প্রকৃত সুখী কে ১০% প্রিয় লাজুক সাই ফক্স ও ৫% এবিবি

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম
আমার সকল স্টিমিট বন্ধুরা
আমি মোস্তাফিজুর রহমান বাংলাদেশ থেকে বলছি
নতুন ব্লগে স্বাগতম


হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমাতে অনেক ভালো আছি। আজও আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট নিয়ে আলোচনা করবো। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো সবাই আমার পোস্ট মনযোগ সহকারে পড়বেন, এবং সুন্দর মতামতের মাধ্যমে উৎসাহিত করবেন, তো চলুন শুরু করা

children-1869265_1280.jpg

Source


মানুষ সুখ প্রত্যাশী। কিন্তু সবাই সুখী হয় না,আবার কেউ কেউ হয়। এই সুখী হওয়াটা একেকজনের কাছে একেক রকম।দেখা যায়, যাতে একজন সুখী অন্যজন তাতে অসুখী।সুখের ব্যাপারটি একই সঙ্গে মানসিক ও পারস্পরিক।সুখ রহস্যবৃত, কখনো বোঝা যায় আবার কখনো বোঝা যায় না।কখনো ধরা দেয় আবার কখনো ধরা দেয় না।

baby-390555_1280.webp

Source


অনেকে মনে করেন, মানুষের মৌলিক চাহিদা ও বিশেষত খাদ্য, বস্ত্র বাসস্থান নিশ্চিত হলে মানুষ সুখী হয়।আসলে কি খাদ্য বস্ত্র বাসস্থান, সুস্বাস্থ্য কি মানুষের অধিকার সুখী রাখতে পারে?হয়তো পারে,হয়তো পারে না।


মানুষের আশা-আকাঙ্ক্ষার শেষ নেই।ভোগ ও ভোগেচ্ছার কোন কমতি নেই। সচরাচর যা আছে, তাতে মানুষ সন্তুষ্ট হতে পারে না।তাই আরো চাই,আরো চাই।অবশ্য কেউ যদি অল্প তুষ্ট হয় তাহলে তার পক্ষে সুখী হওয়া সম্ভব ।কিন্তু অল্পে তুষ্ট মানুষের সংখ্যা অতি নগণ্য।অধিকাংশ মানুষ অতৃপ্ত,অসন্তুষ্ট অসুখী।

people-1560569_1280.jpg

Source


রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন, প্রচুর ধন সম্পদের মধ্যে সুখ নেই, মনের সুখই প্রকৃত সুখ।ধন-সম্পদ সুখের উৎস নয়।সন্তান সন্ততি সহ জনবল ও ক্ষমতার, প্রতাপে নেই সুখের রেল।যাদের অন্তরের সন্তষ্টির দূতাবাসে হয়েছে তারাই প্রকৃত সুখী।বিশ্বাসী সৎকর্মশীল ও সন্তুষ্ট কৃতজ্ঞ মানুষই সুখী।শুধু দুনিয়াতেও নাই পরকালে তাদের জন্য রয়েছে অফুরান সুখ।


সুখের অসুখ বলে একটি কথা প্রচলিত আছে।যারা ধন-সম্পদ বিত্ত-বৈভবকে সুখের আকর মনে করে। তাদের ক্ষেএে এই অসুখটা বেশি দেখা যায়। প্রায় সই, তারা অহংকারী হয়ে থাকে।ধরাকে সরাজ্ঞান মনে করা এটা তাদের স্বভাবের অন্তর্ভুক্ত।অন্যের সম্পদ সম্পত্তি দখল ও সুদ ঘুষ গ্রহণ, মাদক, সেবন, অন্যায় অবিচার,ভ্যাবিচার,এমনকি খুন,খারাবি কারাও তাদের জন্য কঠিন কাজ নয়।এসব অপকর্মের পরিনতি তারা দুনিয়াতেই ভোগ করে।


দুনিয়ায় সুখী হতে রাজপ্রাসাদের প্রয়োজন মনে করিনা৷ মনের সুখী প্রকৃত সুখ প্রকৃত সুখী। আর যদি মনের সুখ না থাকে, তাহলে রাজপ্রসাদের মধ্যে থাকলেও অসুখী মনে হয়।মানুষ পৃথিবীতে সুখী হওয়ার জন্য টাকার পিছনে পড়ে ঘুরে একটু সুখী হওয়ার জন্য।বড় বড় দালান করে, আসলে তারা কতটুকু সুখী হতে পারছে।সুখের আরেক নাম ভালবাসা আর সেই ভালবাসা যদি না থাকে জীবনে যদি না থাকে। তাহলে টাকার পাহাড় গড়ে তুললেও সুখের চাবি আসবে না। তাই আমাদের সুখি হতে, অবশ্য কষ্ট সাধনা করেই যে,সুখের জীবন টাকে কামাই করে নিতে হবে।আসলে সবাই সুখী হতে চায়।পৃথিবীতে এখন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে সুখী হতে চায় না।


আল্লাহ হাফেজ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!