দরগাহ্-এ-হযরত শাহজালাল (রঃ)

in hive-129948 •  10 months ago 

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • দরগাহ্
  • ১৯, ফেব্রুয়ারি ,২০২৪
  • সোমবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমার পোস্ট গুলো নিয়মিত দেখলে আপনারা বুঝতে পারবেন আমি ধারাবাহিক ভাবে সিলেট ভ্রমণের পোস্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি। গত পর্বে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম জাফলং ভ্রমণের গল্পগুলো। জাফলং ভ্রমণ শেষ করতে করতে আমাদের বিকেল হয়ে গিয়েছিল অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্তে আমরা ওখান থেকে রওনা করি। আমাদের এখন প্লান জাফলং থেকে সিলেট শহরের দিকে যাওয়া। জাফলং জিরো পয়েন্ট থেকে হযরত শাহজালাল রহিমাহুল্লাহর মাজার অর্থাৎ দরগা এর দূরত্ব ৫৭ কিলোমিটার। আমরা দুই ভাইকে চার জন ছুটে চলেছি সিলেট শহরের উদ্দেশ্যে।

পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এবং ইন্ডিয়ার বড় বড় পাহাড় দেখতে দেখতে অন্ধকার ঘনিয়ে আসছে। আমাদের পথ এখনো অনেক বাকি। ছুটে চলেছি সিলেট শহরের উদ্দেশ্যে অচেনা রাস্তা অনেক সাবধানতার সাথে বাইক রাইড করতে হচ্ছে। রাস্তার মাঝেমধ্যে অনেক ভাঙ্গা হুট করে গর্তের মধ্যে বাইক পড়ে লাফ দিয়ে উঠছে। এই রাতের বাইক রাইড করা বেশ বিপদজনকও ছিল বটে। আমাদের জাফলং জিরো পয়েন্ট থেকে দরগায় আসতে ২ ঘন্টা মত সময় লেগে যায়। আমরা নির্দিষ্ট স্থানে বাইক পার্কিং করে প্রথমে দেখা মেলে দরগায় প্রবেশের মেন গেট।


IMG20230903193130-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

এখানে প্রবেশের কিছু নিয়ম আছে যেমন হাফপ্যান্ট পড়ে এখানে প্রবেশ করা যাবে না। আমরা সারাদিন ঘোরাঘুরি করে এবং অনেক পথ বাইক রাইড করে বেশ ক্লান্ত ছিলাম। আমরা চারজন গিয়েছিলাম তার মধ্যে তিনজন ভিতরে প্রবেশ করি। আর একজন যিনি ছিলেন তিনি এর আগেও গিয়েছেন তাই সে বাইকের কাছে বসে থাকলো। রাতের বেলায় গিয়ে হয়তো তেমন কিছুই দেখতে পাবো না তারপরও এসেছি তো ঘুরতে হবে। ভিতরে প্রবেশ করতেই চোখ চলে যায় উপরের দিকে ওখানে লাইটিং করে আল্লাহ লেখা আছে যা দেখতে বেশ ভালো লাগছিল।


IMG20230903193154-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

রাতের বেলার মাজারে সৌন্দর্য দেখার জন্য আমরা এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছি। অনেক জায়গায় দেখি অনেকে বসে বসে ধ্যান করছে সবাই ভিড় জমিয়েছে। আমরা রাতের অন্ধকারে এদিক সেদিকে ঘুরাঘুরি করছে। এখানে গেলে অনেক সাধু সন্ন্যাসীদেরও দেখা মিলে তবে তাদের সাথে কথা বলার আমাদের সুযোগ হয়নি আমাদের হাতে সময় খুব কম ছিল। তাই আশেপাশে চারিপাশটা ঘুরে দেখার জন্য ব্যস্ত ছিলাম।


IMG20230903193223-01.jpeg

IMG20230903193206-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

এখানে নাকি অনেক ধরনের কবুতরের দেখা মেলে তবে আমরা রাতের বেলায় যাওয়াতে এটা মিস করে গিয়েছি। সিলেট ঘোরাঘুরির জন্য ২-১ দিনে কিছুই হয় না সিলেট করতে হলে কমছে কম তিন থেকে চারদিন সময় লাগবে। তারপর আমরা ধীরে ধীরে চারিপাশটা ঘুরতে থাকি হঠাৎ দেখা মেলে একটি ছোট পুকুরে অনেক বড় বড় মাছ। এই মাছগুলো নাকি অনেক বিখ্যাত তবে মাছগুলোর নাম আমার জানা নেই। দিনের বেলা হলে এই মাছগুলো আরো ভালোভাবে দেখতে পেতাম।


IMG20230903193434-01.jpeg

IMG20230903193648-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

সম্ভবত এই মাছগুলোর নাম গজার। তবে দিনের বেলা দেখলে হয়তো ভালোভাবে চিনতে পারতাম কিন্তু এর আগে কখনো এত বড় গজার মাছ আমি দেখি নাই। এই পুকুরের চারিপাশেই বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে বিশেষ করে যে সাইটে একটু আলো পড়েছে সেখানে এসে তারা ভিড় জমিয়েছে। অনেকে আবার এদেরকে খাবার দিচ্ছে দিনের বেলা হলে আমরাও খাবার দিয়ে দেখতাম যে কি অবস্থা মাছের। এখন আমাদের প্ল্যান দরগাহ এর ভিতর যাব যেখানে সবাই ধ্যানে বসে।


IMG20230903193308-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

এখানে প্রবেশের জন্য অবশ্যই স্যান্ডেল খুলে প্রবেশ করতে হবে আর স্যান্ডেল হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা দুইটা স্যান্ডেল দুদিকে রেখে দিয়েছি যাতে একটা দেখে কেউ না নেয়। তারপর আমরা ভিতরে প্রবেশ করি এবং দেখতে পায় একটি জায়গাকে কেন্দ্র করে চারিদিকে মোমবাতি তারা ঘিরে রেখেছে। তবে এর ভিতরে ছবি তোলা নিষেধ হওয়াতে আমরা ভিতরের ছবি তুলি নাই।


IMG20230903194822-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমরা শুধু ঘুরে দেখে বাইরে চলে এসেছি। বাইরে বের হয়ে হঠাৎ চোখে পড়ে খেজুর গাছ আর গাছটিতে রঙিন আলো পড়াতে দেখতে চমৎকার লাগছে। যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে আমাদেরকে সুনামগঞ্জে ফিরতে হবে তাই আর এখানে বেশি সময় কাটাইনি। সব মিলিয়ে বেশ ভালো সময় কাটিয়েছে ভিতরে। এখন আমরা বাইরে বের হয়ে আশেপাশের দোকান থেকে কিছু চা কিনব সিলেট এসেছে চা না কিনলে কি হয়? তারপর মোটামুটি কেনাকাটা শেষ করতে করতে রাত 9 টা বেজে যায় আমাদের সিলেট শহর থেকে সুনামগঞ্জ যেতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে। তাই আমরা আর সময় নষ্ট না করে দ্রুত কাজ শেষ করে বেরিয়ে পড়ি সুনামগঞ্জের উদ্দেশ্য। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোন গল্প নিয়ে।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন হযরত শাহজালাল (রঃ) মাজার ভ্রমণের পোস্ট। আসলে এই জায়গাতে আমিও গিয়েছিলাম ভাই এটি আমার বেশ পরিচিত। মাজারে ঢোকার সময় মাজারটি নিচ থেকে অনেক উপরে সিঁড়ি বয়ে উঠতে হয়। আসলে ভিতরে ঢুকেই দারুন একটি পরিবেশ সেখানে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আসলে জায়গাটি সুন্দর তবে রাতে যাওয়ার জন্য অনেক কিছু মিস করেছি। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ