তোমার প্রতিক্ষায়
১
তোমাকে আমি দেখেছি এক নিলিমার রাতে
চাদের আলোয় তুমি ছিলে অনন্যা
ভালোবাসার আদরে তোমায় নিয়ে যত বাসনা
২
তুমি কি নিবে আমায়
নাকি ফেলে দিবে অবহেলায়,
যদিও আমি অবেলার মাঝি
গ্রহনের প্রতিক্ষায় রবো তোমার অসমায়ের সঙ্গি
৩
আমি অরন্যের ফুল হয়ে তোমার খোপায় জাইয়া পাবো না
তুমার খোপায় সোভা ছড়াবে টবের যত্নের ফুলের কড়ি
তোমাকে ভালোবসি
একটু জায়গা চাই তোমার মোনে
ভালোবাসার আদরে।
৪
চূড়ান্ত ভাবনায় বাদ দিয়ো না সখি
আমি তোমার ললাটে স্বপ্ন বুনি
তোমাকে শুধু স্বপ্নে কাছে পাই
আজও রয়েছি তোমার অপেক্ষায়...।
আপনাকে আমি মন্তব্য করেছি আমার মন্তব্য ফলো করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit