"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"
আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।
অনেকদিন হয় নতুন কোনো কবিতা আবৃত্তি করা হয় না। আর আপনাদের মাঝেও শেয়ার করা হয় না। আসলে সময় আর সুযোগ এর অভাবে হয়েই উঠে না। তাই আজকে ভাবলাম অনেকদিন যেহেতু আবৃত্তি করা হয় না আজকে একটু চেষ্টা করে দেখি। আসলে কবিতা আবৃত্তি ব্যাপারটা অনেকটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। হুট করে চাইলেই আবৃত্তি হয় না। আজকে অনেকদিন পর আবৃত্তি করতে গিয়ে প্রথম কয়েকবার তো হচ্ছিলই না। বার বার ভুল হচ্ছিল। তারপর কয়েকবারের প্রচেষ্টায় আবৃত্তি করতে সফল হয়েছি। যদিও ভালো হয় নি। আমার কাছে যতটুক মনে হচ্ছে। আরো বেটার হওয়া উচিত ছিল। কিন্তু কি আর করার। বাসায় আবৃত্তি করার ওই কমফোর্ট জন্য নেই। আসলে বাড়ি ভর্তি মানুষজন তো তাই হয়ে উঠে নি অভাবে। এ একবার ডাকছে ও একবার চেচাচ্ছে তাই হচ্ছিল না ঠিকঠাক। তারপরেও কোনরকমে আবৃত্তি করে হাফ ছেড়ে বেচেছি। যাইহোক শুনুন তাহলে আবৃত্তি টা। আমি নিচে আবৃত্তির ভিডিও লিংক শেয়ার করছি ওখানে ক্লিক করে শুনে নিন।
ভিডিও লিংক:
কবিতার লিরিক্স:
আমরা একদিন
আমরা একদিন ঠিকই এ শহর ছেড়ে বেরিয়ে পড়বো
পুরনো গ্রামগুলোর কাছে ফিরবো না, যাবো পৃথিবীর কাছে;
যেখানে এক মেষ তার বাটে দুধের নহর নিয়ে দাঁড়িয়ে আছে
আমাদের পিপাসার গভীরতায় তাকে ঠিকই চিনে নেবো।
হাওয়া কতটা কমে গেলে টের পাবো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে,
গাছের সাথে ছায়ার কত দূরত্ব হলে ছায়াকে সে ভাবে অন্য কেউ?
আমরা একদিন ঠিকই আবার নিঃশ্বাস নেবো
ছায়াকে আবার ঠিকই ফেরাবো গাছের শেকড়ে।
আমরা একদিন ঠিকই 'ধ্বংসস্তূপ' শহরের ধূলো দিয়ে বানাবো পাখি
তার আগে আমাদের বের হতে দাও এই নিষ্ঠুর খাঁচা থেকে,
খাঁচা ভাঙতে যে ধারালো অস্ত্রের চেয়ে প্রেমকে বেশী লাগে;
আমরা একদিন ঠিকই বরফ জমা দেয়ালের পেটে ছুরি বসিয়ে
প্রেমের জমাট বাধা রক্তকে দেখাবো ভোর অনন্ত সমুদ্রের।
যে যেমন আমরা কি সবাই তার বিপরীত নই এখন?
আয়নার ভেতরের জনের প্রতিবিঘ্নই যেন আয়নার বাইরের জন!
আমরা একদিন ঠিকই বেরিয়ে পড়বো এইসব আয়নামহল ছেড়ে,— যাবো আয়না নেই এমন কোন শূন্যতায়,
আয়নার সামনের জনের কাছে নয়।
মেষের মতো যেখানে দাঁড়িয়ে আমার ‘না থাকা’ – পিপাসায় ঠিকই তাকে চিনে নেবো।
বন্দরে বন্দরে থমকে থাকা জাহাজের শ্রান্তির ভেতর মৃত্যুর ইশারা নেই কোনো,
আছে শুধু পালিয়ে যাওয়ার গোপন সব পথ, মাছিদের ডানার জন্য যে পথ শ্রেয়।
আমরা একদিন ঠিকই সেই সরাইখানা থেকে মাছির মতো নিজেদের পারবো তাড়াতে,
ফিরবো না আর কোনো পৌরাণিক সমুদ্রে বরং যাবো অদ্ভুত এক জাহাজের পেটে
যেতে যেতে টের পাবো আমিই সেই সমুদ্র, এতদিন সূর্য লুকিয়ে ছিলো যার হৃদয়ে।
যাইহোক আজকের এ পর্যন্তই। আশা করি আবৃত্তিটি আপনাদের ভালো লেগেছে। এবং আপনাদের উৎসাহ পেলে সামনে আরো নতুন নতুন আবৃত্তি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। |
---|
আপনার শেষের পরিচিতি অংশটিতে আমার মনে হয় আপনার দেওয়া ছবিটি একটু অসংগতিপূর্ণ রয়েছে। এই ছবিটি পরবর্তী পোস্টে চেঞ্জ করলে আশা করি অনেক ভালো হবে। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনার কাছে কেনো অসংগতিপূর্ণ মনে হলো যদি একটু বলতেন? 🥺আমি পরিবর্তন করে দিবো সমস্যা নেই।🙏
আসলে এটা আমি শুরু থেকেই ব্যাবহার করে আসছি তো। কিন্তু কেউ এখন পর্যন্ত কিছুই বলে নাই। আর টি শার্ট এর পিছনে ওই লেখা কিংবা হাতে সিগারেট নিয়ে আমি খারাপ কোনো উদ্দেশ্য প্রমাণ করতে চাচ্ছি না।
আমাদের দেশে একটি ব্যান্ড আছে যার নাম warsite। এই টি শার্ট টি মূলত ওদেরই। ওদের টি শার্ট এর সামনের অংশে লেখা "war for peace" ওই ব্যান্ড এর স্লোগান ও হচ্ছে "war for peace" অর্থাৎ যুদ্ধ হোক শান্তির জন্য। আর এই যুদ্ধটা যেনো হয় এই সমাজের সকল অপসংস্কৃতির জন্য। আর তাই টি শার্ট এর পিছনে লেখাগুলো এমন বড়ো করে লেখা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আবৃত্তিতে সেরা 👌
আপনার আবৃত্তি আগেও শুনেছি আর আজকে আবারো শুনলাম জাষ্ট অসাধারণ লেগেছে আমার কাছে।
অনেক দোয়া রইল এভাবেই এগিয়ে যাবেন।
আপনার প্রথম কভার ফটো অসাধারণ ছিল 👌
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরেহ ভাই কি যে বলেন😁😁।
যাইহোক আপনাদের ভালোলাগা আর ভালোবাসায় এই কাজ। আশা করি সামনে আরো ভালো কবিতা আবৃত্তি উপহার দিতে পারব আপনাদের।🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই সত্যি অনেকদিন আপনার কবিতা আবৃত্তি শোনা হয়নি। তবে এটাও সত্যি হুটহাট করে কবিতা আবৃত্তি করা যায় না।প্র্যাকটিস করার পর কবিতা আবৃত্তি অনেক ভালো হয়।" আমরা একদিন" "কবিতাটি আপনার কন্ঠে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে কবিতা আবৃতি করেন ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আবৃতি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেহেতু এখন থেকে আবারও নিয়মিত ব্লগিং শুরু করেছি। তাই বলা যায় প্র্যাকটিস শুরু হয়ে গেছে কবিতা আবৃত্তির। এখন থেকে নিয়মিতই আবৃত্তি পাবেন ইনশাল্লাহ।🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া এর আগেও আপনার অনেক কবিতা আবৃত্তি শুনেছি আর আমার কাছে আপনার কবিতা আবৃত্তি শুনতে অনেক ভালো লাগে। যেকোনো কিছু চর্চা থাকলে খুব সহজে করা যায়। এত দিন পর কবিতা আবৃত্তি করেছেন তারপর অনেক ভালো লেগেছে। আমি তেমন ভালো আবৃতি পারিনা তারজন্য কখনো শেয়ার করা হয়নি। এই কবিতা শুনা হয়নি কিন্তু আজ আপনার কাছ থেকে এমন আবৃত্তি শুনে ভালো লাগলো।ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কৃতজ্ঞতা প্রকাশ করছি আপু।
আর একনাদের জন্যই বার বার ফিরে আসা। দোয়া করবেন আপু যেনো আরো ভালো ভালো আবৃত্তি আপনাদের উপহার দিতে পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি কয়েকবার চেষ্টা করে শেষ পর্যন্ত কবিতা আবৃত্তি করেই নিলেন। আপনার কবিতা আবৃত্তি খুব ভাল লাগে। আজকের আবৃত্তি আরো বেটার হওয়ার ছিল কি না সেটা জাজ করার জ্ঞান আমার নেই তবে আমার কাছে আবৃত্তি খুব ভাল লেগেছে। আশা। করছি নিয়মিত আপনার আবৃত্তি শুনতে পারব। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব নিয়মিত কবিতা আবৃত্তি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাি কবিতা লেখা কিংবা আবৃত্তি করার জন্য সময় সাপেক্ষ প্রয়োজন ৷ আর চেষ্টা থাকলে উপায় পাওয়া যায় ৷ যেটা আপনার মধ্যে প্রকাশ পেয়েছে ৷ ভালো লাগলো বেশ সুন্দর করে সাজিয়ে আবৃত্তি করেছেন ৷ অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই। মূল্যবান সময় ব্যায় করে আবৃত্তিটি শোনার জন্য।🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit