কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এই কমিউনিটিতে প্রথম পোস্ট করছি সবার দোয়া প্রত্যাশী।
বাংলাদেশে বর্তমান প্রাই ৩০ লক্ষ বেকার রয়েছে।বেকারদের চাকরির জন্য প্রাই অধিকাংশ লোক ঢাকার দিকে অগ্রসর হয়। ঢাকায় নূন্যতম গার্মেন্টস বা কোনো কম্পানির সেলস সেক্টরে চাকরির মাধ্যমে এই বেকার সমস্যার সমাধান করার চেষ্টা করে থাকে।
আমি ঢাকায় বেড়াতে গিয়ে একটা সাইনবোর্ডে লেখা দেখে কিছুটা অবাক হয়। সেখানে লেখা "চাকরির প্রার্থীদের অপেক্ষায়মান এলাকা" এখানে বেকার মানুষেরা সকাল থেকে ভীড় জমান আর যাদের কম্পানিতে লোকবল প্রয়োজন তারা তাদের চাহিদা মাফিক প্রার্থী বাছায় করে নিয়ে যান। অনেক প্রতিষ্ঠান গাড়ি নিয়েও শ্রমিক সংগ্রহ করে নিয়ে যান।
এই লেখাটা ঢাকার ইপিজেড এর পাশেই।যদি কারো নূন্যতম কাজে লাগে তাহলেই পোস্টটি সার্থকতা পাবে।আপনাদের সাপর্ট আশা করি।
ধন্যবাদ