আমারাও বান্দরবান টুরের প্যান করতেছি।এখন গেলে কি পর্যটন এলাকাতে ঘুড়তে পারবো?
RE: ঘুরে এলাম রুপবতী ঝর্নায় ।। 10% Beneficiaries for @shy-fox
You are viewing a single comment's thread from:
ঘুরে এলাম রুপবতী ঝর্নায় ।। 10% Beneficiaries for @shy-fox
ঘুরে এলাম রুপবতী ঝর্নায় ।। 10% Beneficiaries for @shy-fox
আমারাও বান্দরবান টুরের প্যান করতেছি।এখন গেলে কি পর্যটন এলাকাতে ঘুড়তে পারবো?
আজ ১৯.০৮.২০২১ইং তারিখ সরকার নির্দেশিত সকল স্বাস্থ্যবিধি মানার শর্তসাপেক্ষে বান্দরবান জেলার সকল পর্যটন স্পট খুলে দেয়া হচ্ছে। তবে শর্ত থাকে যে, বান্দরবানে যেসব পর্যটক ভ্রমন করতে আসবেন তাদের করোনা টেস্ট এর রিপোর্ট সাথে রাখতে হবে। সবসময় মাস্ক পরিধান অবস্থায় থাকতে হবে। আগে থেকে হোটেল রিসোর্ট বুকিং করে আসতে হবে। হুট করে বান্দরবান চলে আসলে হোটেলে বা রিসোর্টে রুম পাবার সম্ভাবনা একেবারেই থাকবে না। কারণ, প্রতিটা হোটেল ও রিসোর্টের ধারনক্ষমতার ৫০% লোক রাত্রিযাপন করতে পারবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit