সুস্থতা সৃষ্টিকর্তার এক বড় নিয়ামত।||( beneficiary 10% @shy-fox)

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ -৩০ই, শ্রাবণ,|১৪২৯ বঙ্গাব্দ||রবিবার||বর্ষাকাল||


সুস্থতা সৃষ্টিকর্তার এক বিশাল দান কেননা যে সুস্থ থাকে সে কখোনো অসুস্থ লোকের কদর বোঝেনা।


syringe-1884784_640.jpg

Source



মানুষ যখন সুস্থ থাকে তার কাছে যখন সব কাজ অনেক সহজ মনে হয়। সে তখন অনেক কঠিন পথ পাড়ি দিতে পারে। সামনে যতই বাধা হোক না কেন সে পার হতে পারে কারণ তার শরীরের অনেকটা বল আছে। তার শরীর এখন সুস্থ। সুস্থ শরীর ও মন সবকিছু যদি ঠিক থাকে তাহলে অনেক কাজ করা সম্ভব।মহান সৃষ্টিকর্তার একটি বড় নেয়ামত সুস্থ শরীর। সুস্থ শরীর সবার ভাগ্যে জোটে না কেউ না কেউ ঠিক কোন এক সময় অসুস্থ হবে তখন সে বুঝতে পারে সুস্থ জীবনের মর্মটা।

আমিও এখন বুঝতেছি সুস্থ শরীরের গুরুত্ব। আমি গতকাল সন্ধ্যায় হঠাৎ করেই কোন কিছু বুঝে ওঠার আগেই ছোট একটি বাইক এক্সিডেন্ট হয়ে যায়।
কিছু কিছু জায়গাতে কেটে গিয়েছে এই কাটা জায়গাতেই অনেক ব্যথা। ব্যাথার কারনে হাঁটাচলার ক্ষেত্রে অনেক বাধা প্রদান করে।শরীর অসুস্থ থাকলে মনটাও ভালো থাকেনা আর মন ভালো না থাকলে কোনো কিছুই করতে ইচ্ছে করেনা। তেমন বেশি কিছু হয়নি তারপরও হাতে এবং পায়ে কেটে গিয়েছে এতে অনেক ব্যথা হয়েছে। ফলে অনেক ধরনের কাজ করতেই বেশ অসুবিধা হচ্ছে।
কাল সন্ধ্যায় একটু ঘুরতে গিয়েছিলাম এদিকে ওদিকে তখন কিছুটা অন্ধকার হয়ে আসছিল ওই রাস্তাতে অনেক দিন যাওয়া হয় না। রাস্তার অবস্থাটাও আমার তেমন জানা ছিল না। গাড়ির স্পিড ও তেমন বেশি ছিল না হঠাৎ কোন কিছু বুঝে ওঠার আগে স্পিড বেকারের সামনে এসে পড়ি।সেই মুহূর্তে গাড়ির ব্রেক না করে উপর দিয়ে চলে গিয়েছি। আর গাড়িটার কন্ট্রোলিং আমি হারিয়ে ফেলেছিলাম। ফলে আমি মুহূর্তের মধ্যেই রাস্তাতে পড়ে গিয়েছিলাম। মাথায় হেলমেট ছিল ওই হেলমেটের গ্লাসটি খুলে দূরে চলে গেল। আমার পিছনে আর একজন ছিল তার তো দু হাটুতে কিছুটা কেটেছে আমারই অনেক বেশি কেটেছে তার তুলনায়। তারপর বাইকটা ওভাবে তুলে আবার চালাইতে চালাইতে আমার পিছনে যে ছিল তার রুমে যাব তাই আমরা এগোতে থাকি। ভাবলাম ফার্মেসি থেকে ড্রেসিং করার জন্য ড্রেসিং মেডিসিন নিয়ে গিয়ে রুমে বসে ড্রেসিং করবো।রাস্তা দিয়ে আসতে হাত দিয়ে পা দিয়ে মোটামুটি রক্ত বের হচ্ছে এর মাঝে আবার জ্যাম পড়েছে হাত-পা জ্বলছে এই জ্যামের প্যারাটাও অনেক অসহ্য লাগছিল। তারপর রুমে এসে ক্ষতস্থানগুলোতে সুন্দরভাবে মেডিসিন দিয়ে পরিষ্কার করে ফেলি। তারপর বেশ কিছু সময় বিশ্রাম গ্রহণ করতে থাকি। আমি এই এক্সিডেন্ট নিয়ে মোটেও চিন্তিত নয় কারণ এটা হয়তো আমার কোন কর্মের ফল। ইসলাম ধর্মে সহিহ হাদীসে রয়েছে মুমিনের পায়ে যদি একটি কাটা ফুটে তাতেও এর গুনাহ মোচন হয় ।আমার হয়তো কোন পাপ মোচন হয়েছে।


man-461195_640.jpg

Source

শরীর যখন সুস্থ ছিল তখন সব ধরনের কাজ করতে অন্যরকম একটা এনার্জি পেতাম। আর এখন একটু অসুস্থ তাই কাজ করতে তেমন এলার্জি পাইনা। কোন কাজ করার ক্ষেত্রে কিছুটা শরীর অসুস্থর কারনে কাজটা আর আগের মতো হয়ে উঠেনা।

সুস্থ শরীর সৃষ্টিকর্তার একটি মহান দান যার কৃতজ্ঞতা আমরা শেষ করতে পারবো না। কারণ শরীর সুস্থ না থাকলে আমরা কোন ধরনের কাজ করে মজা পাবো না। এবং করতে ইচ্ছা হবে না আমরা সবসময় সুস্থ শরীরের জন্য দোয়া কামনা করব। সুস্থ থাকলে আমরা সব ধরনের কাজের ক্ষেত্রে এগিয়ে যাবো।

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভেরিফাইড মেম্বার হইলেন টা কিভাবে ভাই

একদম ঠিক বলেছেন আপনি সুস্থতা সৃষ্টিকর্তার এক বড় নিয়ামত । মানুষ যখন সুস্থ থাকে তার কাছে যে কোন কাজ অতি সহজ মনে হয়। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

ভাই একদম ঠিক সুস্থতা সৃষ্টিকর্তা অনেক বড় নিয়ামত।

আপনার টাইটেলের সাথে আমি একমত পোষণ করছি সত্যিই সুস্থতা সৃষ্টিকর্তার এক বড় নিয়ামত যেটা আমরা যখন সুস্থ থাকি তখন হয়তো বুঝতে পারি না। স্বাস্থ্যই সকল সুখের মূল এই প্রবাদের সাথে অনেকেই বিশ্বাসী। ধন্যবাদ আমাদের মাঝে আপনার অনুভূতি তুলে ধরার জন্য।

স্বাস্থ্যই সকল সুখের মূল এই প্রবাদের সাথে অনেকেই বিশ্বাসী।

ধন্যবাদ মন্তব্যের জন্য

ইসলাম ধর্মে সহিহ হাদীসে রয়েছে মুমিনের পায়ে যদি একটি কাটা ফুটে তাতেও এর গুনাহ মোচন হয় ।আমার হয়তো কোন পাপ মোচন হয়েছে।

আমি নিজেও ঠান্ডা জ্বরে আক্রান্ত হলে অনেক খুশি হই কারণ হয়তো এর মাধ্যমে কোন পাপ মুছে যাচ্ছে।

জি ভাইয়া মুমিনদের জন্য যে কোন অসুখ কল্যাণ বয়ে নিয়ে আসে ছোটখাটো সব গুনাহ মাপ হয়ে যায়।

সুস্থতা আল্লাহর দেয়া অনেক বড় নেয়ামত আসলেই তা আমরা অসুস্থ ণা হওয়া পর্যন্ত বুঝতে পারিনা , আল্লাহ আমাদের সবাইকে বুঝার তওফীক দান করুক
আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল

আল্লাহ আমাদের সবাইকে বুঝার তওফীক দান করুক

আমিন

অনেক সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করেছেন ভাই। আপনার পোস্টটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে আমরা যখন অসুস্থ থাকি তখনই সুস্থতার মূল্যটা আমরা বুঝতে পারি। অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে ধন্যবাদ।

আপনার পোস্টটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে

ধন্যবাদ মন্তব্যের জন্য

সুস্থ থাকলে যে তার মর্মত আমরা বুঝি না এটা একদমই ঠিক ভাই। আর আসলেই সুস্থতা আল্লাহর দেয়া বড় এক নিয়ামত। আসলে এটা অনুভব করতে হবে। আপনি বাইক এক্সিডেন্ট হয়েছেন শুনে খুবই খারাপ লাগলো দোয়া রইল যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।

আপনি বাইক এক্সিডেন্ট হয়েছেন শুনে খুবই খারাপ লাগলো দোয়া রইল যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।

আমিন