আমরা বেশিরভাগই যারা চাকরীতে কর্মরত থাকি তারা কিংবা আশেপাশের সকলেই মনে করে থাকে, চাকরী আছে মানেই জীবনটা একেবারে নিরাপদ। কিন্তু সত্যিই কি তাই? চলুন তবে বাস্তবতা থেকে ঘুরে আসি।
এইতো কিছুদিন আগের কথা, করোনাতে আমাদের জীবন প্রায় ওষ্ঠাগত হয়ে উঠেছিল। আমাদের বেঁচে থাকাটাই অনিশিচত হয়ে উঠেছিল। তাতে আর চাকরী করে বেতন পাওয়া তো দূরে থাক আমরা শুধুমাত্র বেঁচে থাকার ক্ষীণ আশায় ছিলাম। এর মধ্যে অনেকেই চাকরীচ্যুত হয়েছিল কোন কারন ছাড়াই। মাঝে একদিন আমার স্কুল বন্ধু রবিন এর ফোনকল আসল।ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত ছিলো। যে কিনা ব্যস্ত থাকার জন্য কখোনোই আমাদের জন্য সময় বের করতে পারত না। এবার মূল কথায় আসা যাক, খুব হতাশ হয়েই রবিন আমার কাছে ফোন করে। ওর চাকরীটা নাকি চলে গেছে এখন আর করার মত কিছুই নেই। এদিকে ওর পুরো পরিবার নিয়ে পথে বসার মত অবস্থা। জানতে চাইলাম। এতোদিন চাকরী করে কি কিছুই সঞ্চয় হয়নি? যা দিয়ে সংসার চলা যায়? রবিন দুঃখের হাসি হেসে বলল, তোরা আর গোটা সমাজ মনে করে যে আমরা যারা চাকরী করি তাদের জীবন আসলে নিরাপদ হয়ে গেছে। আগে আমিও মনে করতাম। কিন্তু, দিনশেষে যা হয় আমরা যতটুকুই আয় করতাম তা দিয়ে আসলে আমাদের মত মধ্যবিত্ত পরিবারের পুরো খরচ শেষ হয়ে যায়। এতে করে জমানোর আর অবশিষ্ট কিছুই থাকে না। এখন আমি কি করব কোন উপায় থাকলে সাহায্য কর?
এরপর থেকেই বুঝলাম জীবনে আসলে নিরাপত্তা বলতে কিছুই নেই। করোনাতে যেমন আমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে ঠিক তেমনি সবথেকে উপকার হয়েছে আমাদের দেশে ফ্রীল্যান্সিং এর মত এতবড় কাজের সুযোগ আসার ফলে। যার জন্য ব্লগ রাইটিং থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং করে অনায়াসেই অনলাইনে বৈদেশিক মুদ্রা আয় করা যায়। তাইতো, আর দেরী না করে রবিনকে জলদি ফ্রীল্যান্সিং এর আইডিয়া দেই। আর আমার কথামত ব্লগ রাইটিং শিখে রবিন এখন একজন দক্ষ ব্লগ লেখক। এখন তার নিজস্ব প্রতিষ্ঠান আছে এবং সেখানে অনেকেই প্রশিক্ষন নিয়ে কন্টেন্ট রাইটার হচ্ছে। তাই আপনিও কি ঘরে বসে অনলাইনে ব্লগিং এর মাধ্যমে টাকা ইনকাম করতে চাচ্ছেন? কিন্তু কোনো উপায় বা গাইডলাইন পাচ্ছেন না। আবার ব্লগিং সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার জন্য গুগলে খোজাখুজি করছেন? কারণ, আজকে আমি ব্লগ তৈরির নিয়ম এবং ব্লগ থেকে কিভাবে আয় করা যায়, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
টাইপ: চৌর্যবৃত্তি।
এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source: https://infolifebd.com/how-to-create-a-blog-website-and-earn/#google_vignette
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit