ছোট পিচ্চি-পাচ্চাদের সাথে আড্ডা🤘

in hive-129948 •  2 years ago 

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 05 March,2023
আজ ২০ ফাল্গুন,১৪২৯ বঙ্গাব্দ


LMC_20230126_162018107_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।

ছোট বাচ্চা দেখলেই তাদের সাথে একটু দুষ্টুমি করতে মন চায় আবার একটু আদর করতেও,এটা অবশ্য আমার ছোট বেলার অভ্যাস।আর এই জন্যে ছোট বাচ্চারাও আমাকে দেখলেই কাছে ভিড়ে আমার সাথে ওরাও ফাজলামি করে মাঝে মাঝে ওদের চকলেট ও কিন দেই আর এই ব্যাপারগুলো অবশ্য আমাকে অনেক বেশিই আনন্দিত করে।


যাইহোক এই ছবিগুলা বেশ কিছুদিন আগের তোলা জখন সরিষার মৌসুম ছিল আর সরিষার হলুদ ফুলে চারদিকটা রঙিন হয়ে উঠেছিল।এই সময়টা অবশ্য আমার কাছে ভালই লাগে,হালকা শীত আর উচু জমিগুলোতে হলুদের সমারহ।যাইহোক এতদিন ছবিগুলো পোস্ট করা হয়ে উঠেনি,আসলে হটাৎ করে ফোনটা নষ্ট হয়ে যাওয়ায় আর তেমনভাবে এক্টিভ হওয়া যায় নি তারউপর আব্বু বেশ কিছুদিন ধরে অসুস্থ আর বাড়ির একমাত্র ছেলে হওয়ায় সব কাজ আমাকেই দেখতে হচ্ছে।তো একদিন বিকেলে মাঠে বসে রোদ পোহাচ্ছিলাম হটাৎ আব্বু ফোন দিয়ে বললে আমি একটু বাজারে যাচ্ছি সরিষা ক্ষেত গুলা একটু দেখে আসো তো।আমিও গেলাম হাঁটতে হাঁটতে,গিয়ে দেখি চারদিকটা হলুদে চেয়ে গেছে।


গিয়ে নিজে কিছু ছবি তুলতেছিলাম হটাৎ করে পুরা একটা গ্যাং চলে আসলো । আর এসেই বিভিন্ন প্রশ্ন,তারপর এক পর্যায়ে ওরাও আবদার কোটে বসলো সবাই নাকি ছবি উঠাবে আর ছোট ভাই হয় সবগুলো ওদের আবদার ফেলি কিভাবে । তবে আমি একটু ফাজলামি করে বিভিন্ন শর্ত জুড়ে দিলাম হাহা।


LMC_20230126_161557519_📸DSLR premium by Riyan (lmc8.4).PORTRAIT.jpg


এনার আবার শখ খুব।মেয়ে মানুষের মতো কানে দুল দিয়ে নাকি সে ছবি তুলবে আমি আর সেখানে না করি কেমনে😁


LMC_20230126_161727891_📸DSLR premium by Riyan (lmc8.4).PORTRAIT.jpg


ছবি তুলতে পেরে খুশিতে আদখানা অবস্থা,কি পোজ দিয়ে ছবি তুলবে সেটাই ভেবে পাচ্ছে না।তবে তার মুখের হাসিই বলে দেয় সে খুব আনন্দিত😅।


LMC_20230126_161752151_📸DSLR premium by Riyan (lmc8.4).PORTRAIT.jpg


এমনিতে ফাজিলের ওস্তাদ কিন্তু ছবিতে এমন ভাব নিছে মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে জানে না😬।


LMC_20230126_161826097_📸DSLR premium by Riyan (lmc8.4).PORTRAIT.jpg


লাভার বয় ফুল হাতে নিয়ে কাকে দিবে তাকে আর খুঁজে পাচ্ছে না।


LMC_20230126_161917372_📸DSLR premium by Riyan (lmc8.4).PORTRAIT.jpg


ছোট ভাই সব গুলায়,এদের সাথে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা।🖤🤘



8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmnKbH2aXgvEHL86Grag4XAKog4igp4yqWuDvpB3jnZYauA71PhjLSqVVjyBkKwBxpSheevA.png

আমি এই সমাজের তথাকতিত সকল নিয়ম এর ঊর্ধ্বে।আমি কেবল আমার সত্তায় বিশ্বাস করি,আর বুক ভরা সাহস নিয়ে পথ চলি।একদিন এই ঘুনে খাওয়া সমাজের পরিবর্তন আমার মত কারো হাত ধরেই হবে এটাও আমি জানি।সেদিন সকল পরাধীনতার শিকল ভেঙ্গে আমি উড়বো মুক্ত নীল আকাশে,তখন লোকে কি বলে বলুক কিছুই যায় না আসে মোর তাতে।আজ শুনেছি আমি বিজয়ের গান,আমি পেয়েছি নতুন আহ্বান।আজ মুক্ত আমি বাঙালি হয়ে বাংলাই আমার প্রাণ।


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক দিন পর আপনার পোস্ট দেখলাম।ফোন নষ্ট হওয়ার কারনে একটিভ ছিলেন না,তা কেবল জানতে পারলাম।আপনার বাবার সুস্থ্যতা কামনা করছি।আপনার বেশির ভাগ পোস্ট দেখি বাচ্চাদের নিয়ে হৈ-হুল্লোড় মাতামাতি ভালোই লাগে।আমারও বাচ্চাদের ভালোই লাগে।ছবিগুলা বেশ ভালো ছিলো।ধন্যবাদ

আসলে অনেকদিন থেকে আমি ইন একটিভ ছিলাম আপু এই জন্য🥺।

বাচ্চাদের সাথে সরিষার ক্ষেতে বেশ আড্ডা দিয়েছেন দেখছি সরিষার সময়ে,এখন তো সিজন শেষ বলা যায়।সবাই কি পোজ নিয়েছে ছবি তোলার সময়।এরকম সরিষার ক্ষেতে ছবি তুলতে দারুন লাগে।আপনি বাড়ির একমাত্র ছেলে হওয়ার আপনাকে সব দায়িত্ব নিতে হচ্ছে আপনার আব্বু অসুস্থ তাই।আপনার আব্বুর সুস্থতা কামনা করছি।ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

আসলে এখনকার বাচ্চাগুলো বেশ অ্যাডভান্স ওরা সব জানে হাহা😁।যাইহোক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।🙏

ফটোগ্রাফি গুলো বেশ কিছুদিন আগের হলেও স্মৃতির পাতায় কিন্তু অমলিন হয়ে রয়েছে আপনার লেখা অনুভূতিগুলো পড়েই বুঝতে পারলাম।।
পিচ্চি বাচ্চাদের সাথে ঘুরাঘুরি করতে আমারও অনেক ভালো লাগে বিশেষ করে খোলা প্রান্তর হলে তো কোন কথাই নেই।।
আপনি যে সুন্দর সময় অতিবাহিত করেছেন ফটোগ্রাফি গুলা দেখেই নিশ্চিত বোঝ যাচ্ছে

হাহা একদম মনের কথাগুলো বলেছেন ভাই।আসলে ছবি তোলার মূল উদ্দেশ্যই হলো স্মৃতি গুলোকে এভাবে অমলিন করে রাখা।🙏

আসলেই ছোট বাচ্চাদের সাথে দুষ্টামি ফাজলামি করতে বেশ ভালই লাগে। আপনি নিশ্চয়ই ছোট বাচ্চাদের সাথে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে ছিলেন। সবার ছবি তোলার পোজ দেখে আমি তো পুরাই হতবাগ। যাইহোক পোজ গুলা কিন্তু দারুন ছিল। সব মিলিয়ে পোস্টটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আসলে ওদের পোজ দেখে আমিও অবাক হয়েছিলাম।আজকালকার যুগের বাচ্চা তো একটু বেশিই অ্যাডভান্স।😅

আসলে ভাই আপনি একদম ঠিকই বলেছেন ছোট বাচ্চাদের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। আপনি ছোট বাচ্চাদের নিয়ে সরিষা ক্ষেতের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফোন নষ্ট হয়ে যাওয়ার কারণে ইন একটিভ হয়ে গিয়েছেন। যাইহোক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

জ্বি ভাই তবে এখন আবারও এক্টিভ হয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি দোয়া করবেন ভাই আমার জন্য।🙏

বর্তমান সময়ে মোবাইল ফোন কতটা গুরুত্বপূর্ণ তা কেবল ফোন নষ্ট হয়ে গেলে, কিংবা ফোন হারিয়ে গেলেই তার মর্ম টা বুঝতে পারা যায়। আর তাইতো ফোন নষ্ট হওয়ার কারণে আপনি খুব বেশি একটা একটিভ হতে পারেননি। যাইহোক ভাই, আপনার ছোট পিচ্চি বাচ্চাদের সাথে আড্ডা দেওয়ার মুহূর্তগুলো আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে সরিষা ক্ষেতে পিচ্চিরা যে স্টাইলে ফটোগ্রাফি করেছে তা এক কথায় অসাধারণ। আর এই অসাধারণ ফটোগ্রাফি ও আপনার কাটানো মুহূর্তটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

একদম ভাই,মোবাইল ছাড়া একেকটা দিন একেকটা বছরের মতো যায়।যাইহোক আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পারে বেশ ভালই লাগছে।