লেখা ছেড়েছি দুই বছর হয়ে গিয়েছে, নতুন করে শুরু করব ভাবছি তাই এই লেখাটা আমি একদম নতুন একটা কমিউনিটিতে পোস্ট করছি।
আশা করি সবাই সাপোর্ট করবেন।
লেখালেখি ভালই লাগতো কিন্তু নানাকারণে বন্ধ হয়ে যায়।
অনেক প্ল্যাটফর্মে সুইচ করেছি বিভিন্ন জিনিস করার চেষ্টা করেছি কোন কিছুতেই সেরকম সফলতা পাইনি।
তাই আমার অনলাইনে আর্নিং বলেন আর মনের ভাব প্রকাশ করা বলেন যেটাই হোক সেই শুরু #steemit সেখানেই ফিরে এলাম -নিজের মনের ভাব প্রকাশ করার জন্য নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য, আপনাদের সাথে থাকার জন্য।
দুই বছর হয়ে গিয়েছে অনেক কিছু বদলেছে আমার আইডিয়াও নাই তেমন steemit এখনকার অবস্থা এবং community কিভাবে কাজ করে সে সম্পর্কে।
নিয়মিত হওয়ার চেষ্টা করব আমাকে উৎসাহিত করবেন আশা করি।
আমার পছন্দ ছবি তোলা ভ্রমণ করা এগুলো নিয়েই আপনাদের মাঝে ফিরে আসব।
এখন তো বাংলাদেশের ঈদের ছুটি চলছে তাই এই মুহূর্তে আমি গ্রামে অবস্থান করছি।
গ্রামের পরিবেশের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সাথে সাথে চেষ্টা করব এই লিখনি দিয়ে আপনাদের পাশে থাকার।
ছাদ বাগান আমার পছন্দ চেষ্টা করে ছাদে বিভিন্ন প্রকার গাছপালা লাগাতে মৌসুমী ফল সবজি এগুলো সব সময় থাকে আমাদের ছাদে এবং এগুলোর মধ্যে উল্লেখযোগ্য আনারস, আম, পুইশাক, লাল শাক, নতুন সংযোজন হয়েছে সফেদা এবং আতা, আতা হাইব্রিড তাই ছাদে উপযোগী।
সাধারণত আতা গাছ একটু বড় হয় এবং ছাদে লাগানোর উপযোগে হয় না কিন্তু এই গাছটা যেখান থেকে কিনেছি তারা বলেছে ছোট গাছে ফল ধরবে যেমনটি ধরেছিল এ বছর কিনা আনা আম্রপালিতে।
আজও একটা লাগিয়েছি সেটা নিচে, আশা করি এখান থেকেও ফল পাব।
ভালো থাকবেন।