কত কথা মনে পড়ে

in hive-129948 •  3 years ago  (edited)

PicsArt_07-10-01.11.48.jpg

PicsArt_07-10-12.58.23.jpg

সবাইকে পড়ন্ত রাতের শুভেচ্ছা।

আশাকরি সবাই ভালভাবে কালাতিপাত করিতেছেন।
আমরাও ঘরে বসে বসে, মহান আল্লাহকে কায়মনে স্মরন করছি। তার দেওয়া রোগ-শোক এবং বালা-মুসিবত থেকে রক্ষা পেতে, তারই কাছে পানাহ প্রার্থনা করছি। হে আল্লাহ, তোমার দেওয়া বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে, বিশ্ববাসী এবং প্রানি কুলকে রক্ষা করো। আমিন

আসুন আমরা স্বস্ব ধর্মে, স্রষ্টাকে শ্মরন করি এবং সকল অনাচার ও পাপাচার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি।

PicsArt_07-10-01.03.08.jpg

বন্ধুগন

কন্ঠশিল্পি যতিন্দ্র লাল রায়ের কন্ঠে গাওয়া, একটি গানের দুটি চরন আজ আমার মনে পড়ছে-
সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমেরে,আমি বলি কমে -------

এরবেশি আর কিছু আমার মনে নাই এমন কি কবির নামও মনে নাই।
একসময় এগানটি গুন গুন করতে পারতাম।
৩ ব্যান্ড রেডিওতে কতবার যে শুনেছি। তার কোন ইয়াত্তা নাই। অনেক দিন আগে টেলিভিশনে দু-একবার শুনেছিলাম। এখন আর শুনতে পাইনা।
এখন রেডিও হয়েছে ব্যাকডেটেড। তার সাথে কলের গান ও টেপ রেকর্ড, আজ নবীন প্রজন্ম চিনেনা। টিভির মধ্যেই সব শুনতে এবং দেখতে পাওয়া যায়।

এখন কম্পিউটার যুগ চলছে। এর মধ্যেই বিশ্বকে হাতের মুঠোয় আনা হয়েছে।

আজকের তোলা ছবিগুলো, আজ আমার অনেক কথাই মনে করে দেওয়ার চেষ্টা করছে।

আমার মতো বয়সের যারা গ্রামে বড় হয়েছে, তাদেরও অনেক কিছু মনে করে দিবে, এদৃশ্যটি।
শৈশব, কৈশোর ও যৌবনের অনেক অনেক কথা মনে থাকলেও, এখন এক-দুই মিনিট আগের বিষয়টি আর মনে থাকেনা। কেন এমন হচ্ছে? প্রশ্ন পাঠকের দিকেই ঠেলে দিলাম।

লকডাউন চলছে। ঘরে কতক্ষণ শুয়ে বসে থাকা যায়? কত আর ঘুম ধরে?

হাটতে হাটতে বাড়ির পিছনে গেলাম। চোখের সামনে পুরনো স্মৃতির দৃশ্য। কিসের হাটা চলা ওদের দিকে এগিয়ে গেলাম। আমি যখন প্রথম দেখি, ওরা তখন পানিতে নেমে, ঘন ফাশের জাল টানতে ছিল। কাছে যেতে যেতেই জাল উপরে তুলেছে।

এখন মাছ গুলো, বেছে বেছে একটি গামলায় রাখছে।
মাছ তেমন নাই। কয়েকটি ডাড়কে ও টাকি মাছের পোনা পেয়েছে। আরও চার জায়গায় মেরেছে। সবমিলিয়ে ১০০ গ্রাম মাছও হবেনা। তার পরেও ওরা ৬ জন মহাখুশি।

পরিচয় জানতে চাইলে, এই গ্রামেরই ছেলে বলে পরিচয় দিল। আমাকে নাকি সবাই, ডাঃ শাওনের বাবা বলে চিনে । সবাই মাধ্যমিক পর্যায়ের ছাত্র।
লকডাউনে স্কুল নাই, পড়া নাই, হাট বাজারে যাওয়া যায়না। তাই ছ'জন মিলে, আনন্দ করতে বের হয়েছে।
আমি থাকতেই ওরা আর এক গন্তব্যে চলে গেল। আমিও আধা ঘন্টা হাটাহাটি করে, বাড়িতে প্রবেশ করলাম।

ভাল লাগলে, উপভোগ করুন।

PicsArt_07-10-01.04.47.jpg

PicsArt_07-10-01.10.05.jpg

PicsArt_07-10-01.06.27.jpg

সকল চিত্রের ঠিকানা

https://w3w.co/induces.touchy.deducted

ধন্যবাদান্তে : @mrnazrul, বাংলাদেশ.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!