খুনসুটি - (ছোট গল্প)

in hive-129948 •  3 years ago 

বউ শার্টের বোতাম খুলতে খুলতে বললো, "একটা কথা বলবো?"
আমি আদুরে গলায় বললাম,
"বলো।"
বউ খানিকটা ইতস্তত করে বললো, "ইয়ে মানে, আমিতো বেশিদিন কথা পেটে চেপে রাখতে পারি না জানোই। বিয়ে হয়ে গেছে ৩ মাস আর বিয়ের আগে প্রেম করেছি দুই বছর।"
আমি কপাল কুঁচকে বললাম, " হুঁ তো?"
"আসলে আমি তোমাকে বিয়ের আগে মিথ্যা বলতাম।"

আমার কপালে ঘাম জমতে শুরু করলো। মিথ্যা বলতো! কি এমন সত্যি ছাপিয়ে গেছে যেটা বিয়ের পর বলতে হচ্ছে? আমি মুখে যথেষ্ট গম্ভীর ভাব এনে বললাম,
"কি মিথ্যা বলতে?"
"আমি বিয়ের আগে তোমাকে ভালোবাসতাম ঠিকই কিন্তু অনেক বেশি ভালোবাসতাম না। অথচ ফোন রাখার আগে প্রতিবারই বলতাম, আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ!"

আমি স্বস্তির নিশ্বাস ফেললাম। বিষয়টা হেসে উড়িয়ে দিয়ে বললাম, "আরে ওসব তো ফরমালিটিস। সবাই বলে।"
বউ অনেক আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো,
"ওহ তারমানে তুমিও শুধু ভালোবাসতে? অনেক বেশি ভালোবাসতে না?"
সংগে সংগে উত্তর দিলাম "না।"

না বোধক উত্তর দাওয়ার সাথে সাথে রুমের পরিবেশ পালটে গেলো। আমি স্পষ্ট দেখতে পেলাম রোমান্স জানালা দিয়ে পালালো আর কেয়ামত ঘরে ঢুকলো। আমার কপাল পুনরায় ঘামতে শুরু করলো। গলা শুকিয়ে কাঠ গেলো। এত বড় ভুল আমি কিভাবে করলাম? বউয়ের অগ্নিমূর্তি দেখে কলিজার পানি উবে যাবে না এমন পুরুষ খুব কমই আছে! শার্ট সজোরে বিছানায় ঢেল দিয়ে বউ রাগে গজগজ করতে করতে উচ্চস্বরে বললো,

"আমি জানতাম। আমি জানতাম তুই আমাকে অনেক ভালোবাসতি না। আমি ঠিকই তোকে অনেক ভালোবাসতাম। তোর মনে কি ছিলো শুধুমাত্র সেটা জানার জন্য ওই কথাগুলো বলেছিলাম। বিশ্বাস করেছিলাম তোকে! এই বিশ্বাস নিয়েই দুই বছর প্রেম করেছি। তিন মাস ধরে সংসার করছি। কিন্তু হায়! সবই মিথ্যে ছিলো।"

বউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে অন্যঘরে চলে গেলো। ধড়াম করে দরজা লাগানোর শব্দ পেলাম। আজ রাতে আর উনার সংস্পর্শে যাওয়া সম্ভব হবে না। কি কপাল আমার!

বউ আসলে বউ ই হয়।
বউয়ের মতো কৌশলী আর কেউ নয়।

#খুনসুটি

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এখানে জেনারেল রাইটিং করার জন্য আপনাকে আগে পরিচিতি মূলক পোস্ট করতে হবে। এর পর যখন আপনি নিউ মেম্বার ট্যাগ পাবেন তখন আপনি পোস্ট করতে পারবেন। বিস্তারিত জানতে আমাদের অফিশিয়াল ডিসকর্ড সার্ভারে যুক্ত হোন। ধন্যবাদ আপনাকে।

আমি জানি না এই পোস্ট আপনি লিখেছেন কিনা, কিন্তু দারুন ছিল হাহা,

তবে, পরিচিতি মূলক পোস্টের এর আগে আমার বাংলা ব্লগ কমিউনিটি,, নিউ মেম্বারদের অন্য কোনো পোস্ট গ্রহণ করে না। আপনাকে প্রথমে একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে। 👇

এই মুহুর্তে আমার বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়া হচ্ছে না আপনি আমাদের discord এ জয়েন করুন নিউ মেম্বার নেয়ার সঠিক সময় discord এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

কমিউনিটি সকল নিয়ম জানতে হলে
নিচের লিঙ্ক টি ফলো করুন -
👉https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
আরো কিছু জানতে জয়েন করুন আমাদের Discord এ 👉 Link: https://discord.gg/Zxjzbn7A

আপনি নিজস্ব লেখা ব্যতীত অন্যের সামগ্রী এখানে শেয়ার করতে পারবেন না।

আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের post আমাদের কমিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:
https://de-de.facebook.com/687551041428829/posts/1163061530544442/
লেখাঃ Atia Adiba