্গলের মধ্য দিয়ে হেটে যাচ্ছি খাসিয়া পল্লীর উদ্দেশ্যে। মনের মধ্যে অনেক কিউরিসিটি কাজ করছে এই পল্লীতে গিয়ে কি দেখতে পাব। যেতে যেতে আবার কিছু করার মত মানুষের দেখা পেলাম তার কাছে শিখাইতে তিনি বললেন আর পাঁচ মিনিট সময় লাগবে। কিন্তু তাদের পাঁচ মিনিট সময় লাগলেও আমাদের ১৫ মিনিট সময় লাগবে কারণ তারা এসব রাস্তায় হেঁটে অভ্যস্ত আর আমরা নতুন। তারপর হাঁটতে হাঁটতে অনেকটাই কাছে চলে আসলাম এবং বুঝতে পারলাম এটাই খাসিয়া পল্লী। কারণ তাদের পল্লীতে ওঠার জন্য সিঁড়ি করে দিয়েছে।


IMG20230905114011-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আশেপাশে অনেক ধরনের চাষাবাদ দেখতে পেলাম তার মধ্যে পান চাষটা অনেক বেশি জনপ্রিয়। অনেক বড় এরিয়া জুড়ে বড় বড় পাতার পান চাষ হচ্ছে দেখতে বেশ ভালো লাগছে। তারপর সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে গেলাম। অনেকটা হাপিয়ে গিয়েছিলাম বটে বেশ রাস্তা পাড়ি দিয়ে আসতে হল খাসিয়া পল্লীতে। এই বাড়িগুলোতে আবার বিদ্যুৎ সংযোগও আছে বটে। জঙ্গলের এত গহিনে বিদ্যুৎ সংযোগ দেখে বেশ অবাক হয়েছি কিন্তু ফোনে নেটওয়ার্ক পায়নি এখনো।


IMG_20240319_13342403-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

এখানে বেশি ইন্টারেস্টিং কোন কিছু না দেখতে পেয়ে আমরা আবার চলে আসলাম জঙ্গলের অন্য সৌন্দর্য দেখার জন্য। তখন মনে মনে বলতেছিলাম গাইড না নিয়ে ভালোই করেছি। খাসিয়া পল্লী দেখার জন্য গাইড নিলে পুরা টাকাটাই নষ্ট হয়ে যেত। কারণ এখানে দেখার মত কিছুই নাই। তারপর আমরা আবার হাঁটতে চলে আসি যেদিক দিয়ে খাসিয়া পল্লীতে প্রবেশ করেছিলাম তার অপজিটে আরেকটি রাস্তা দেখি যেটা জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। আমরা যেহেতু দুইজন তারপরও সাহস করে জঙ্গলের ভেতর প্রবেশ করার চেষ্টা করি। অনেক ঘন জঙ্গল ঠিকঠাক মত রোদের আলো মাটিতে পৌঁছায়নি কিছু জায়গা এখনো অন্ধকার।


IMG20230905115256-01.jpeg

IMG20230905120900-01.jpeg

IMG20230905113058-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

যেহেতু ঘন জঙ্গল বিভিন্ন ধরনের সর্তকতা বাণী লেখা আছে। জঙ্গলের মধ্যে সাপ থাকবে এটাই স্বাভাবিক তবে আমাদেরকে অনেক সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। সেজন্যই এই জঙ্গলের মধ্যে কি কি আছে সেগুলোর নাম উল্লেখ করে রেখেছে এবং যাতে আমরা সতর্কতার চলাফেরা করি সেটাও বলে দিয়েছে। তারপর আমরা গভীর জঙ্গলের ভেতর প্রবেশ করি আমি আর আমার বন্ধু অংকন ছাড়া আশেপাশে কেউ নেই। বেশ গরম লাগছে তবে জায়গাটা ছায়াযুক্ত হওয়াতে তেমন কিছু মনে হচ্ছে না তারপরও আমাদের কাছে পানির বোতল ছিল প্রচুর পানি খেতে হয়েছে। কারণ আমরা গিয়েছিলাম গরমে আরো যখন ওইখানে ছিলাম তখন ভর দুপুর।


IMG_20240319_13351962-01.jpeg

IMG20230905120219-01.jpeg

IMG20230905120120-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

যেহেতু আমরা জঙ্গলের ভিতরে যাব আমরা পথ হারিয়ে ফেলতে পারি ।তাই অংকনকে বললাম মাটিতে দাগ কেটে রাখতে যাতে আমরা আবার এই জায়গা আসলে সঠিক পথের দেখা পাই। তারপর আমরা ভেতরে প্রবেশ করতে থাকি বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ দেখেছি। লাউয়াছড়া জাতীয় উদ্যান এসে অনেক ধরনের গাছের দেখে মেলে যে গাছগুলো আগে কখনো দেখিনি। বড় বড় গাছ এবং ছোট বড় সব মিলিয়ে সুন্দর সুন্দর কিছু গাছের দেখা মিলে ছিল সাথে গাছগুলোর উপর নাম লেখা ছিল এবং কোন প্রজাতি সেগুলো উল্লেখ করা ছিল।


IMG20230905120414-01.jpeg

IMG20230905112830-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

জঙ্গলের ভেতর অনেক সময় ঘোরাঘুরি করি হঠাৎ একটি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দেখি আমরা আবার রাস্তা পেয়ে গেছি। যে রাস্তা দিয়ে আমরা গিয়েছি তার অপজিটে একটি রাস্তা দিয়ে আবার সেই জায়গাতেই চলে এসেছি। বেশ ভালো লাগলো যে জঙ্গলের ভেতর আমরা পথ হারিয়ে ফেলিনি। পথ হারিয়ে ফেললে বিপদ হত কারণ আমরা পথের খোঁজ না পেলে কারোর কাছে ফোন দিয়েছে খোঁজ মিলবে সে উপায়ও ছিল না। কারণ আমাদের ফোনে কোন নেটওয়ার্ক ছিল না। তারপর আমরা আবার হাঁটতে হাঁটতে রেললাইনের এখানে চলে আসি।


IMG20230905121305-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

রেল লাইনটা দেখতে অসম্ভব সুন্দর দুই পাশে বড় বড় গাছ আর প্রকৃতির মাঝ দিয়ে ছুটে চলেছে রেললাইন। আমরা এখানে পৌঁছানোর কিছু সময়ের মধ্যেই ট্রেন চলে আসলো। তাই আমরা রেললাইনে হাঁটাহাঁটি করিনি কখন ট্রেন চলে আসবে আমরা কেউ জানতাম না। তারপর আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বের হয়ে চলে আসি। এই ছিল জাতীয় উদ্যানের গহীনের সৌন্দর্য। অনেক ভিডিও করা আছে সেগুলো যদি কখনো সম্ভব হয় আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

জায়গাটিতে আমি গিয়েছিলাম। জায়গাটির তেমন কিছু দেখার নাই কিন্তু ভিতরে অনেক গাছপালা মনোরম পরিবেশ। এই পরিবেশগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। এই জঙ্গলের ভিতরে হাঁটছিলাম। আমিও শেয়ার করব আমার পর্বগুলি। আশা করি আপনি দেখবেন এবং উচা জায়গা উঠার। এটাতে উঠছিলাম ভীষণ ভালো লাগছিল।

Posted using SteemPro Mobile

ঠিক বলেছেন এখানে তেমন আকর্ষণীয় কিছু নেই তবে গাছপালার সৌন্দর্যটাও দারুন লেগেছে। অচেনা অজানা গাছের মাঝে হারিয়ে গিয়েছিলাম

Posted using SteemPro Mobile

লাউয়াছড়া উদ্যানে গিয়ে অসাধারণ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন যা খুবই মিস করেছি। আপনার ট্রাভেলিং পোস্টগুলো আমার কাছে বেশ ভালো লাগে। সিলেটের প্রত্যেকটা পোস্ট আমার কাছে অসাধারণ লেগেছে। বেশি বেশি জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই আমাদের ভ্রমণ করতে হবে। আর আপনি একজন ভ্রমণ পিপাসু মানুষ সেটা আমি জানি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ট্রাভেলিং পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

একদম ঠিক বলেছেন বেশি বেশি জ্ঞান অর্জন করতে হলে বেশি বেশি ভ্রমণ করতে হবে। অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

Posted using SteemPro Mobile

ভাইরে ভাই ইদানিং আপনার পোস্টগুলো পড়লে আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের পোস্টটি পড়তে পড়তে ভিতরে কেমন যেন রোমাঞ্চ অনুভব করছিলাম। একে তো পুরোপুরি ঘন জঙ্গল তার ভেতর আপনারা দুজন সাহস করে যেভাবে ঘুরে বেড়ালে নিঃসন্দেহে এটা প্রশংসার দাবিদার। তারপর খাসিয়া পল্লীতে গিয়ে আপনারা তেমন কিছু আকর্ষণীয় দেখতে পেলেন না। আমার কাছেও মনে হয়েছে গাইড না নিয়ে ভালোই করেছেন। আপনাদের মাধ্যম দিয়ে আমরা বেশ কিছু চমৎকার প্রাকৃতিক দৃশ্য দেখতে পেলাম এবং জায়গাটার সম্পর্কে বেশ ভালো আইডিয়া হলো। অসংখ্য ধন্যবাদ ভাই এই অসাধারণ পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

জি ভাইয়া এডভেঞ্চার পূর্ণ এলাকা ছিল আর খাসিয়া পল্লীতে যাওয়ার জন্য শুধু শুধু গাইড নিলে টাকাটা নষ্ট হতো। ধন্যবাদ মতামতের জন্য

Posted using SteemPro Mobile

Doller buy sell call 01700817832 doller kinbo 100%
Doller buy

লাউয়াছড়া জাতীয় উদ্যানের গহীনে অবস্থান করার খুবই সুন্দর একটি মুহূর্ত শেয়ার করেছেন আপনি৷ গত পর্বেও আমি এরকম একটি পোস্ট দেখেছিলাম৷ আজকে আরো অনেকগুলো বিস্তারিত বিষয় আপনার কাছ থেকে দেখতে পারলাম৷ খুব সুন্দর ভাবে আপনি সবগুলো বিষয় এই পোস্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ৷

জি ভাইয়া বেশ ভালো একটি মুহূর্ত কাটিয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

Posted using SteemPro Mobile