স্বপ্নপুরীতে একদিন ✌️

in hive-129948 •  2 years ago 

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 09 August,2022
আজ ২৫ শ্রাবণ,১৪২৯ বঙ্গাব্দ


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


অনেকদিন আগের কথা ঘুরতে গেছিলাম স্বপ্নপুরী।কিন্তু সেই গল্প আজও বলা হয় নি।আসলে এত গল্প জমেছিল যে কোনটা ছেড়ে কোনটা পোস্ট করবো ঠিক বুঝেই উঠতে পারছিলাম না।তো এইটা বেশ অনেকদিন আগের ঘটনা।স্টাডি টুরে গেছিলাম স্বপ্নপুরী যদিও এর আগে অনেকবার গেছি এর আগে।কিন্তু কলেজ থেকে বাধ্যতামূলক তাই বাধ্য হয়েই গেছি।আর তাছাড়াও বন্ধু বান্ধবের সাথে যাওয়ার আলাদা একটা মজা আছে।


ভৌগলিক অবস্থান:


স্বপ্নপুরী বাংলাদেশের অন্যতম চিত্তবিনোদন মূলক পার্ক।দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে।এটির অবস্থান দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে।


LMC_20220602_151804807_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


তো সেইদিন ইন্ডাস্ট্রি ঘোরা শেষে আমরা বেলা 1 টার দিকে পার্বতীপুর থেকে স্বপ্নপুরীর উদ্দেশ্যে রওয়ানা দেই।স্বপ্নপুরী পৌঁছাতে অবশ্য খুব বেশি সময় লাগে নি।তো যাইহোক খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নেই সবাই মিলে এরপর সবাই যে যার মতো ঘুরাঘুরি করার জন্য ভাগ হয়ে যাই।


LMC_20220602_152903096_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg

LMC_20220602_151742774_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg

LMC_20220602_152015092_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg

LMC_20220602_152033386_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg

LMC_20220602_152039017_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


স্বপ্নপুরীর যে ব্যাপারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটি হচ্ছে সাজানো গোছানো,পরিচ্ছন্ন একটি মনোরম পরিবেশ।আর কিছু জা থাক জায়গাটায় আসলে এমনিতেই মণ ভালো হয়ে যায়।রাস্তা গুলো কত সুন্দর সাথে গাছ গুলো আরো বেশি সুন্দর।তো এই জায়গায় যেহেতু এর আগেও কয়েকবার এসে ঘুরে গেছি তাই নতুন করে আবার টাকা খরচ করে কোথাও ঘুরার ইচ্ছে তেমন একটা ছিল না।আর এমনিতেও যা রোদ আর গরম তাই আমরা যে কয়জন ছিলাম সবাই মিলে সিদ্ধান্ত নিলাম সুইমিং এ গিয়ে গোসল করবো।


LMC_20220602_155223095_📸DSLR premium by Riyan (lmc8.4).PORTRAIT.jpg

LMC_20220602_155322825_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg


সুইমিং এ গেলাম টিকেট কাটলাম এবং শর্টস পরে পানিতে নামলাম।কিন্তু পানিতে নেমে দেখি হাঁটু জল।কিন্তু এত গরমেও ঠান্ডা পানিতেও কিছুটা স্বস্তি পাচ্ছিলাম।তবে বেশিক্ষণ পানিতে থাকি নাই।


LMC_20220602_164721225_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg

LMC_20220602_165053856_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg

LMC_20220602_165028787_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg

LMC_20220602_165349586_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


এটা হচ্ছে মৎস্যজগৎ।স্বপ্নপুরীর ভিতরে দেখার মত অন্যতম একটি জায়গা।তবে আমরা ভিতরে গিয়ে মাছ দেখতে পারি নাই।


LMC_20220602_164332228_📸DSLR premium by Riyan (lmc8.4).jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


তারপর এদিকে সেদিক ঘুরাঘুরি করে হালকা নাস্তা করতেই ফোন দিয়ে একজন বললো একটু পর বাস ছাড়বে তাড়াতাড়ি আসো।যাইহোক আমি আবার ওইসময় এর মধ্যে কিছু ফটোশুট করে নিলাম।এরপর বাসে উঠে নাচতে নাচতে কলজে ফিরে আসলাম।



ডিভাইসমোবাইল
অবস্থানস্বপ্নপুরী


8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmnKbH2aXgvEHL86Grag4XAKog4igp4yqWuDvpB3jnZYauA71PhjLSqVVjyBkKwBxpSheevA.png

আমার পরিচয় :

আমি এই সমাজের তথাকতিত সকল নিয়ম এর ঊর্ধ্বে।আমি কেবল আমার সত্তায় বিশ্বাস করি,আর বুক ভরা সাহস নিয়ে পথ চলি।একদিন এই ঘুনে খাওয়া সমাজের পরিবর্তন আমার মত কারো হাত ধরেই হবে এটাও আমি জানি।সেদিন সকল পরাধীনতার শিকল ভেঙ্গে আমি উড়বো মুক্ত নীল আকাশে,তখন লোকে কি বলে বলুক কিছুই যায় না আসে মোর তাতে।আজ শুনেছি আমি বিজয়ের গান,আমি পেয়েছি নতুন আহ্বান।আজ মুক্ত আমি বাঙালি হয়ে বাংলাই আমার প্রাণ।


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বন্ধু তোমার এই ট্যুর এ আমিও তোমার সফর সঙ্গী ছিলাম ,সেই দিন অনেক মজা করেছিলাম আমরা সকলেই।

হুম বন্ধু।
জীবনে বেচে থাকলে আরেকবার হবে ইনশাল্লাহ।✌️

স্বপ্নপুরী পার্কের কথা অনেক শুনেছি। কিন্তু এখনো পর্যন্ত যাওয়া হয়নি। আপনি তো বন্ধুদের সাথে বেশ ভালো একটা সময় কাটিয়েছেন। জায়গাটা কিন্তু বেশ অসাধারণ। বন্ধুদের সাথে বেশ মজাই করলেন। আর ফটোগ্রাফি গুলো আরো বেশি ভালো লেগেছে। এরকম সুন্দর একটা মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

হ্যা আপু বন্ধুদের সাথে খুব ভালই একটি সময় পার করেছি।
তবে কখনো সময় পেলে ঘুরতে আইসেন আমাদের এইদিকে।

আমাদের মানুষের জীবনে বিনোদন থাকাটা জরুরি জায়গাটা বেশ অসাধারণ দেখে ইচ্ছে করছে যেতে। স্বপ্নপুরীর নাম কখনো সোনা হয়নি। জায়গাটা বেশ সুন্দর অনেক সুন্দর সুন্দর ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন ধাপে ধাপে ধন্যবাদ আপনাকে।

হ্যা বিনোদন ছাড়া আসলে বেশিদিন ভালো থাকা যায় না।তবে আপনি যদিও কখনো সময় পান।অবশ্যই স্বপ্নপুরী ঘুরতে আসবেন,দারুন একটা পরিবেশ

ভাইয়া স্বপ্নপুরী দেখার অনেক শখ আছে। আপনার পোষ্টের মাধ্যমে কিছুটা দেখলাম। একমাত্র স্বপ্নপুরী দেখেতেই একদিন দিনাজপুর যাবো।

হ্যা আসতে পারেন।
কথা দিলাম অর্থ ও সময় কোনোটাই অপচয় হবে না।

স্বপ্নপুরীতে একদিন বেশ ভালই এনজয় করেছেন। আমি কয়েকবার গিয়েছিলাম। অসাধারণ একটি জায়গা। আপনার কয়েকজন বন্ধুকে একসঙ্গে দেখে বেশ ভালো লাগছে। বন্ধুদের সঙ্গে ভ্রমণ অত্যন্ত আনন্দয় হয়। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।

আমিও অনেকবার গেছিলাম ভাই।
আর হ্যা বন্ধুদের সাথে ভ্রমণ সবসময় আনন্দের হয়।তাই মাঝে মাঝেই বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে পড়ি।