দাদা আপনার কাছে কেনো অসংগতিপূর্ণ মনে হলো যদি একটু বলতেন? 🥺আমি পরিবর্তন করে দিবো সমস্যা নেই।🙏
আসলে এটা আমি শুরু থেকেই ব্যাবহার করে আসছি তো। কিন্তু কেউ এখন পর্যন্ত কিছুই বলে নাই। আর টি শার্ট এর পিছনে ওই লেখা কিংবা হাতে সিগারেট নিয়ে আমি খারাপ কোনো উদ্দেশ্য প্রমাণ করতে চাচ্ছি না।
আমাদের দেশে একটি ব্যান্ড আছে যার নাম warsite। এই টি শার্ট টি মূলত ওদেরই। ওদের টি শার্ট এর সামনের অংশে লেখা "war for peace" ওই ব্যান্ড এর স্লোগান ও হচ্ছে "war for peace" অর্থাৎ যুদ্ধ হোক শান্তির জন্য। আর এই যুদ্ধটা যেনো হয় এই সমাজের সকল অপসংস্কৃতির জন্য। আর তাই টি শার্ট এর পিছনে লেখাগুলো এমন বড়ো করে লেখা।