DIY:এসো নিজে করি || একটি ফুটবলের চিত্র অংকন || ১০% বেনিফিশিয়ারি @shy-fox

in hive-129948 •  3 years ago 

আসসালামুআলাইকুম।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজকে আপনাদের দেখাতে যাচ্ছি একটি সহজ ফুটবলের চিত্র অংকন।

IMG_20220102_115422.jpg

চলুন দেখে আসি কি কি দরকার হবে চিত্রটি অংকন করতে.....

উপকরণঃ-

IMG_20220102_103145.jpg

১|পেন্সিল
২|কম্পাস
৩|রাবার
৪|জেল পেন
৫|স্কেল

ধাপঃ১

IMG_20220102_103928.jpg

IMG_20220102_104008.jpg

  • একটি কাগজ নেই, এরপর কাটা কম্পাসের সাহায্যে ভালোভাবে একটি বৃত্ত আংকন করি।

ধাপঃ২

IMG_20220102_105209.jpg

IMG_20220102_110005.jpg

  • বৃত্তের মাঝ বরাবর একটি বোতলের ক্যাপ দিয়ে আরো একটি ছোট বৃত্ত অঙ্কন করি। এরপর কিছু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একই বোতলের ক্যাপ দিয়ে অর্ধবৃত্ত অংকন করি ।

ধাপঃ৩

IMG_20220102_110944.jpg

IMG_20220102_111140.jpg

  • অর্ধবৃত্ত গুলোকে একে অন্যের সাথে সংযোগ প্রদান করি। এর সাথে অর্ধবৃত্ত দ্বয়ের মাঝ বরাবর কেন্দ্রীয় বৃত্তের সাথে যোগ করি।

ধাপঃ৪

IMG_20220103_142844.jpg

  • স্কেল ও পেন্সিলের সাহায্যে কেন্দ্রীয় বৃত্তে " এফ " ডিজাইন করি।পরবর্তীতে পেন্সিলের সাহায্যে এটিকে গাঢ় করি।

ধাপঃ৫

IMG_20220102_112852.jpg

IMG_20220116_083031.jpg

  • এটিই হচ্ছে আমাদের অংকনের শেষ ধাপ। এক অর্ধবৃত্ত থেকে অন্য অর্ধবৃত্তের মাঝে যেই দূরত্ব সেটিকে জেল পেন দিয়ে গাঢ় করি।বৃত্তের যেই অর্ধবৃত্ত গুলো রয়েছে সেগুলোকে পেন্সিল দিয়ে গাঢ় করি।


এরই মাধ্যমে আমাদের একটি ফুটবলের চিত্র অংকন সমাপ্ত হল।

খুব শীগ্রই দেখা হয়েছে বন্ধুরা, আর নতুন কোন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে,

@nahid221

আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সাদা কাগজের উপর ফুটবলের সুন্দর একটি দৃশ্য অংকন করেছেন দেখতে বেশ ভালো দেখাচ্ছে ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাই। আপনার জন্যও শুভকামনা থাকলো।

বাহ্ ভাইয়া আপনার তৈরি ফুটবলের চিত্র অংকন টি দেখতে অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আপনার জন্যও প্রাণঢালা ভালোবাসা ও শুভেচ্ছা থাকলো।

খুব গুছিয়ে নিখুত ভাবে আপনি একটি ফুটবলের চিত্র অংকন করেছেন খুব সুন্দর হয়েছে আপনার জন্য শুভ কামনা।

ধন্যবাদ ভাই।

খুব সুন্দর একটি ফুটবল এঁকেছেন ভাই।প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন ।ভালো লাগ্ল।শুভ কামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে।আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।আপনার জন্যও শুভকামনা থাকলো।