সবাই চায় সম্মানিত হতে...... 🙏

in hive-129948 •  2 years ago 

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 11 December,2022
আজ ২৬ অগ্রহায়ণ,,১৪২৯ বঙ্গাব্দ


relationship-2822420_640.jpg

image source

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp



মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


আমি সবসময় বলি এবং বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ব্যক্তিসত্তা আছে এবং আত্মসম্মান আছে।এবং পৃথিবীর সব সম্পর্ক হয় একে অপরকে সম্মান দেখানোর মাধ্যমে। যে সম্পর্কের মাধ্যমে এক অপরের প্রতি সম্মানবোধ বেশি থাকবে সেই সম্পর্ক তত গভীর এবং মজবুত হবে।আর এটা যেকোনো ক্ষেত্রেই হতে পারে বন্ধু মহল থেকে শুরু করে পারিবারিক সম্পর্কেও।সবাই চায় সম্মানিত হতে যতটুকু তার প্রাপ্য।


আবার ভুল বুঝা বুঝিতেও অনেক সময় কেউ অসম্মানিত হয় এবং সে মণ খারাপ করে।এরপর একটু অভিমানী হয় সম্পর্কে ব্যাবধান সৃষ্টি হয় একে অপরের সাথে কথা বলা বন্ধ হয়।কিন্তু অপরজন যখন তার ভুলটা বুঝতে পেরে এসে ক্ষমা চায় তখন সে তার অভিমান গুলো মুখ ফুটে প্রকাশ করে আবার একসাথে পথচলা শুরু করে।আর এই পথচলা মানে এই নয় সেই একই ভুলটা আবার তার সাথে সে করবে এবং তাকে অপমানিত করার চেষ্টা করবে।যদিও দ্বিতীয়বারও ও সেটা মেনে নেয়া যায় এমনকি তৃতীয়বারও।কিন্তু সেই একই ভুলটা যদি প্রত্যেকবারই করতে থাকে তবে বুঝতে হবে এই মানুষটার সাথে সম্পর্ক যায় না। যার কাছে আপনার আত্মসম্মানের কোনো ভ্যালুই নাই।কিন্তু দেখেন আবার সে আসবে ক্ষমা চাবে এবং কয়দিন পর সেই একই জিনিসটা করবে।এর থেকে বরং ভালো সেই মানুষগুলার থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া।তাদের সাথে ব্যাবধান বাড়িয়ে তার দৃষ্টির বাইরে চলে যাওয়া।যেনো আরেকবার অসম্মানিত হতে না হয়।যেনো সে আরেকবার অসম্মানিত করার সুযোগ না পায়।যেনো আপনি খুব সহজে ভুলে যেতে পারে সেই মানুষটিকে।যাইহোক সবসময় নিজের আত্মসম্মান বজায় রেখে পথ চলাই বুদ্ধিমানের এবং সেই পথ যদি একালাও চলতে হয় তার মধ্যেও একটা প্রশান্তি আছে।জীবনে বাঁচতে হলে সবসময় মাথা উচু করে সম্মানের সহিত বাঁচতে হবে।আর একটি বিষয় খেয়াল রাখবেন এই ব্যাপারে তার প্রতি কোনো রাগ কিংবা প্রতিহিংসা জমিয়ে রাখবেন না এবং অভিমান যদি থাকে সেটা কারো কাছে প্রকাশ করবেন না।নিজেকে একটু সময় দিন দেখবেন সব ঠিক হয়ে গেছে।আর মনে হিংসা অথবা রাগ রাখলে দেখবেন আপনিই বেশি কষ্ট পাবেন।


যাইহোক এই ব্যাপারে আমার কোনোদিন কোনো রাগ অভিযোগ কোনোদিনই ছিল না।আর বদলা নেওয়ার ইচ্ছে তো কল্পনাতেও ভাবি না।তবে আবেগ বেশি আমার,অসম্মানিত হলে মণ খারাপ করে একটু অভিমানী হয়ে যাই আবার দিনশেষে একসাথে হই।কিন্তু সেই একই ঘটনার বার বার পুনরাবৃত্তি হলে একরাশ দুঃখকে সঙ্গে নিয়ে সম্পর্কের ব্যাবধান বাড়িয়ে দেই। সেইসব মানুষগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করি।যদিও ভুলে যাওয়া সহজ না।তবে সেই মানুষগুলো ভালো থাকুক এটাই চাওয়া,আমার মত ক্ষুদ্র কেউ কারো জীবনকে কোনোভাবেই প্রভাবিত করতে পারে না।আর,আর আমি না হয় একলাই ভালো থাকি।শেষমেষ “ফসিলস” এর সেই একলা ঘরের লাইন দুইটা বলতেই হয়...😅


              “এই একলা ঘর আমার দেশ
              আমার একলা থাকার অভ্যেস”

নতুন করে আর কারো কাছে অসম্মানিত হওয়ার ইচ্ছে আমার নেই। যারা আছে জীবনে তাদের নিয়েই এই পথ চলা।🙏




8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmnKbH2aXgvEHL86Grag4XAKog4igp4yqWuDvpB3jnZYauA71PhjLSqVVjyBkKwBxpSheevA.png

আমি এই সমাজের তথাকতিত সকল নিয়ম এর ঊর্ধ্বে।আমি কেবল আমার সত্তায় বিশ্বাস করি,আর বুক ভরা সাহস নিয়ে পথ চলি।একদিন এই ঘুনে খাওয়া সমাজের পরিবর্তন আমার মত কারো হাত ধরেই হবে এটাও আমি জানি।সেদিন সকল পরাধীনতার শিকল ভেঙ্গে আমি উড়বো মুক্ত নীল আকাশে,তখন লোকে কি বলে বলুক কিছুই যায় না আসে মোর তাতে।আজ শুনেছি আমি বিজয়ের গান,আমি পেয়েছি নতুন আহ্বান।আজ মুক্ত আমি বাঙালি হয়ে বাংলাই আমার প্রাণ।


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার আর আমার ফিলোসফি একদম সেইম ভাই।কারো উপর রাগ,বিদ্বেষ পুষে রাখি না শুধু দূরত্ব বাড়িয়ে দেই।তার জন্য নিজের চারপাশে একটি দেয়াল বানিয়ে নিই,একসময় সে দেয়ালের একদম বাইরে চলে যায়।হাজার মাথা কুটলেও দেয়ালের ভেতরে আসার অনুমতি দিই না।অনেক সুন্দর ভাবে লিখেছেন ভাইয়া।ধন্যবাদ পোস্টটির জন্য।

আবার নিজের চিন্তার সাথে জখম আরেকজনের ভাবনা চিন্তার মিল হয় তখন ওই মানুষটাকেও কাছের মনে হয়।যাইহোক অশেষ ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।🙏

অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। তবে এ ধরনের অনেক লোক রয়েছে সেটা বন্ধুমহল এবং আত্মীয়-স্বজন সবার মধ্যে বিদ্যমান রয়েছে। সত্যি বলতে কারো কারো স্বভাবে পরিণত হয়ে গেছে নিজেকে সম্মানিত রেখে অন্যকে অসম্মানিত করার। কথা বলতে যেন তাদের হুশ থাকে না, অন্যকে ছোট করার দিকে তারা সব সময় এক্সপার্ট থাকে। যাইহোক আপনার মত আমিও কেউ যদি অপমান করে তখন অনেকটা অভিমানী হয়ে যাই। তবে এটা ঠিক একবার দুইবার তিনবার বারবার যদি এরকম করে তখন তার সাথে সম্পর্ক কিছুতেই যায় না। ধন্যবাদ বাস্তবিক কিছু তথ্য তুলে ধরার জন্য।

জ্বি ভাই এমন অনেক লোক আছে।তবে এই বিষয়টা একটা বয়স পর্যন্ত সীমাবদ্ধ থাকে তারপর আর কেউ চায় না অসম্মানিত হতে।আর এমন অবস্থায় নিজেকে সরিয়ে নেওয়ায় সবচেয়ে ভালো।

আমি আপনার সাথে একদম একমত সম্মানিত হতে সবার ভালো লাগে। কিন্তু অসম্মানিত বিশেষ করে বন্ধু কিংবা পরিবার যার থেকেই হোক না কেন সেটা কখনোই ভালো লাগেনা। তবে অনেক সময় দেখা যায় বন্ধুরা ইচ্ছে করে অসম্মানিত করে দুষ্টামি করে। কিন্তু সেটা হলেও একবার, দুইবার তিনবার মেনে নেওয়া যায় এরপর আর সহ্য করা সম্ভব না। কারণ একজন ব্যক্তির নিজস্ব আত্মমর্যাদা রয়েছে। সেটা নষ্ট হলে কিছুতেই মেনে নেওয়া সম্ভব না। এর থেকে ভালো তার থেকে দূরে থাকা। আপনার আজকের ব্লগ পড়ে ভীষণ ভালো লাগলো।

একদম আপু।আর এই কথাটাই আমি বলতে চেয়েছি যেটা আপনি উল্লেখ করেছেন।ধন্যবাদ আপনাকে আমার কথাগুলো বুঝার জন্য।🙏

আমিও ঠিক আপনার মত মনের কষ্টে শুধু দুরত্ব বাড়িয়ে দেই। দেয়াল তৈরি করি, যাতে করে পাশের ওই মানুষটি আমার কাছে আর না আসতে পারে। পোস্টটি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া।

একদম আপু সেই সব মানুষদের সাথে দূরত্ব বাড়িয়ে দেওয়ায় সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এতে সবচেয়ে ভালো থাকা যায়।

আমিও আপনার সঙ্গে একমত ভাই। একবার দুইবার ঠিক আছে কিন্তু কেউ যদি একই ভুল বার বার করে আবার এসে ক্ষমা চাই আমার মতেও তার সঙ্গে সম্পর্ক না রাখাই ভালো। কারণ আপনার আত্মসম্মানের কোনো দাম নেই তার কাছে। আপনার কথাগুলো অসাধারণ লেগেছে আমার কাছে।

আমার একলা ঘর
আমার দেশ।
আমার একলা
থাকার অভ‍্যেস💕❤

আমার মনের কথাটা বুঝার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।জীবনে নিজের আত্মসম্মান নিয়ে চলতে আমি প্রত্যয়ী।কারো কাছে অসম্মানিত হওয়ার পাত্র আমি নই 😅।

🖤🖤🖤

খুবই চমৎকার একটি ব্লগ আপনি আমাদের মাঝে নিয়ে হাজির হয়েছেন ভাই আসলে আপনার এই ব্লগটি বাস্তবতার সঙ্গে একদম মিলে গেছে। বন্ধু মহলে ফাজলামি হবে এটাই স্বাভাবিক কিন্তু ফাজলামি করতে করতে এমন এমন ফাজলামি বন্ধুদের মাঝে হয়ে যায় যেগুলো আসলে মেনে নিতে কষ্টসাধ্য হয় নিজের কাছেই। আসলে একটা কথা কয়েকবার ভালো লাগে কিন্তু সেটা যখন কন্টিনিউ শুনতে হয় তখন সেটা আর ভালো লাগেনা। ফাজলামি করতে করতে সেটা আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এরকম কষ্টের কারণ আমার কয়েকবার হয়েছে, যার কারণে তাদের সঙ্গ ত্যাগ করেছিলাম। আসলে যেখানে সম্মান নেই সেখানে থেকে শুধু শুধু নিজেকে অসম্মানিত করার থেকে সেখান থেকে চলে আসাই শ্রেয়।

আসলে ভাই মনের মধ্যে যখন যেটা চলে সেটাই তুলে ধরি সবসময়।আর আমি ভীষণ বাস্তববাদী একজন মানুষ।তাই সবসময় বাস্তবতার নিরিখেই লেখার চেষ্টা করি।🙏