কবিতা আবৃত্তি "ছলনাময়ী" লেখক jibon47।

in hive-129948 •  5 months ago 

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • কবিতা আবৃতি
  • ১৭,মে ,২০২৪
  • শুক্রবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি ব্যাতিক্রম ধর্মী একটি পোস্ট করবো।আজকে আমি একটি কবিতা আবৃতি করব এর আগে আমি কখনো কবিতা আবৃতি ওইভাবে কোনদিন করা হয়নি। জানিনা কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করবেন। কবিতাটি লিখেছেন আমাদের কমিউনিটির একজন সদস্য আমার খুব কাছের একজন মানুষ jibon47।
তার লেখা কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে ।তার কবিতার মধ্যে আলাদা একটি আবেগ খুঁজে পাওয়া যায়। অনেক আবেগ দিয়ে সে কবিতাগুলো লেখে। রাতে মাঝেমধ্যে একসাথে আড্ডা দেওয়ার সময় কবিতা নিয়েও বেশ আলোচনা হয়। তার লেখা কবিতা গুলোর প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে যাওয়ার মত। নিচে আমার কবিতা আবৃতি দেওয়া হল।



তার লেখা কবিতা



কবিতার নামঃ--ছলনাময়ী


তোমারে আমি খুব কইরা চাইছিলাম
তোমারে আমি এমন ভাবেই চাইছিলাম, যেমনভাবে...!!
যেমনভাবে একজন অন্ধ মানুষ দুনিয়ার আলো দেখতে চায়।
দুনিয়ার আলো দেখতে চাওয়া অন্ধ মানুষটা একটা সময় দুনিয়া দেখতে পাইল
কিন্তু আমি আর তোমারে দেখতে পাইলাম না,
তোমারে দেখার আগেই তো তুমি উড়াল দিলা,
উড়াল দিলা শূন্য আকাশে যেখানে তোমারে ধরার সাধ্যটুকুও আমার নেই।
তোমারে আমি এমন ভাবেই চাইছিলাম যেমন ভাবে একজন বেকার চাকরি চায়।
দিনশেষে সে চাকরি ও পাইলো, কিন্তু আমি আর তোমারে পাইলাম না।
তোমারে পাওনের লাইগা কত পাগলামিটাই না করছি,
তোমারে পাওনের লাইগা পথের বাঁকে কসমেটিকসের দোকানটাও বহাইলাম,তয়
তয়,তুমি আর আমার কাস্টমার হইলা না।
শেষ বিকেলের সূর্যটা অস্ত যাওয়ার আগে রক্তাক্ত হইয়া জানান দেয় সে ডুইবা যাইতাছে
তয়, তুমি কোন কিছু জানান না দিয়াই হঠাৎ কইরা ডুইবা গেলা।
তোমারে দেখনের লাইগা কত সকাল কত বিকাল পথের ধারে বইয়া থাকলাম
কত পাখি উইড়া গেল,কত মানুষ হাইটা গেল
তয় তোমারে আর দেহন পাইলাম না।
এহন আর পথের ধারে বহি না,কসমেটিকসের দোকানটাও এখন আর নেই
আছে শুধু এক আকাশ সমান অভিমান আর এক সমুদ্র দুঃখ।
আমার তুমিটা-রে খুঁজতে গিয়া আমি আমারেই হারাইয়া ফেললাম,
হারাইয়া ফেললাম আমার ভেতর আমার বাহির।
দিনশেষে তুমি সবই পাইলা,আর আমি পাইলাম বিষন্ন আকাশ
যার প্রতিটাই স্তরে স্তরে বেদনার রক্তাক্ত মেঠো পথ।


সমাপ্ত



আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপনি মাঝেমধ্যেই আমাদের সকলেরই প্রিয় জীবন ভাইয়ের কবিতা আবৃত্তি করে থাকেন। আজকে বেশ দারুন ভাবে আবৃত্তি করেছেন। ছলনাময়ী কবিতাটি আমার কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ কন্ঠে পরিবেশনা করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

জীবনের কবিতা আবৃত্তি করার মধ্যে আলাদা একটি তৃপ্তি খুঁজে পাই। অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

আপনি জীবন ভাইয়ের লেখা একটি কবিতা আমাদের মাঝে করে শুনিয়েছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আসলে জীবন ভাই খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কবিতা লিখতে পারেন। জীবন ভাইয়ের লেখা ছলনাময়ী কবিতা টি খুবই সুন্দর করে আবৃত্তি করেছেন।ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

ঠিক বলেছেন ভাইয়া জীবন খুব সাজিয়ে গুছিয়ে কবিতা লেখে। অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন।jibon47 ভাইয়ের কবিতাগুলো এমনিতে অসাধারণ। তবে আপনার কবিতা আবৃত্তি শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে চেষ্টা করলে সব কিছু সম্ভব। তবে কবিতার মাধুর্য অসাধারণ। চমৎকার একটি কবিতা আবৃত্তি করার জন্য ধন্যবাদ আপনাকে।

জ্বি ভাইয়া চেষ্টা করলে সবই সম্ভব। মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

জীবন ভাইয়ের লেখা কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি দারুণ ভাবে কবিতাটি আবৃত্তি করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। ছলনাময়ী কবিতাটি যেমন দারুন তেমনি আপনার আবৃত্তি অসাধারণ হয়েছে ভাইয়া।

আমি চেষ্টা করেছি ভালো ভাবে আবৃতি করার। অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য

আপনি দেখতেছে আমাদের প্রিয় ভাইয়ের সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। জীবন ভাইয়ের সুন্দর কবিতা আপনি নিখুঁতভাবে আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে কবিতা আবৃতি অসাধারণ। আসলে কবিতা আবৃত্তি করতে হলে ধৈর্য এবং সাহস দুটোই লাগে। আর আপনি এই দুটো দিয়ে অসাধারণ করে কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

আমার কবিতা আবৃতি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ