শীতের রাতে ঘোরাঘুরি ও হালকা খাওয়া দাওয়া||১০% লাজুক খ্যাকের জন্য।

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজকে আপনাদের মাঝে শেয়ার করব শীতের রাতে মোটরসাইকেল নিয়ে ঘুরাঘুরির গল্প। আমাদের ঘোরাঘুরি প্ল্যানটা হঠাৎ হঠাৎ করে ফেলি। আমাদের গ্রুপে সবাই বাইক ড্রাইভ করতে পারে কিন্তু একটি বড় ভাই পারত না সে কিছুদিন হল বাইক ড্রাইভ করা শিখিয়েছে। তাই সে সময় পেলে বাইক নিয়ে ঘুরতে বের হয়ে যায়। তার সারাদিন তেমন সময় হয়না তাই রাতে হঠাৎ করে একটি স্থান থেকে অন্য স্থানে যাওয়ার প্লান করে ফেলে।


IMG20220131184416_00-01.jpeg


রাতের ঘুরাঘুরি।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

আজকে সারাদিন সে বাইক ড্রাইভ করতে পারেনি তাই সন্ধ্যার পরে বাইকটা পেয়ে আমাকে পিছনে বসিয়ে নিয়ে ছুটে চলল অজানা পথে। আমাদের যাওয়া দেখে আরো দুইটা বাইক যারা আমরা সবসময় একসাথে চলা চল করি তারা পিচ পিচ চলে আসে রাতকে উপভোগ করার জন্য। আমরা যাত্রা শুরু করি আমাদের কোন গন্তব্য ছিল না যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাব। আর কিছু সময়ের মধ্যে আবার বাসায় ফিরে আসবো। শীতের রাতে বাইক চালানো টা অনেক কষ্টের তারপরও সে নতুন নতুন বাইক চালানো শিখেছে তাই তার কাছে শীত কিছুই মনে হচ্ছে না। কিন্তু আমারে তো পিছনে বসায় রাখছে আমি তো বুঝতে পারছি কি পরিমানে শীত। আমরা আধাঘন্টা বাইক ড্রাইভ করার পর গ্রামের মেঠো পথ পার দিয়ে হাইওয়ের দিকে উঠলাম।


IMG20220131184730_00-01.jpeg


তেল পাম্পে আমরা।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

হাইওয়েতে কিছুটা এগিয়ে গিয়ে আমাদের মধ্যে একটি গাড়ির তেল ফুরা যায় ।তাই সামনে তেল পাম্প দেখতে পাই এবং সেখান থেকে গাড়িতে তেল ঢুকাই। তারপর আমরা আবার হাইওয়ে ধরে এগোতে থাকি।


IMG20220131185653_00-01.jpeg

IMG20220131185930_00-01.jpeg


চা পান করার সময়।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

আমরা একটু এগোতেই একটি চায়ের দোকান পাই আমরা সেখানে দাঁড়িয়ে শীতের রাতে হাইওয়ের পাশে গরম রং চা পান করি। শীতের রাতে চা খাওয়া অনেক বেশি মজা লাগে। ওরা চা খাওয়া শেষ করে কিছু সময় বিশ্রাম গ্রহণ করে এবং আমাদের মধ্যে একজন বলে আমরা অন্য কিছু খেতে যাব।


IMG20220117135212_00-01.jpeg

IMG20220117134236_00-01.jpeg

IMG20220117134728_00-01.jpeg


রেস্টুরেন্টে কাটানো সময়।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

তাই আমরা আবার হাইওয়ে দিয়ে বাইক ড্রাইভ করতে করতে একটি রেস্টুরেন্টে প্রবেশ করি। রেস্টুরেন্টে ভিতরে ভালোভাবে সাজিয়ে রেখেছে। ঢুকে আমরা অর্ডার করি এক প্লেট নুডুলস এবং পেস্টি। রেস্টুরেন্টে আমরা এর আগেও অনেকবার গিয়েছি আমরা এই দুটি খাবারে বেশি খায় কারণ অনেক ভালো লাগে এই দুটি। সবাই খাওয়া শেষ করে আবার শীতের রাতে বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করি। যে ভাইয়া নতুন বাইক ড্রাইভ করা শিখিয়েছে আমি তার তাদের বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসি।

আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনারাও পারেন ও বটে। আপনাদের ঘোরাঘুরি দেখে আমারও খুব ইচ্ছে করে ঘুরাঘুরি করতে। কিন্তু হয়ে ওঠে না। আমি খুব ব্যস্ত মানুষ তো। দেখে বোঝা যাচ্ছে আপনারা ঘোরাঘুরি করতে গিয়ে অনেক মজা করেছেন ‌চা খেয়েছেন কেক খেয়েছেন আর ভ্যানিলা কেক আমার খুব ফেভারিট। নুডুলস খেয়েছেন খুবই সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রকাশের জন্য

শীতের রাতে ঘুরাঘুরির সময় টুকু পড়ে অনেক ভালো লাগলো । শীতের দিনে চা খাওয়া মজাই আলাদা ্। শীতের দিনে আপনি চায়ের সাথে রেস্টুরেন্টে অনেক কিছু খেয়েছেন । তাছাড়া আপনার কাটানো সময়টুকু অনেক মধুর ছিল । আপনার সময়টুকু আমাদের সামনে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনার মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

দেখেই বোঝা যাচ্ছে শীতের রাতে ঘোরাঘুরি করতে গিয়ে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন, যদিও শীতের রাতে এরকমভাবে ঘুরাঘুরি করা মোটেও ঠিক না কারন এখন যেহেতু করণা পরিস্থিতিতে চারদিক জনশূন্য আর এত রাত অব্দি বাইরে থাকা উচিত না। সবসময় নিজেকে সুস্থ রেখে সতর্ক থেকে পথ চলা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য।

আপনার গঠনমূলক মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

ভাইয়া শীতের রাতে অনেক সুন্দর ঘোরাঘুরি করেছেন আপনারা। রাস্তা একদমই পরিষ্কার কোনরকম কুয়াশা দেখা যাচ্ছে না। ঘোরাঘুরি সাথে অনেক সুন্দর সুন্দর খাবার খেয়েছেন বটে। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

শীতের রাতে বাইক চালানো একটু কষ্টকর।শীতের কারণে খুব অসস্তি লাগে।আপনি বাইক নিয়ে খুবই সুন্দর সময় কাটিয়েছেন।সেইসঙ্গে রেস্টুরেন্ট এ বেশ ভালই খাওয়া দাওয়া করেছেন।আপনার সুন্দর মুহূর্তগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।