"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"
আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।
অনেকদিন আগের কথা ঘুরতে গেছিলাম স্বপ্নপুরী।কিন্তু সেই গল্প আজও বলা হয় নি।আসলে এত গল্প জমেছিল যে কোনটা ছেড়ে কোনটা পোস্ট করবো ঠিক বুঝেই উঠতে পারছিলাম না।তো এইটা বেশ অনেকদিন আগের ঘটনা।স্টাডি টুরে গেছিলাম স্বপ্নপুরী যদিও এর আগে অনেকবার গেছি এর আগে।কিন্তু কলেজ থেকে বাধ্যতামূলক তাই বাধ্য হয়েই গেছি।আর তাছাড়াও বন্ধু বান্ধবের সাথে যাওয়ার আলাদা একটা মজা আছে।
ভৌগলিক অবস্থান:
স্বপ্নপুরী বাংলাদেশের অন্যতম চিত্তবিনোদন মূলক পার্ক।দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে।এটির অবস্থান দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে।
তো সেইদিন ইন্ডাস্ট্রি ঘোরা শেষে আমরা বেলা 1 টার দিকে পার্বতীপুর থেকে স্বপ্নপুরীর উদ্দেশ্যে রওয়ানা দেই।স্বপ্নপুরী পৌঁছাতে অবশ্য খুব বেশি সময় লাগে নি।তো যাইহোক খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নেই সবাই মিলে এরপর সবাই যে যার মতো ঘুরাঘুরি করার জন্য ভাগ হয়ে যাই।
স্বপ্নপুরীর যে ব্যাপারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটি হচ্ছে সাজানো গোছানো,পরিচ্ছন্ন একটি মনোরম পরিবেশ।আর কিছু জা থাক জায়গাটায় আসলে এমনিতেই মণ ভালো হয়ে যায়।রাস্তা গুলো কত সুন্দর সাথে গাছ গুলো আরো বেশি সুন্দর।তো এই জায়গায় যেহেতু এর আগেও কয়েকবার এসে ঘুরে গেছি তাই নতুন করে আবার টাকা খরচ করে কোথাও ঘুরার ইচ্ছে তেমন একটা ছিল না।আর এমনিতেও যা রোদ আর গরম তাই আমরা যে কয়জন ছিলাম সবাই মিলে সিদ্ধান্ত নিলাম সুইমিং এ গিয়ে গোসল করবো।
সুইমিং এ গেলাম টিকেট কাটলাম এবং শর্টস পরে পানিতে নামলাম।কিন্তু পানিতে নেমে দেখি হাঁটু জল।কিন্তু এত গরমেও ঠান্ডা পানিতেও কিছুটা স্বস্তি পাচ্ছিলাম।তবে বেশিক্ষণ পানিতে থাকি নাই।
এটা হচ্ছে মৎস্যজগৎ।স্বপ্নপুরীর ভিতরে দেখার মত অন্যতম একটি জায়গা।তবে আমরা ভিতরে গিয়ে মাছ দেখতে পারি নাই।
তারপর এদিকে সেদিক ঘুরাঘুরি করে হালকা নাস্তা করতেই ফোন দিয়ে একজন বললো একটু পর বাস ছাড়বে তাড়াতাড়ি আসো।যাইহোক আমি আবার ওইসময় এর মধ্যে কিছু ফটোশুট করে নিলাম।এরপর বাসে উঠে নাচতে নাচতে কলজে ফিরে আসলাম।
ডিভাইস | মোবাইল |
---|---|
অবস্থান | স্বপ্নপুরী |
বন্ধু তোমার এই ট্যুর এ আমিও তোমার সফর সঙ্গী ছিলাম ,সেই দিন অনেক মজা করেছিলাম আমরা সকলেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম বন্ধু।
জীবনে বেচে থাকলে আরেকবার হবে ইনশাল্লাহ।✌️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্বপ্নপুরী পার্কের কথা অনেক শুনেছি। কিন্তু এখনো পর্যন্ত যাওয়া হয়নি। আপনি তো বন্ধুদের সাথে বেশ ভালো একটা সময় কাটিয়েছেন। জায়গাটা কিন্তু বেশ অসাধারণ। বন্ধুদের সাথে বেশ মজাই করলেন। আর ফটোগ্রাফি গুলো আরো বেশি ভালো লেগেছে। এরকম সুন্দর একটা মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা আপু বন্ধুদের সাথে খুব ভালই একটি সময় পার করেছি।
তবে কখনো সময় পেলে ঘুরতে আইসেন আমাদের এইদিকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের মানুষের জীবনে বিনোদন থাকাটা জরুরি জায়গাটা বেশ অসাধারণ দেখে ইচ্ছে করছে যেতে। স্বপ্নপুরীর নাম কখনো সোনা হয়নি। জায়গাটা বেশ সুন্দর অনেক সুন্দর সুন্দর ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন ধাপে ধাপে ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা বিনোদন ছাড়া আসলে বেশিদিন ভালো থাকা যায় না।তবে আপনি যদিও কখনো সময় পান।অবশ্যই স্বপ্নপুরী ঘুরতে আসবেন,দারুন একটা পরিবেশ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া স্বপ্নপুরী দেখার অনেক শখ আছে। আপনার পোষ্টের মাধ্যমে কিছুটা দেখলাম। একমাত্র স্বপ্নপুরী দেখেতেই একদিন দিনাজপুর যাবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা আসতে পারেন।
কথা দিলাম অর্থ ও সময় কোনোটাই অপচয় হবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্বপ্নপুরীতে একদিন বেশ ভালই এনজয় করেছেন। আমি কয়েকবার গিয়েছিলাম। অসাধারণ একটি জায়গা। আপনার কয়েকজন বন্ধুকে একসঙ্গে দেখে বেশ ভালো লাগছে। বন্ধুদের সঙ্গে ভ্রমণ অত্যন্ত আনন্দয় হয়। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও অনেকবার গেছিলাম ভাই।
আর হ্যা বন্ধুদের সাথে ভ্রমণ সবসময় আনন্দের হয়।তাই মাঝে মাঝেই বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে পড়ি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit