আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই কমুউনিটিতে প্রথম লেখছি। আজ থেকে দেশের বিভিন্ন স্থানে কিঞ্চিৎ বৃষ্টিপাত হচ্ছে। যা শীত আসার আগাম বার্তা দিচ্ছে। শীতকাল আমার কাছে অনেক ভালো লাগে তবে আনেকের কাছে মোটেও ভালো লাগে না কারন তারা কন কনে শীতে গোসল গসল করতে পারে না। কিন্তু আমি ইচ্ছা করলে কনকনে ঠাণ্ডা পানিতেও গোসল করতে পারি। তোবুও শীতকাল কে সম্মানার্থে মাঝে মাঝে গোসল করি না।। আমার অনেক প্রিয় শীতকাল তাই যদি সম্মান না দিই তাহলে যদি আর না আসে😁😁। আর ধন্যবাদ জানাতে চাই সেই আপুদের কে যারা শীতকাল কে অনেক অনেক সম্মান করার কারনে শীতকাল প্রতিবছর আমাদের মাঝে ফিরে আসে।।।।
https://photos.app.goo.gl/nuvLPx2UxNicaKND9
শীতকাল মুমিন মুসলমানদের জন্য একটি অফারের মতো কারন শীতের রাত অনেক বড় হয়। ইচ্ছা থাকলেও ঘুম আসে না তখন কেও যদি অজু করে তাহাজ্জুদ সালাত আদাই করে আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ তায়ালা সেই হাত ফিরাই না।। তাই আমারা জিবনে যায় করি সব সময় ভাবতে হবে আমাদের শেষ ঠিকানা কবর। তাই আপনারা গোসল করেন বা নাই করেন মাঝে মাঝে রাতে তাহাজ্জুদ সালাত আদাই করবেন।। সবার জন্য দোয়া রইলো।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে হলে আপনাকে প্রথমে একটি পরিচিত মূলক পোস্ট করতে হবে। একটি কাগজে লিখতে হবে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ। সেই কাগজসহ সেলফি নিয়ে সেই সেলফির সঙ্গে আরও নূন্যতম চার-পাঁচটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখুন। পোস্টে আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার সম্বন্ধে কিছু, আপনার জাতীয়তা এবং কোন এলাকা থেকে এই সমস্ত তথ্য উল্লেখ করতে হবে। l#abb-intro এই ট্যাগ ব্যবহার করতে হবে অবশ্যই। আইডি ভেরিফাই হওয়ার পর আপনি পোস্ট করতে পারবেন।
আরো ভালোভাবে জানার জন্য এই পোস্টটি পড়ুন-
https://steemit.com/hive-129948/@rme/4pwnok
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আসলে বিষয় গুলো জানতাম না। ধন্যবাদ। আমি অবশ্যই এই বিষয়ে পোস্ট করে নিজেকে ভেরিফাই করে নিব ইনশা আল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit