সু-স্বাগতম আমার বাংলা ব্লগ
আমি একজন নতুন সদস্য যদি কোন ভূল থাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ছবিতে যাকে দেখছেন সে একজন বয়েস্ক নারী সে একজন অসহায় মানুষ সে প্রতিদিন বাসা থেকে নামে নিজের ক্ষুদা নিবারন এর জন্য সকল মানুষের কাছে সাহায্য চায়। বর্তমান সমাজে আমরা এই সকল মাননুষদের নিয়ে ভাবার সময় পাইনা তাদের মতো মানুষের পাশে দাড়াবার তেমন মানুষ এর উৎসহ নেই। কিন্তু আমরা একবার যদি ভাবি এই মহিলা কতোটা অসহায় হয়ে আজ সে মানুষের কাছে সাহায্য চাইছে। তার আকার আকৃিত ও পরিছন্নতা দেখে আমার মনে হয় না সে অতটা খারাপ অবস্থা অতীতে ছিল না। আজ তার জীবনে অনেক কষ্টো হচ্ছে, সে একজন মা, জাতি-তাকে দেখলে আমার খুব খরাপ লাগে। যদি আমরা সকল বিশ্ব মানুষ সঠিক প্রকৃয়া ভাবে অসহায় মানুষদের সাহায্য করা হতো তবে আমাদের সমাজে কারও জীবনে এই রকমের অসহায় এক মা, দু'মুঠো খবার এর জন্য সাহায্য চাইতে রাস্তায় দেখা যেতনা বর্তমানে আমাদের সবার দরকার সকল কাজের মাঝে একটু মানবতার পক্ষে দৃষ্ট নজর রাখা। আমরা বইতে পরেিছ যে দশের লাঠি আর এক এর বোঝ, যদি আমাদের সমাজে এই সকল মানুষদের নিয়ে ভাবি তবে-
তবে মনে করো এই যে দাড়িয়ে আছে একটি মা, তার অনেক কষ্টো কমে যাবে। আমরা কি সকল কাজের মাঝে একটু এই সকল অসহায় মাুষের পাশে থাকতে পারি। এটা কি মানুষ হিসেবে আমাদের সকলের কর্তব্য নয়। আসো আমরা সবাই মিলে কাজ করি আমাদের মা, জাতিকে একটু আমাদের বুকে ভতরে স্থান রাখি। টাকা অর্থ সম্পদ চিরস্থী নয় তোমার মধ্যেও এক প্রতিভা আছে তা, জাগ্রত করো দেখবে আর তাহা সঠিক কাজে ব্যবহার করো একদিন তোমার সকল কর্মকে আগামী প্রজন্ম তোমার কথা স্বরন করবে।