DIY-(এসো নিজে করি) পেন্সিলে আঁকা রঙিন ঘোড়া। (10%beneficiaries for @shy-fox)

in hive-129948 •  3 years ago 

কেমন আছেন সবাই ? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সামনে আরো একটি সেল্ফ হ্যান্ডেড ড্রয়িং নিয়ে হাজির হয়েছি। যদিও আমি খুব একটা ভালো আঁকতে পারিনা তবুও আপনাদের উৎসাহ এবং প্রেরণায় কিছুটা আঁকার চেষ্টা করে যাচ্ছি।
আর সেই প্রত্যয় নিয়েই শুরু করছি আজকের ড্রইং টি। চলুন তাহলে শুরু করা যাক,

IMG_20210918_190124.jpg

gold-2789136__480.png

উপকরণ

  • A4 সাইজ পেপার।
  • পেন্সিল 2B,HB
  • ইরেজার ,স্কেল ।
  • রং পেন্সিল বক্স।

এবার ধাপগুলোর মাধ্যমে এক এক করে আপনাদেরকে জানাবো কিভাবে আমি অংকন করলাম।

ধাপ-১

👇

IMG20210918173054.jpg

অংকনের সুবিধার্থে প্রথমে ঘোড়ার উপরের অংশটি থেকে নিলাম।

ধাপ-২

👇

IMG20210918173554.jpg

এই ধাপে ঘোড়াটির উপরিভাগ থেকে অর্ধ স্কেল ধরে বামপাশের নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত অংকন করে নিলাম।

ধাপ-৩

👇

IMG20210918173940.jpg

এইবার ঘোড়াটির সামনের পায়ের অংশটিকে অংকন করে নিলাম যাতে দ্বিতীয় পা টি আঁকতে সুবিধা হয়।

ধাপ-৪

👇

IMG20210918174758.jpg

অনুরূপভাবে এই ধাপে ঘোড়ার পিছনের একটি পা অঙ্কন করে নিলাম যাতে নির্দিষ্ট মাপ অনুযায়ী দ্বিতীয় পা টি অংকন করতে পারি এবং সেইসাথে ঘোড়াটির লেজটি অঙ্কন করে নিলাম।

ধাপ-৫

👇

IMG20210918175159.jpg

এইবার ঘোড়াটির সামনের অংশের দ্বিতীয় পা টি অংকন করলাম।

ধাপ-৬

👇

IMG_20210918_181308.jpg

এই ধাপে ঘোড়াটির পেছনের অংশের দ্বিতীয় পা টা অংকন করলাম ।যার মধ্য দিয়ে ঘোড়াটির প্রায় সম্পূর্ণ অবয়ব স্পষ্ট হয়ে উঠেছে।

ধাপ-৭

👇

IMG_20210918_181640.jpg

এবার ঘোড়াটির চোখ এবং মুখের অবয়বটা ক্লিয়ার করে নিলাম। এবার শুধু রং করার পালা।

IMG_20210918_190124.jpg

সর্বশেষ ধাপে ঘোড়াটিকে রঙিন পেন্সিল দিয়ে হালকা সজ্জিত করে নিলাম। এক্ষেত্রে খুর, লেজ এবং কেশর গুলো ব্ল্যাক কালার করে নিলাম এবং বাকি অংশটুকু লাল ও পিংক কালারের মিশ্রণে সাজিয়ে নিলাম। আর এটিই হলো আমার অঙ্কিত মরুর বুকের তেজোদ্দীপ্ত ঘোড়াটি।
জানিনা কেমন আঁকতে পেরেছি তবে আমার আঁকাআঁকির পেছনে আপনাদের উৎসাহ এবং প্রেরণায় মূল ভূমিকা রাখছে। আর তাই সাহস করে এঁকে যাচ্ছি ।যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।

অংকনপেন্সিলে আঁকা রঙিন ঘোড়া
Cameraoppo A5s
Art by@mrkhan-bd
Date1618 -09-21

victorian-2453073__480.webp

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Electronic-terrorism, voice to skull and neuro monitoring on Hive and Steem. You can ignore this, but your going to wish you didnt soon. This is happening whether you believe it or not. https://steemit.com/fyrstikken/@sqube/3dhq8e-i-am-the-only-motherfucker-on-the-internet-pointing-to-a-direct-source-for-voice-to-skull-electronic-terrorism

ভাইয়া আপনি খুবই সুন্দর ভাবে পেন্সিলের স্কেচ এ সুন্দর ঘোরার ছবি অঙ্কন করেছেন। ভাইয়া আপনার ঘোড়ার ছবি অংকন কি আমার কাছে খুবই ভালো লেগেছে। এভাবেই এগিয়ে যান শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ উৎসাহমূলক মন্তব্যটি করার জন্য।💕