একটি সুন্দর বিকেল কাটালাম।||১৪-০৮-২০২১||

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


অনেকদিন হলো বিকেলটাকে উপভোগ করা হয় না। তাই আজকে ভাবলাম একটু বিকেলটাকে উপভোগ করা যায়। তাই আমরা বের হয়ে গেলাম ঘুরার উদ্দেশ্যে একটি নিরিবিলি পরিবেশে।


IMG20210814181638_00-01.jpeg


একটি মানুষ শূন্য নৌকা
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/banana.talkback.funhouse


আমরা খুঁজতে খুঁজতে নদীর ধারে একটি নিরিবিলি পরিবেশ পাই। আমরা সিদ্ধান্ত নেই সেখানে যাব তার আগে কিছু কাজ করি। একটি সুন্দর পরিবেশে বসবো আর কিছু খাওয়া দাওয়া হবে না এটা কি করে হয়?


IMG20210814181226_00.jpg


চপ সিঙ্গারার দোকান
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/velcro.relearning.commandos


তাই আমরা একটি দোকানে যাই ওইখানে গিয়ে কিছু সিঙ্গাড়া চপ সাথে সেভেনআপ কিনে নিয়ে যায়। আমরা ওইখানে গিয়ে একটি নৌকা পাই আমরা নৌকা তে গিয়ে বসি এবং গল্প করি।


IMG20210814182348_00.jpg


অনেক টেষ্টি ছিলো।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/banana.talkback.funhouse


আর সাথে সাথে সিঙ্গারা আর কাঁচামরিচ খায়। যা পরিবেশের সাথে অসাধারন ছিল আর খাওয়া শেষে এখানে বসি অনেক সময় গল্প করি।


IMG20210814182527_00.jpg


তাদের নৌকা ভ্রমন ও আনান্দ উল্লাস
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/banana.talkback.funhouse


আর নদীর মাঝ দিয়ে দেখি কিছু ছেলেরা নৌকা নিয়ে আনন্দ করে বেড়াচ্ছে গান এবং নাচানাচি করছে। আমরা সেগুলো বসে বসে উপভোগ করি। তারপরে আমরা ওখান থেকে চলে আসি কারণ সন্ধ্যা নেমে আসছে।


আজকের বিকেলটা অনেক ভালো ছিলো।বন্ধুদের সাথে আড্ডার মাধ্যমে বিকেলটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না।


65395.gif

1611670148286_rahul.png

Connect Me On:
Facebook | Twitter

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি বাংলাদেশের Steemit ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণের জন্য একটি গুগল ফর্ম ডিজাইন করেছি। অনুগ্রহ করে উক্ত গুগল ফর্মে আপনি আপনার তথ্যাবলি সংযুক্ত করুন। বিস্তারিত জানতে দয়া করে এই পোস্টটি দেখুন।

ফর্ম লিংক: https://forms.gle/w2a4FtCVarnRUP5f8

রাহুল ভাই বিকাল বেলার ঘোরাঘুরি করার মজাটা খুব ভালোভাবে উপভোগ করেছেন, ধন্যবাদ ভাই আপনাকে আমাদের মাঝেভাগাভাগি করে নেওয়ার জন্য।

আপনাকেও ধন্যবাদ।

খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ ভাই আপনাকে।

ধন্যবাদ।