শেয়ার করো তোমার জীবনের প্রথম প্রেমের অনুভূতি || আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-২০

in hive-129948 •  2 years ago  (edited)

"আমার বাংলা ব্লগে আপনাদের সকলকে জানাই আমার সালাম"


today 27 July,2022
আজ ১২ শ্রাবণ,১৪২৯ বঙ্গাব্দ


20220728_021127.jpg


মার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সকলের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুরু করছি আমার আজকের এই ব্লগ।আশা করি আমি আমার দক্ষতার মাধ্যমে আপনাদের সকলের নিকট ভালো কিছু উপস্থাপন করতে সক্ষম হবো,এবং আপনাদের ও ভালো লাগবে।


পৃথিবীতে প্রেম ভালোবাসা আছে বলেই হয়তো পৃথিবীটা অনেক সুন্দর হয়তো এখনও পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে।পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রেমে পড়ে যেকোনো বয়সে,যেকোনো সময়,যেকোনো অবস্থাতে।আর যেহেতু আমি মানুষ তাই আমিও ব্যাতিক্রম নই তবে আমি একটু ভিন্ন।আসলে সবার চিন্তাভাবনা তো আর এক হয়না।সবাই নিজের ব্যক্তিগত মতাদর্শে জীবন চালনা করতেই স্বাচ্ছন্দ্য করে,যেমনটা আমি।যাইহোক এই প্রতিযোগিতাটার যখন ঘোষণা আসলো তখন ভেবেছিলাম জীবনে তো কখনো প্রেমেই করি নাই তাইলে প্রেমের গল্প কিভাবে লিখবো!এইসব ভাবনাচিন্তা করতে করতে মনে হইলো এই প্রতিযোগিতা আসলে আমার জন্যে না তার চেয়ে সবার প্রেমের গল্পগুলো পড়বো আমি।এর মাঝে হুট করে একটু ঝামেলায় জড়ায় গেলাম আর সেজন্য প্রতিযোগিতা সম্পর্কে আপডেট ও ছিলাম না।তারপর দেখি যে প্রতিযোগিতাটা এখনো চলমান আছে।তারপর একটু ভাবনাচিন্তা করে দেখলাম প্রেম যে শুধু একজন বনলতা সেন এর সাথেই হয় এমনটা তো না।মানুষ অনেক কিছুরই প্রেমে পড়ে।যাইহোক সেইসব কথা পরে আসি এখন মূল গল্পে আসা যাক।


সময়টা ছিল ২০১৭ ক্লাস টেনে পড়ি ঐসময়টায় চলছিল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি।সাধারণত তখন ক্লাস খুব একটা হয় না বেশিরভাগ সময় প্রাকটিস করতেই সময় কাটে।আর স্কুলের বড়ভাইরা সুন্দর সুন্দর মেয়েদের পিছনে ঘুরে।স্কুল আসতাম ক্লাস করতাম আর খেলাধুলার মাঝে বিভোর ছিলাম এইসব প্রেম পিরিতের বিষয়ে কোনো খেয়ালই ছিল না।তো একদিন স্কুল মাঠে সবাই প্রাকটিস করছিল আর আমি বারান্দায় বসে দেখছি বেশ ভালই উপভোগ করছি।দেখতে দেখতে হটাৎ একটা মেয়ের দিকে দৃষ্টি থমকে গেলো।তারদিকে অনেক্ষন তাকায় থাকলাম,মেয়েটি বেশ সুন্দর।তারপর স্কুলে ওকে রোজ ফলো করতাম।ওর হাটা চলা ওর হাসি সবকিছুই যেনো মাতাল করে তুলছিল আমায়।আর আমি যেনো প্রেমের নেশায় কাতর হয়ে যাচ্ছি।মাঝে মাঝে তো মনে হচ্ছিল এই বুঝি প্রেমাক্রান্ত হয়ে যাই আমি।তারপর এভাবেই চলছে আমার দিনকাল।আর আমি যে মেয়েটিকে ফলো করতেছি সেটা একমাত্র আমি ছাড়া দ্বিতীয় আর কেউই জানত না এমনকি মেয়েটিও না(মেয়েটি অবশ্য এখন পর্যন্ত জানে না তাকে আমি পছন্দ করেছিলাম)।তারপর তাকে নিয়ে শুরু হয় আমার জল্পনা কল্পনা।মাঝে মাঝে তো ও কে নিয়ে কল্পনায় হারায় যাইতাম।প্রতিদিন ওর হাসি দেখার জন্য কতশত বার ওর ক্লাসের সামনে দিয়ে গেছি।আর এইরকম ভাবে ওর প্রতি আমার ভালোবাসাটা আর তীব্র হতে থাকে।কিন্তু আমি কখনো সাহস করে তার সামনে যেয়ে বলতে পারি নাই আমি তোমাকে ভালোবাসি।আর এতটাই বোকা ছিলাম যে কোনো বন্ধুকেও জানাই নি।আসলে বন্ধুরা কেমন হয় জানেনই তো একটা বিষয় পাইলে ঐটা নিয়েই সারাদিন খোঁচায়।আর এই ভয়ে তাদেরও বলি নাই।যদি তখন বলতাম হয়তো আজকের প্রেক্ষাপট একটু ভিন্ন হতো।তবে এই আফসোস আমার সারাজীবন থেকেই যাবে।তবে যাইহোক জীবনে কোনো এক বনলতা সেনের প্রেমে পড়েছিলাম এটাই তো অনেক তবে সেটা আদৌ প্রেম ছিল কি না সেটা আমার জানা নেই।


"তবে আমি আরেকবার প্রেমে পড়তে চাই
সাদামাটা লৌকিক প্রেম নয়
যেই প্রেম হবে ছবির মত
সেই প্রেম হবে কবিতার মতো অলৌকিক
পেতে ইচ্ছে করবে কিন্তু কখনো ছুঁয়ে দেখা যাবে না"



প্রেম কিন্তু একটা গভীর বিষয়।সমাজে প্রচলিত যে প্রেম আছে আসলে ওটাকে প্রেম বলে না।প্রেমের গভীরতা টা আসলে ব্যাপক যেটা ভাষায় প্রকাশ করা সম্বব হয় না কেবল প্রেমে পড়লেই অনুভব করা যায়।


"আর আমরা যেটা প্রেম মনে করি সেটা আসলে সহজে
পেয়ে যাওয়া বসবাসের চুক্তি ছাড়া কিছুই না;"

...........



["যন্ত্রণাই জীবনের জ্বালানি"]


“দেখুন প্রেম ব্যাপারটা হলো যন্ত্রণার।আপনি প্রেমে পড়লে দুঃখ পাবেন যন্ত্রণা পাবেন আর এটাই স্বাভাবিক।আর প্রেম যদি আপনাকে যন্ত্রণা না দেয় তাহলে সেটা প্রেম নয় কারণ প্রেমের কাজই হচ্ছে আপনাকে যন্ত্রণা দিয়ে জীবনটাকে বোঝানোর।আপনি এই পৃথিবীর যেকোনো কিছুর উপরে প্রেমে পড়তে পারেন আপনি একটা পাখির প্রেমে পড়তে পারেন,আপনি একটা পাহাড়ের প্রেমে পড়তে পারেন,আপনি একটা সমুদ্রের প্রেমে পড়তে পারেন,আপনি কোনো পশু-পাখির প্রেমে পড়তে পারেন,আপনি কোনো এক বনলতা সেনের ও প্রেমে পড়তে পারেন।কিন্তু প্রেমে পড়ার পর আপনার আমার কারোরই সাধ্য নাই সেই প্রেমিককে আজীবন ভালোবেসে যাওয়া।কারণ,কারণ একটাই মানুষ মাত্রই মরণশীল।মানুষ হিসেবে জন্ম যখন নিয়েছি তখন সেই জন্মানোর অভিশাপ হিসেবে আমাদের মরতেই হবে।তো সেই হিসেবে আপনি প্রেমে পড়তেই পারেন কিন্তু আপনি নিজেকেই কখনোই ধরে রাখতে পারবেন না।কারণ প্রেমের ওপর নামই যন্ত্রণা,আর যন্ত্রণাই জীবনের জ্বালানি।তবে যাইহোক জীবনে একবার প্রেমে পড়ার ইচ্ছে আছে।তবে কার প্রেমে পড়বো সেটা অনিশ্চিত।তবে প্রেমে পড়ে এই যন্ত্রণাকে উপভোগ করবো সেটা নিশ্চিত।কারণ বেশিক্ষণ সুখে থাকা যায় না একটা মানুষ বেশিক্ষণ সুখে থাকতে পারে না।আর সুখ দুঃখের হিসেবেই বা কেন করছি।আমি তো বিশ্বাস করি আত্তায়,যে খোলা আকাশে হওয়ায় ভাসবে আর মনের সুখে গান গাইবে আবার মাঝে মাঝে কল্পনায় হারিয়ে যাবে।”


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!