শখের ফটোগ্রাফি পর্ব-৩৮ ||সূর্যের সৌন্দর্য ||

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • শখের ফটোগ্রাফি
  • ১০, নভেম্বর ,২০২৩
  • শুক্রবার

Light Pink & Golden Modern Happy Birthday Greeting Card Instagram Post_20231110_113049_0000.png


ক্যানভা অ্যাপ দ্বারা তৈরি।



আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম ফটোগ্রাফির পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে তাই সময় পেলেই ফটোগ্রাফি করতে ছুটে চলে যায়। ফটোগ্রাফি এমন একটি বিষয় যা বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। আজকের পোস্টে বিভিন্ন এলাকার বিভিন্ন সময়ে ঘোরাঘুরি মুহূর্তে কিছু ফটোগ্রাফি। ফটোগ্রাফি করা আমার অনেক শখ ।শখের বসেই করে থাকা হয় ফটোগ্রাফি। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে চায় সুন্দর সুন্দর অনেক কিছুর দেখা মেলে সেগুলো স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ফটোগ্রাফি করা হয় মূলত। কোন একদিন কোন এক দর্শনীয় স্থানে ঘুরতে গেলে সেখানকার পরিবেশের ছবি তুলতে বেশ ভালো লাগে। আজকের ফটোগ্রাফি শুধু সূর্যকে ঘিরে। সূর্যর আলাদা একটি সৌন্দর্য আছে সেটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।


ফটোগ্রাফি

IMG20231106163857-01.jpeg


সূর্য নিয়ে টানাটানি।
Device : Realme 7
What's 3 Word Location :

  • সূর্য আল্লাহর এক অপরূপ সৃষ্টি এর সৌন্দর্যের প্রেমে আমি সবসময় পড়ি। বিশেষ করে ভোরের সূর্য এবং পড়ন্ত বিকেলের সূর্য আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে এবং আকাশটি রক্তিম বর্ণ ধারণ করে তখন সূর্যটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে। পড়ন্ত বিকেলে সূর্যকে ছোট ভাই দুইটা ধরে মনে হচ্ছে বাড়িতে নিয়ে যাবে। এমন সূর্য আসলে বাড়িতে নিয়ে যেতে ইচ্ছে করে।

ফটোগ্রাফি


IMG20231106163657-01.jpeg

IMG20231106163945-01-01.jpeg


সূর্যকে ফুটবল বানিয়ে খেলার চেষ্টা।
Device : Realme 7
What's 3 Word Location :

  • পড়ন্ত বিকেলে সূর্যকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে আমার খুব ভালো লাগে ।মাঝে মধ্যে বসে দাঁড়িয়ে গাছের মধ্য দিয়ে সূর্যকে দেখার চেষ্টা করি। সূর্যটাকে অনেকভাবেই ক্যামেরাতে বন্দি করা যায়। এক ছোট ভাই বলল সূর্যটার সাথে সে ছবি উঠবে ।হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো সূর্যটাকে নিয়ে একটু ফুটবল খেলা যাক। তাকে পাঠিয়ে দিলাম সূর্যের কাছে আমি রেডি ক্যামেরা নিয়ে।

ফটোগ্রাফি


IMG20231106161738-01.jpeg

IMG20231106165730-01.jpeg


গাছের মধ্য দিয়ে সূর্যের সৌন্দর্য।
Device : Realme 7
What's 3 Word Location :

  • পড়ন্ত বিকেলে সূর্যের সৌন্দর্য আমি বিভিন্নভাবে উপভোগ করতে ভালোবাসি। তাইতো পড়ন্ত বিকেলের সূর্যকে আমি বিভিন্নভাবে দেখার চেষ্টা করি ।আগে নিজের চোখ দিয়ে সেই অ্যাঙ্গেলে গিয়ে দেখি তারপর ক্যামেরায় বন্দি করি মুহূর্তটাকে। মাঝেমধ্যে গাছের মধ্য দিয়েও সূর্যকে অসম্ভব সুন্দর লাগে। ঘুরতে গিয়ে পড়ন্ত বিকেলে গাছের মধ্য দিয়ে সূর্য দেখে আমি আর ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না।

ফটোগ্রাফি


IMG20231106164647-01.jpeg


সূর্য এবং ফুল
Device : Realme 7
What's 3 Word Location :

  • ঘুরতে গিয়ে কুড়িয়ে পেয়েছিলাম এক ফুল সাথে ছিল সূর্য তাইতো আমি হয়ে যায় ফটোগ্রাফি তে ব্যস্ত। ঘোরাঘুরি করতে গেলে অনেক কিছুর দেখা মেলে অনেক ধরনের সৌন্দর্য চোখে পড়ে তার মধ্যে অন্যতম একটি সৌন্দর্য হলো ফুল। ফুলটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে।

ফটোগ্রাফি


IMG-20231106-WA0013-01.jpeg

IMG_378265621204623-01.jpeg

IMG20231106163108-01.jpeg


সূর্যের সাথে ফটোশুট
Device : Realme 7
What's 3 Word Location :

  • ঘোরাঘুরি করতে গিয়ে হঠাৎ করেই সূর্যের সামনে দিয়ে হাঁটাহাঁটি করছিলাম । তারপর কেউ একজন বলল ছবি নাকি অনেক ভালো হচ্ছে ।আর পাশে আগুন ধরিয়ে দিয়েছিলাম ধোঁয়ার সাথে সুন্দর একটা কম্বিনেশন হয়েছিল ফটোগ্রাফির জন্য তাই নিজের কিছু ছবি উঠিয়ে নেই। নদীর তীরে বেশ ছিল এভাবে দাঁড়িয়ে থাকতেও অনেক ভালো লাগছিল।

ফটোগ্রাফি


IMG20231106164607-01.jpeg

IMG20231106164046-01-01.jpeg


সূর্যের উপর বসার চেষ্টা।
Device : Realme 7
What's 3 Word Location :

  • এটা ছিল সূর্যের সাথে শেষের দিকের ফটোগ্রাফি। এক ভাইকে বললাম ভাই একটু চেয়ারে বসার মত বসেন আমি ছবি তোলার চেষ্টা করি দেখি কেমন হয়। এই ছবিটা সূর্যের উপর বসাও ধরতে পারেন আবার ফানি ছবি হিসেবেও ধরতে পারেন। তবে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম সাথে ছবিগুলো এবং পরিবেশটা বেশ ভালো লেগেছে।

আসলে ঘোরাঘুরি করতে আমার অনেক বেশি ভালো লাগে আর সাথে ফটোগ্রাফি করতে। অনেকদিন পর আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করলাম। অবশ্যই আপনাদের মতামত প্রকাশ করবেন। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।


standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার এই ফটোগ্রাফিগুলো আমি অনেক্ষন সময় ধরে দেখেছি। আমারও এরকম ফটোগ্রাফি করার অনেক শখ। তবে কখনো এরকম ফটোগ্রাফি করার সুযোগ হয়ে উঠেনি। তবে আজকে আপনি যেভাবে আপনি এই ফটোগ্রাফিগুলো শেয়ার করেছেন তা একদম অন্যরকম হয়েছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি যখন সুর্যের উপর বসার চেষ্টা করেছেন সেই ফটোগ্রাফি।

এমন ফটোগ্রাফি করতে হলে সময় এবং সুযোগের অপেক্ষা করতে হবে সাথে সুন্দর একটি জায়গা। সবগুলো যখন একসাথে মিলে যাবে আপনিও করতে পারবেন ফটোগ্রাফি।

image.png

এধরনের ফটোগ্রাফী একমাত্র আপনার কাছ থেকেই আশা করা যায়। প্রতিটি ছবির সাথে সূর্যকে যেভাবে তুলে ধরেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি প্রতিটি ছবি অনেকক্ষণ দেখলাম আর শেষের ছবিটা অনেক বেশি ভালো লেগেছে 😄

Posted using SteemPro Mobile

শেষের ছবিটা একটু অন্যরকম তোলার চেষ্টা করেছি ভাইয়া। হঠাৎ করেই মাথায় এই আইডিয়াটা চলে এসেছিল। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

সূর্যটাকে একেবারে ফুটবল বানিয়ে ফেলেছে হা হা হা। শেষ বেলায় দারুন কিছু ফটোগ্রাফি করেছিলে আর শেষের দিকে এসে তোমার শার্টের বোতাম খোলা ছবিগুলো কিন্তু একদম তামিল সিনেমার নায়কদের মতো লাগছে। ছবিগুলো সবার কাছে পছন্দ হওয়া স্বাভাবিক।

Posted using SteemPro Mobile

সূর্যকে তো ফুটবল বানাতে হবে না হলে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে ভিন্ন ধর্মী ফটোগ্রাফি। শার্টের বোতাম খুলে দিয়েছিলাম বাতাসের জন্য বেশ ভালই লাগছিল ধন্যবাদ আপনাকে।

সূর্য এর সাথে পাগলামি দেখছি। অবশ্য চমৎকার হয়েছে বেশ ভালো লাগলো প্রত্যেকটা ফটোগ্রাফির সুন্দর ক্যামেরা ধারণ। এটাও কিন্তু একটা রোমান্স কর পোস্ট। অনেক অনেক খুশি হলাম সুন্দর এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে দেখে।

আমরা জীবনে তো কতই পাগলামো করি তাই আজকে না হয় সূর্যের সাথে একটু পাগলামি করলাম। আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য

আপনি অনেক সুন্দর সুন্দর সূর্যের এতসব ফটোগ্রাফি করেছেন, যেগুলো দেখে মুগ্ধ না হয়ে গিয়ে থাকা যায়। এতসব অ্যাঙ্গেল থেকে আপনি সূর্যের ফটোগ্রাফি করেছেন, যেন মনে হচ্ছে সূর্য একটা বল আর এই বল নিয়ে সবাই খেলা করছে। শেষের ফটোগ্রাফিটা কিন্তু আসলে ই অনেক বেশি ফানি ছিল। প্রথম ফটোগ্রাফি টা দেখে আসলেই মনে হচ্ছে যেন এটি উঠিয়ে নিয়ে যাবে। এর পরবর্তীতে থাকা ফটোগ্রাফি দুইটি দেখে মনে হচ্ছে ফুটবল খেলছে সূর্যটাকে দিয়ে।

অনেক দিন ধরেই ভাবছিলাম সূর্য নিয়ে কিছু ফটোগ্রাফি করব ।কিন্তু সেভাবে সময় এবং জায়গা মিলাতে পারছিলাম না ।হঠাৎ করে সেদিন মিলে গিয়েছিল তাই ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

সূর্যটাকে সূর্য নয় আপনার যেন হাতের খেলনা বানিয়ে ফেলেছেন দেখছি।
এরকম গোধূলির বিকেলে নির্জন কোন জায়গায় অথবা নদীর পাড়ে সময় শক্তি অনেক ভালো কাটে।
বিভিন্ন আইটেমের ফটোগ্রাফি গুলা সত্যি অসাধারণ।
ফটোগ্রাফির টেকনি ট্যালেন্টের সত্যি প্রশংসা করতে হয়।

সূর্যটাকে নিয়ে একটু অন্যভাবে দেখার চেষ্টা আর কি। পড়ন্ত বিকেলের সূর্য সব সময় দেখতে অসম্ভব সুন্দর হয়। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

পড়ন্ত বিকেলের সূর্য সবার কাছেই খুব ভালো লাগে। সত্যিই আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। সবগুলোই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সূর্যকে ফুটবল বানিয়ে খেলার দৃশ্যটা বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

সূর্যকে বল বানানোর প্রচেষ্টায় চলেছিল আর কি। আমি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সেভাবে কাজ করেছে। আমার ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

দারুণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। শখের বসে যে কোন কাজ করলে সেটা অনেক বেশি সুন্দর হয়,যেটা আপনার এই ফটোগ্রাফিক পোস্টার প্রমাণ। এলাকায় ঘুরাঘুরি করার সময় খুবই দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন,আসলে চড়ে গিয়ে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। সূর্যের এই চমৎকার ফটোগ্রাফি দেখে যে কেউ মুগ্ধ হবে বলে মনে হচ্ছে। কোন ফটোগ্রাফি এটা রেখে কোনটা প্রশংসা করবো ভেবেই পাচ্ছেন দুর্দান্ত ছিল এক কথা। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

আসলে সূর্যের ফটোগ্রাফি গুলো একটু বেশি সুন্দর লাগে যদি ঠিকঠাক মত ক্যাপচার করা যায়। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

সূর্য নিয়ে টানাটানি সূর্যকে ফুটবল বানিয়ে খেলা সত্যি চমৎকার। ফটোগ্রাফি টা বেশ চমৎকার এবং ক্রিয়েটিভ ছিল । অসাধারণ লাগছে। পাশাপাশি সূর্য এবং ফুল এটাও চমৎকার ছিল। সত্যি সৃষ্টিকর্তার সৃষ্টি কথটা মহান। সেটা এই প্রাকৃতিক সৌন্দর্য গুলো দেখলে বোঝা যায়। সবমিলিয়ে দারুণ ছিল ভাই।

Posted using SteemPro Mobile

সূর্যকে নিয়ে ফুটবল খেলা হঠাৎ করেই মাথায় বুদ্ধি চলে এসেছিল। আসলে প্রকৃতি সৌন্দর্য অপরূপ যা দেখলে বোঝা যায়। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

সত্যি ভাইয়া সূর্যের ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। আমার কাছে সব গুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম ভাই। আপনি খুবই চমৎকার ভাবে সূর্যের সৌন্দর্যের ফটোগ্রাফি করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

আমার ফটোগ্রাফি গুলো আপনার অনেক বেশি ভালো লেগেছে জেনে আমিও খুব খুশি হলাম। কারণ আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা। মতামত প্রকাশের জন্য ধন্যবাদ

আপনার সূর্যোদয়ের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো সত্যি অনেক ভালো লাগলো। তবে আপনার মত আমিও শখের বসে ফটোগ্রাফি করি। আসলে ফটোগ্রাফির যত সময় দিয়ে করা হয় ততই ফটোগ্রাফি গুলো চমৎকার হয়। সবগুলো ফটোগ্রাফি এত সুন্দর করে বর্ণনা দিয়ে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

আসলে আপু ফটোগ্রাফি শখের বসে করতে বেশি ভালো লাগে ।তার মধ্যে কিছু ফটোগ্রাফি অনেক ভালো হয়ে যায় তখন মনটা ভালো হয়ে যায়। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

সূর্যাস্তের মুহূর্তের ফটোগ্রাফি গুলো এতটাই সুন্দর যে কেউ দেখলে মুগ্ধ হবে । আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর ফটোগ্রাফি করে থাকেন যেটার সাক্ষী আমি। দীর্ঘদিন পর আপনার ফটোগ্রাফি দেখতে পেলাম শুরুতেই মুগ্ধ করলেন। অনেক সময় আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে তাকিয়ে ছিলাম। ভালো লাগলো আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপহার দিবেন সেটাই প্রত্যাশা করি।

Posted using SteemPro Mobile

অনেকদিন পর ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম ।আপনাদের ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

আপনি সূর্যের চমৎকার ফটোগ্রাফি করেছেন। ফুটবলের মত সূর্যকে খেলতেছেন। তবে সত্যি ফটোগ্রাফি গুলো অসাধারণ লাগলো। তবে ফটোগ্রাফি গুলো খুব সুন্দর করে চমৎকার বর্ণনা দিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে সূর্যোদয়ের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার ফটোগ্রাফি গুলা আপনার অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। মতামত প্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ