আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- ব্যস্ততম শুক্রবার
- ০৬,অক্টোবর ,২০২৩
- শুক্রবার
হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্যস্ততম একটি দিনের ভালো মুহূর্ত এবং খারাপ মুহূর্ত। সবাই সপ্তাহ শেষে শুক্রবার একটু রেস্ট করে। আর আমরা যারা ইভিনিং শিফটে বিএসসি করতেছি তাদের সব থেকে বেশি প্যারাদায়ক দিন হলো শুক্রবার। আজকে সারাদিন কেটেছে ইউনিভার্সিটিতে।
Device : Realme 7
What's 3 Word Location :
সকাল ৯ টা থেকে ক্লাস শুরু রাত সাড়ে আটটা পর্যন্ত ক্লাস। একটা দিনে এত সময় ক্লাস করা সত্যি অনেক বেশি বিরক্তিকর। আর ক্লাসগুলো সব এক ঘন্টা ৪০ মিনিট করে। অনেক সময় ধরে বসে বসে ক্লাস করতে হয় মনোযোগ সব সময় থাকে না বেশ বিরক্ত লাগে। আমাদের ক্লাস ছিল সকাল 9 টা থেকে আমি এবং আমার বন্ধু অংকন সাড়ে আটটায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ক্লাস করার জন্য দ্রুত ইউনিভার্সিটির চলে যায়।
কারণ আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে যাতে ক্লাস শুরু না হয়ে যায় তাই সব কাজগুলো দ্রুত সেরে ইউনিভার্সিটিতে চলে যায়। আজকে যেহেতু শুক্রবার জুম্মার নামাজ আছে তাই ক্লাস হবে 9 টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত । ভাবুন এক একটি ক্লাস কত বিরক্তিকর সময় পার করতে হয়েছে। তারপর এদিকে রাতে ভালো ঘুম হয়নি ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে গিয়েছিল । আবার এর মাঝে সকাল সকাল উঠে ইউনিভার্সিটিতে চলে গিয়েছে চোখের প্রচুর ঘুম শরীর ক্লান্ত। চোখ ও মস্তিষ্ক দুটোই ঘুমাতে চাই কিন্তু পরিস্থিতির কারণে ঘুমাতে পারে না। ক্লাসে বসে বসে ভাবছিলাম অনেক বেশি ঘুম পাচ্ছিল মনে হচ্ছিল কখন যে ক্লাসটা শেষ হবে কিন্তু মাত্র তো শুরু হয়েছে। সাড়ে বারোটার দিকে প্রথম আর্ধের ক্লাস শেষ হয় ।তখন আমরা দুপুরের খাওয়া-দাওয়া করি এবং নামাজ আদায় করে দ্বিতীয় অর্ধের ক্লাসের জন্য প্রস্তুতি নেই।
Device : Realme 7
What's 3 Word Location :
শরীর অনেক ক্লান্ত চোখে প্রচুর ঘুম তারপরও যেহেতু ইউনিভার্সিটিতে চলে এসেছি ক্লাস সবগুলো করে না গেলে তো লস হয়ে যাবে। এভাবেই ক্লাসগুলো করতে থাকি আর ভাবি এই ক্লাসটা কখন শেষ হবে তখন একটু বিশ্রাম নিতে পারব। যখন আসরের আযান হয়ে যায় তখন মসজিদে নামাজ শেষ করে বাইরে বের হয়ে কয়েকটা ফুল দেখতে পাই। আমার আবার ছবি তুলতে অনেক বেশি ভালো লাগে। তারপর ফুলের উপর বৃষ্টি পড়েছে ফুলটার সৌন্দর্য অনেকাংশ বেড়ে গেছে। ফুলের সৌন্দর্য দেখে ক্যামেরা বন্দি না করে আর থাকতে পারলাম না। মেঘলা আকাশ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা বেশ ভাল ছিল।
Device : Realme 7
What's 3 Word Location :
তারপর হঠাৎ ইউনিভার্সিটি নিচে এসে দাঁড়িয়েছে চা খাওয়ার জন্য তখনই ঝুম বৃষ্টি শুরু হল। বৃষ্টি পড়ছে এমন ওয়েদারের সাথে গরম গরম চা খেতে অসম্ভব ভালো লাগছিল।আমাদের ক্লাস ও শেষের দিক আমাদের আর একটা ক্লাস করতে হবে সেই আনন্দ অনেক বেশি কাজ করতেছিল। তারপর আমরা উপরে গিয়ে ক্লাসটা শেষ করি এবং ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই বাসার উদ্দেশ্যে রওনা করি। কখন যেন বৃষ্টি নেমে যায় সেই ভয়তে দ্রুত বাসায় চলে আসি। বাসায় এসে কিছুক্ষণের বিশ্রাম করার পরেই দেখি ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়ে বৃষ্টি এখনো হচ্ছে। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে কখনো গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি শুক্রবারে যদি এরকম ভাবে ক্লাস করতে হয় তাহলে বিষয়টা বেশ বিরক্তিকর লাগে। আমার তো এগুলো শুনে বিরক্ত কাজ করছে। যাইহোক যেহেতু কিছু করার নেই তাই এগুলো তো করতেই হবে। আপনার তোলা ফুলের ফটোগ্রাফি দারুন লেগেছে। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া কিছুই করার নাই ক্লাস করতে হবে। সাপ্তাহিক ক্লাস একটু প্যারাটা বেশি দেয়। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কথাগুলো পড়ে একটু ভয় হচ্ছে কারণ ইভিনিং শিফটে আমারও বিএসসি করা লাগবে। সারাদিন ক্লাসে থাকা সত্যি আমার কাছে তো অসম্ভব ব্যাপার। বেশ ব্যস্ততম একটা দিন কাটিয়েছেন। এবং ক্লাস শেষ করে আবার চা। যাইহোক দিনটা ছুটির দিন হয়েও ব্যস্ততম ছিল আপনাদের জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে ভয় নাই সারাদিন ক্লাস ইনজয় করতে করতে কাটিয়ে দেওয়া যাবে। বন্ধুদের সাথে আড্ডা দিলে ঘোরাঘুরি করলে বেশ ভালোই লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit