সম্মানিত আমার বাংলা ব্লগ বাসি সবাইকে জানাই শীতের উষ্ম অভ্যর্থনা ও আমার প্রাণঢালা ভালোবাসা। ঋতুর পালাবদলে দেখতে দেখতে শীতকাল এসেই পড়লো। আর শীতকাল এসে যাবে পিঠাপুলি খাওয়া হবে না তা কি করে হয়। বাঙালি বরাবরই উৎসব প্রিয় ও শৌখিন জাতি। বিভিন্ন ঋতুতে বিভিন্ন উৎসব ও খাওয়া-দাওয়ার উৎসব হয়ে থাকে। এই শীত কাল ও তার ব্যতিক্রম নয়। শীতকাল আসলেই বিশেষ করে পিঠার উৎসব শুরু হয়ে যায়। রাস্তাঘাট থেকে শুরু করে চারদিকে যেখানেই দেখবেন পিঠার দোকানে ছেয়ে গেছে। আর সেগুলো দেখলে কি না খেয়ে থাকা যায়। তাই আজকে শীতকালের পিঠা খাওয়ার উদ্বোধন টা সেরেই ফেললাম। আরও যদি হয় রাস্তার ধারের স্ট্রিটফুড দোকানগুলো তাহলে তো আরো কোন কথাই নেই। ভালো কোন দোকান কিংবা রেস্টুরেন্টে এর থেকে এই দোকানগুলোতে কেনো যেন আমি স্বস্তি একটু বেশি পাই।
"আজকে আমিও আমার দুই ছোট ভাই @md-ashik ও @akash09 মিলে পিঠা খেতে যাই। আসলে পিঠা খাওয়ার জন্য প্রথমে আশিক আমাকে বলে ভাই শীতকাল তো এসেই গেলো অথচ একদিন ও পিঠা খাইলাম না কেমন করে হয়। আমিও আর না করলাম না। তাই তিননজনে বেরিয়ে পড়লাম পিঠা খাওয়ার উদ্দেশ্যে। আশিক নাকি আগে একটি দোকান দেখে রেখেছিল যেখানে খুব ভালো মানের পিঠা সরবরাহ করে। তাই আমরা তিনজন মিলে পিঠা খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পিঠার দোকান টি আমাদের মেস থেকে কাছেই তাই বেশি সময় লাগে নি যেতে। দোকানে গিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম যে মামা আপনার দোকানের স্পেশাল পিঠা কি কি।উনি বললেন ভাপা পিঠা,ডিম পিঠা ও চিতই পিঠা এরপর আমরা পিঠা অর্ডার দিয়ে কিছুক্ষণ বসে অপেক্ষা করি।
device :redmi note 8
image source
আমরা যে দোকানে পিঠা খেতে গিয়েছিলাম সে দোকানটির অবস্থান হচ্ছে দিনাজপুর ফুলবাড়ী বাস স্টান্ড। ও মামার দোকানের নাম হচ্ছে জনতা চটপটি ও ফুচকা হাউজ। আপাতত উনি চটপটি ও ফুচকা বিক্রি করেন না কারণ এখন শীতের মৌসুম তাই উনি শুধু পিঠাই বিক্রি করেন। এবং সামনে ওনার পিঠা বানানোর সামগ্রী সবকিছুই রাখা। এবং যখন অর্ডার হচ্ছে তিনি তাৎক্ষণিক অর্ডার নিয়ে বানায় দিচ্ছেন। ভাপা পিঠা বানানোর জন্য উনি চালের আঠা,নারিকেল এবং গুড় ব্যাবহার করেন। এবং চিতই পিঠা বানানোর জন্য চালের আঠা পানির মধ্যে গুলিয়ে নিয়েছ। এবং পিঠা গুলাকে বানানোর জন্য উনার কাছে একটি মাটির চুলা ও রয়েছে। |
device :redmi note 8
image source
প্রথমেই মামা আমাদের জন্য স্পেশাল করে ভাপা পিঠা তৈরি করেন। যে তোমার কাছে অনেক ভিড় ও অনেক কাস্টমার ছিল। প্রথমে ভাপা পিঠা হয়ে যাওয়াতে তিনি আমাদের ভাপা পিঠা দেন। সত্যি কথা বলতে ভাপা পিঠা টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।বিশেষ করে নারিকেল ও গুড় দেওয়াতে ভাপা পিঠার স্বাদ যেন অমৃত লাগছিল। এরপর আমরা তিনজন মিলে পিঠা খাই। এবং সেখানকার সবচেয়ে একটি জিনিস ভালো ছিল সেটা হল খোলামেলা পরিবেশ। |
device :redmi note 8
image source
এরপর ভাপা পিঠা খাওয়া শেষে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ততোক্ষণে আমাদের জন্য ডিম পিঠা রেডি হয়ে যায়। ডিম পিঠা দেখতে খুবই লোভনীয় ও চমকপ্রদ লাগছিল। তবে সাদা খুব বেসাদ নয় ভালই ছিল অনেক। বিশেষ করে ডিমের পিঠার মধ্যে হাফ বয়েল অবস্থায় ছিল ওই জিনিসটা খুব ভালো লাগছে আমাকে খেতে কেমন যেন চাটনির মত লাগছিল। সর্বোপরি খুব সুস্বাদু ছিলো এবং এর আগে আমি কখনো খাইনি এই ধরনের পিঠা |
device :redmi note 8
image source
সর্বশেষে আমাদের জন্য চিতাই পিঠা ও রেডি হয়ে গেছে। ডিম পিঠা খাওয়া শেষ হতে না হতেই চিতাই পিঠা আমাদের দেওয়া হয়। বুকের বিতর কথা কি বলব বরাবরই একইরকম। কিছুই স্পেশাল ছিলনা চিতই পিঠার মধ্যে খুব সাধারন ছিল। তবে একটা কথা আছে না বাইরের জিনিস কেমন যেন একটা বেশি ভালো লাগে। |
device :redmi note 8
image source
এরপর খাওয়া-দাওয়া শেষ করে আমি শখের বসে আশিককে বললাম চলো আজকে পান খাই। আশিকও না মত করল না। আমাদের ওখানে একটা পরিচিত মামার পানের দোকান আছে উনি অনেক সুন্দর করে মিষ্টি পান বানান। আমরা সেখানেই চলে গেলাম পান খেতে। এবং তিনজন মিলে পান খেয়ে মুখ লাল করলাম। |
আজকের মতো আমি @munna101 এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোন পোস্টে পরবর্তী কোন টপিকে। এতদিন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্ন নিবেন।
আল্লাহ হাফেজ
আপনি এখানে কিছু মহান খাবার নির্দেশ, ভাগ করার জন্য ধন্যবাদ বন্ধু.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের শীতের পিঠা খাওয়া মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে অনেক অনেক শুভকামনা জানাই। আর যাই হোক এরকম পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের এতগুলো পিঠে একদিনে খেয়ে নিয়ে আমাদেরকে লোভ লাগিয়ে গেলেন এটা কি ঠিক হলো??
আপনি যে পিঠাগুলো খেয়েছেন প্রতিটা পিঠাই আমার খুব প্রিয় খুবই খেতে ভালো লাগে।
যাইহোক অনেক ঘুরাঘুরি করে অনেক শীতের পিঠা খেয়ে খুবই চমৎকার সময় কাটিয়েছেন শুভকামনা আপনাদের জন্য♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু একদিন দাওয়াত দিয়েন আবার একসাথে মিলে পিঠা খাব হাহাহা।😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি আজকে। শীতের পিঠা গুলা অনেক জোশ ছিল। এত সুন্দর করে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। আপনার প্রতি শুভকামনা এবং মানোভরা ভালোবাসা রইলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর কমেন্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীত মানেই সব খাবার এর আয়োজন। বিভিন্ন পিঠা নতুন নতুন খাবার আহহা কতো দারুন।খুব সুন্দর সাথে দারুন পিঠা খেয়েছেন।ধন্যবাদ আপনার মুহুর্ত শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই ঠিকই বলেছেন শীত মানে খাবারের উৎসব। 😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বোঝায় যাচ্ছে আপনি দারুন সময় পার করেছেন। শীতের সময়ে এমন পিঠার আয়োজন আসলে অন্য রকম একটা মজার। আপনি বেশ সৌখিন মানুষ ও ভাই, শেষে কত সুন্দর করে একতা পান খেলেন, ভাল্লাগছে ব্যআপার টা। শুভ কামনা রইলো ভাই আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই খুব সুন্দর সময় পার করেছি। আর সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এগুলো কিন্তু ঠিক না একদমই না। শীতের রাতে এরকম পিঠার ছবি দিলে কি লোভ সামলিয়ে রাখা যায়। আপনার পিঠাগুলো দেখে মুখে পানি চলে আসলো। ডিম পিঠাটি খুবই ভালো লেগেছে। এই পিঠা আমি আগে কখনো খাইনি। তাছাড়া ভর্তা দিয়ে চিতই পিঠা। আহ কি আর বলবো। খুবই সুন্দর একটি সময় কাটিয়েছেন বন্ধুদের সঙ্গে তা আপনার পোস্টটি পড়ে বোঝা যাচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওইটা ভর্তা কি অন্য কিছু সেটা ঠিক বলতে পারবো না তবে কাসুন্দির মতো লেগেছে অনেকটা।😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit