সাইন্স ফিকশন মুভি রিভিউ | Moonfall(2022) || 10% for @shy-fox

in hive-129948 •  3 years ago 

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 22 April,2022
আজ ০৯ই বৈশাখ,১৪২৯ বঙ্গাব্দ


IMG_20220422_231955.jpg

ইউটিউব থেকে স্ক্রিন শর্ট নেওয়া

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


আপনারা হয়তো জানেন আমি মুভি আর মিউজিক একটু বেশি শুনি।মুভি দেখার দিক দিয়ে আমাকে মুভিখোর ও বলতে পারেন।আসলে মুভি দেখা আর মিউজিক শুনা কেন যে এত পছন্দ করি আমি নিজেও জানি না।তো সেদিন একটা মুভি দেখেছিল,অবশ্য এই মুভির জন্যে বেশ অনেকদিন থেকেই অপেক্ষা করছিলাম।অবশেষে দেখেই ফেলেছি,আর সত্যিই কথা বলতে মুভিটা নিয়ে যে এক্সপেক্টেশন ছিল তার বিন্দু মাত্র পাই নি পুরো মুভির মধ্যে।কিন্তু যেহেতু মুভি নিয়ে একটা আগ্রহ ছিল আর সেজন্যই দেখা।আর আমার কাছে মুভিটা কেমন লেগেছে বা মুভির মূল কাহিনী কি সেটাই তুলে ধরছি আপনাদের সামনে।আর হ্যা যারা এখনো দেখেন নি তারা নিঃসন্দেহে পোস্ট পড়তে পারেন । কারণ রিভিউয়ে স্পয়লার দেই নি বেশি।তো চলুন শুরু করা যাক।


মুভির প্রয়োজনীয় তথ্য:


মুভির নামmoonfall (2022)
জনারসাইন্স ফিকশন
রিলিজ ডেট2022(31 জানুয়ারি)
রান টাইম১৩০ মিনিট
পরিচালকরোনাল্ড এমরিচ
বাজেট140$ M
বক্স অফিস55$ M (ডিজাস্টার 😑)
আইএমডি রেটিং৫.৫
দেশআমেরিকা
ভাষাইংরেজি
অভিনয়েহেল বেরি,প্যাট্রিক উইলসন, জন ব্র্যাডলি,মিচেল পেনা,চার্লি প্লামর, কেলি


Screenshot_2022-04-22-23-37-33-18_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

মোবাইল থেকে স্ক্রিন শর্ট নেওয়া

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp



মুভির মুলকাহিনী:



Moonfall (2022)


#হালকা_স্পয়লার



আজকে আমি আপনাদের সাথে একটি হলিউড সাইন্স ফিকশন মুভির রিভিউ শেয়ার করতে চলেছি।তবে মুভিতে হালকা স্পয়লার থাকতে পারে।কিন্তু আপনার দেখার বা আপনার ফ্যান্টাসির কোনো সমস্যা হবে না।


Screenshot_2022-04-22-23-37-46-94_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

মোবাইল থেকে স্ক্রিন শর্ট নেওয়া

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


প্রথমে মুভির এক ঘণ্টা দেখার পর সভাবিকভাবে মনে হবে এইটা কি দেখতেছি আমি!এত আশা ভরসা নিয়ে দেখা শুরু করলাম অথচ কিসব দেখতেছি।মুভি দেখবেন আর মনে করবেন এটা কি কোনো ড্রামা সিরিজ দেখতে বসেছি আমি😁। হুদাই কিছু বীজিএম,কিছু ফাউল নাটকীয় ডায়লগ সাথে দেখতে পারবেন অভিনেতাদের অতিরিক্ত এক্সপ্রেশন।আর অতিরিক্ত জোক দেখে মনে হবে মুভিটারে পুরায় খাইয়া দিছে।আপনাদের শুধু একটা কথাই মনে হবে খালি বলবেন এটা কি বানাইসে কমেডি মুভি নাকি অন্যকিছু!কারণ মুভির মধ্যে না আছে সাসপেন্স,না আছে ধারাবাহিকতা শুধু ভাংচুর দেখার মধ্যেই মুভির কাহিনী শেষ।তবে মুভির টা মধ্যে দেখে মজা পাবেন, কিছু এনিমেশন আর ভিজুয়ালগ্রফি এর মাধ্যমে ব্যাস এতটুকুই।


Screenshot_2022-04-22-23-42-08-51_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

Screenshot_2022-04-22-23-45-11-24_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

মোবাইল থেকে স্ক্রিন শর্ট নেওয়া

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


কিন্তু প্রথম এক ঘণ্টায় মুভির মধ্যে কোনো মজা না পাইলেও পরের হাফ টায় কিন্তু একটু মজা পাবেন। এবং কথা দিচ্ছি মুভির মজা টা একটু হলেও বাকি অংশে পাবেন।এবং আগের এক ঘণ্টার কথা ভুলে যাইতে পারেন। বলা বাহুল্য প্রাকৃতিক দূর্যোগ বা কিভাবে সারভাইব করতে হয় সেটা খুব ভালো করেই ফুটিয়ে তোলার চেষ্টা করলেও তার কিছুই ঠিকঠাক হয় নি।এবং আমি আবারও বলবো এক্সপেক্টেশন অনুযায়ী তার কিছুই হয় নি।একটা সাইফাই মুভি হলেও মুভির শেষের দিকটা দেখার পর মনে হয়েছে সুপার ন্যাচারাল জনারা মুভি।এখন সাউথ এর মুভি গুলোও মনে হয় এতটা শর্টকার্ট করে ফিনিশিং টানে না যতটা তাড়াতাড়ি করে ফিনিশিং দিছে।আমার কেনো জানি মনে হয়েছে পরিচালকের কোনো তাড়া ছিল😁।


Screenshot_2022-04-22-23-45-31-92_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

মোবাইল থেকে স্ক্রিন শর্ট নেওয়া

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


যেহেতু স্পয়লার করবো না সেহেতু ঘটনা একটু আবছা করে খুলে বলি। চাঁদ কে নিয়ে গবেষণা চলছিল,এবং গবেষণার জন্য চাদে অ্যাপোলো - ১১ নামে একটি নভোযান পাঠানো হয়।এবং যাওয়ার পর দুইমিনিটের মধ্যে তাদের লাইভ বন্ধ হয়ে গিয়েছিল,কিন্তু কেনো হয়েছিল সেটা কিন্তু জানানো হয় নি।আর সেটা এক প্রকার রহস্য হয়েই থেকে যায়,কিন্তু নাসা এর প্রধান এই বিষয় গুলো সব জানতো।আর কোনো এক কারণে চাঁদে অভিযান চালানোই বন্ধ হয়ে যায়।কিন্তু প্রশ্ন থেকেই যায় কেনো বন্ধ করা হলো?কি এমন রহস্য আছে চাঁদে জার কারণে এত তোড়জোড় করে বন্ধ করে দেওয়া হলো কিছু শুরু করার আগেই।আর এই নিয়েই শুরু হয় মুভির কাহিনী।বলতে পারেন এই ঘটনার উপরেই পুরো কাহিনী।এখন কথা হচ্ছে চাঁদ যদি তার নিজস্ব কক্ষ পথ থেকে সরে যায় তখন পৃথিবীর উপর তার বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে সেটাই তুলে ধরা হয়েছে।এবং মুভিতে দেখানো হয়েছে চাঁদ মানুষদেরই বানানো একটি গ্রহ।এবং সেখানে চাঁদের সোলার সিস্টেম এর জন্য মানুষ কিছু টেকনোলজি তৈরি করেছিল।এবং পরবর্তীতে সেই টেকনোলজি গুলো মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।এবং নিজেরাই নিয়ন্ত্রণ করতে থাকে সবকিছু।এবং পৃথিবীকে ধ্বংস করার জন্য তারা চাঁদের সোলার সিস্টেমকে গ্রাস করে অর্থাৎ বন্ধ করা হয়। যার ফলে বিরূপ প্রভাব পড়ে পৃথিবীর উপর এবং পৃথিবী ধ্বংসের মুখে পড়ে যায়।আর এই ধ্বংস থেকে বাঁচানোর জন্য তখন কাজ করে পৃথিবীর সাহসী কিছু মানুষ,পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য বিলিয়ে দেয় নিজের জীবন।তো যাইহোক আর বেশি স্পয়লার করলাম না বাকিটা নাহয় আপনারাই দেখে নিয়েন।


Screenshot_2022-04-22-23-46-13-86_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

মোবাইল থেকে স্ক্রিন শর্ট নেওয়া

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuyPyLtziXuiY51n1gLdQGefbfeQ8vHJkyyWXbYNzASDQzaRn7j1W6CqJWVTXjCViStoQuXMQE5T6w296N4TNw1XdTBHp4ReqaBr19y.webp


মুভির শিক্ষা:


মূলত মুভিটি দেখে বুঝতে পারবেন পৃথিবীর উপর চাঁদের প্রভাব কতটুকু।এবং এই সোলার সিস্টেম এর ফলে কিভাবে জোয়ার ভাটা হয়।এবং চাঁদ যদি কখনো তার নিজ কক্ষপথ থেকে সরে যায় তবে পৃথিবীর কী ভয়াবহ অবস্থা হতে পারে।এবং আপনারা এটাও বুঝতে পারবেন মানুষের উন্নত প্রযুক্তি কখনোই সবসময় ভালো কিছু বয়ে নিয়ে আসে না।মাঝে মাঝে মানুষের সৃষ্টি মানুষের গলার কাটা হয়ে দাঁড়ায়।তবে এই দিনটির আর বেশিদিন দেরি নাই যেদিন মানুষ তার নিজের তৈরি প্রযুক্তি তার নিজেরই গলার কাঁটা হয়ে দাঁড়াবে।তবে এটাও সত্যি এই পৃথিবীকে বাঁচাতে এখানকার মানুষদের বাঁচাতে এমন অনেক আছে যারা নিজের জীবনটা দিতেও কুণ্ঠিত বোধ করবে না।


পার্সোনাল রেটিং:3/10😶


এইছিল আমার আজকের উপস্থাপনা।আশা করি মুভি রিভিউটা আপনাদের ভালো লেগেছে।তবে সবসময় ভালো মুভি রিভিউ করতে নাই মাঝে মাঝে এরকম মুভি রিভিউ করতে হয়।আর মুভিটা যেহেতু দেখেই ফেলেছি তাই রিভিউটা ও নাহয় দেই।হোক খারাপ বা ভালো।তবে একটা কথাই বলবো যদি আপনার হাতে অতিরিক্ত সময় থাকে তাহলে মুভিটি দেখতে পারেন।আর অতিরিক্ত এক্সপেক্টেশন নিয়ে দেখার দরকার নাই তাহলে হতাশা হওয়ার ছাড়া আর কিছুই করার থাকবে না😁। তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



আল্লাহ হাফেজ🌿




8SzwQc8j2KJZWBXFXnbnQ1FtoZhRqrTWozhqoqWHpGmpmnKbH2aXgvEHL86Grag4XAKog4igp4yqWuDvpB3jnZYauA71PhjLSqVVjyBkKwBxpSheevA.png

আমার পরিচয় :

প্রথমত আমি একজন বাঙালি।এবং দ্বিতীয় আমি একজন আমার বাংলা ব্লগ এর নিবেদিত সৈনিক।আপাতত এতটুকুই অর্জন করতে পেরেছি। তারপরেও যদি বলতে হয় আমি একজন ছাত্র এবং শিক্ষানবিশ হিসেবে সবার কাছ থেকেই শিখছি।সেই সাথে আমি স্বাধীন চেতা ভাবুক শ্রেণীর একজন ব্যাক্তি।নিজের চিন্তা ভাবনা গুলোকে ব্লগে প্রকাশ করার এক অনন্য প্লাটফর্ম পেয়ে আজ আমি গর্বিত।সবসময় নিজেকে আবিষ্কার করি ভিন্ন এক রূপে আর নিজের আবিষ্কার গুলো প্রকাশ করি আপনাদের সামনে।


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZuj6oTYKs1WsMYL4GjvYG8jyHvkLUASU9U7Y2WqhDjpgqe1KPEzN7jG6YN7NQ...mcwa2hjjKJYshWHKGUWNaMKwm8JQJfFkzq1wnaVJP8bHftgupwV2ndY1mzFkthygVSsL4V9Rt51ksbGZpNUu9FPxSstPSnWwHgF3SYhKeeZuufdGBrCXiJ8gAS.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আমিও আপনার মত মুভি দেখতে এবং গান শুনতে ভীষণ পছন্দ করি। সত্যি কথা বলতে গিয়ে সাইন্স ফিকশন মুভি গুলো তেমন একটা দেখিনা।moonfall মুভিটা এখনো দেখিনি। বক্স অফিসে মুভিটি খুব একটা সফল হয়নি। আপনি অবশ্য মুভিররিভিউ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাই।

হুম ভাই দর্শক এর চাহিদা অনুযায়ী বিন্দু মাত্র পূরণ করতে পারে নাই।আর বক্স অফিসে তো বলতে গেলে দিজস্টার হয়ে গিয়েছে।তবে অবসর সময় পেলে দেখতে পারেন।

সাইন্স ফিকশন ছবি মানেই জীবনের অনেক বাস্তবধর্মী কাহিনী ।এসব ছবি দেখে অনেক কিছুই শেখা যায় । ঠিক বলেছেন চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ ।এটি এর কক্ষপথ থেকে সরে গেল পৃথিবীর অবস্থা খুব ভয়ানক হবে

হ্যা এটা ঠিক,আর টেকনোলজি সম্পর্কে কিন্তু অনেক কিছু সম্পর্কে জানা যায়।আর চাঁদ ই কিন্তু পুরো পৃথিবীর ভারসাম্য বজায় রাখছে।

রিভিউট অনেক ভালো লিখেছেন। তবে কাহিনী পড়ে যা মনে হল তাতে এই সিনেমা দেখে সময় নষ্ট করার কোনো মানে হয় না। পরবর্তীতে কোন মুভির রিভিউ ভালো লাগলে সেটা দেখতে চেষ্টা করব। ধন্যবাদ

তবে মজা পাবেন এটা কথা দিচ্ছি,কিন্তু আপনি যদি তুখোড় মুভি লিভার হন আমার মত তাহলে একটুও মজা পাবেন না।তবে হতে অতিরিক্ত সময় থাকলে অবশ্যই দেখতে পারেন ভাই।

আপনার করা মুভি রিভিউ আগে কখনো দেখা হয়নি। তবে আপনার করা রিভিউ দেখে মুভিটির অনেক কিছু জানতে পারলাম। আপনি অনেক সুন্দর ভাবে মুভিটির রিভিউ আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

বলেন কি এর আগেও তো অনেক রিভিউ দিয়েছি তো।তবে আমি সবসময় সুন্দর করেই রিভিউ দেওয়ার চেষ্টা করি।যাইহোক রিভিউটি আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।

এই মুভিটা আমার দেখা হয়নি। যা চমৎকার বর্ণনা করেছেন, তাতে দেখার ইচ্ছে জেগেছে মনে।
ইনশাআল্লাহ সময় করে দেখে নেবো।
শুভ কামনা রইল।

তবে একটা কথাই বলবো ভাই,যদি হতে অনেক সময় থাকে তাহলে দেইখেন,তবে মুভিটা একটু বোরিং লাগতে পারে।কিন্তু শিক্ষণীয় অনেক কিছুই পাবেন।হ্যাপি ওয়াচিং 🖤🤟

এই মুভির ট্রেইলার আজ ই দেখলাম। এবং দেখার জন্য খুবই আগ্রহী ছিলাম। কিন্তু আপনার রিভিউ দেখার পর তো দেখার ইচ্ছে চলে গেলো। আমার সময় ও বেচে গেলো। ধন্যবাদ আপনাকে।

ওহ আচ্ছা,
তাহলে আমার মতে মুভিটি বেশি ভালো ছিল না কারণ আমি মুভি দেখার সময় প্রতিটি বিষয় বেশ খুঁটিয়ে দেখার চেষ্টা করি আর মুভিটি উপভোগ করার চেষ্টা করি।তবে আপনার ক্ষেত্রে ব্যতিক্রম ও হতে।একবার দেখেই দেখতে পারেন ভালই লাগতে পারে।

সাইন্স ফিকশন মুভি গুলো আমার কাছে অনেক ভালো লাগে কারণ এই মুভি গুলোর মাধ্যমে আমরা বিজ্ঞানের অনেক আবিষ্কার সম্পর্কে ধারণা লাভ করতে পারি। অনেক সময় আবার এমন কিছু আবিষ্কারের দেখা পায় যেগুলো এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি। আপনি অনেক সুন্দর করে মুভিটির রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। পৃথিবীর উপর চাঁদের প্রভাব কতটুকু তা এই মুভিতে খুব সুন্দর ভাবে দেখিয়েছে। যদিও এই মুভিটি আমি এখন পর্যন্ত দেখিনি কিন্তু আশা করি খুব তাড়াতাড়ি এটি দেখে নিব।

এই সাইন্স ফিকশন মুভিটি আমি দেখেছি। আমার এই মুভিটা আপনার মত প্রথম দিকে একটু বোরিং লাগলেও মাঝের অংশ থেকে শেষ পর্যন্ত মুভিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। চাঁদ তার নিজস্ব কক্ষপথ থেকে সরে গেলে পৃথিবীর উপরে কিরূপ বিপর্যয় আসতে পারে এবং আমাদের আধুনিক প্রযুক্তির জন্য পৃথিবীর উপর কিরূপ প্রভাব পড়ছে তা এই মুভিতে ফুটিয়ে তোলা হয়েছে। বেশ ভালো একটি মুভি। ধন্যবাদ আপনাকে মুভি রিভিউ টি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Getting started on steem can be super hard on these social platforms 😪 but luckily there is some communities that help support the little guy 😊, you might like school of minnows, we join forces with lots of other small accounts to help each other grow!
Finally a good curation trail that helps its users achieve rapid growth, its fun on a bun! check it out. https://hive.blog/steemchessboard/@steemchessboard/someeznz9em3ap