ফেরিওয়ালা। //

in hive-129948 •  last year 
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে ।

image.png

উৎস

ফেরিওয়ালারা দৈনন্দিন জীবন পার করে প্রয়োজনীয় সামগ্রী সবার মাঝে বিক্রি করে। জীবননির্বাহের জন্য তারা প্রত্যেকদিন সংগ্রাম করে যায়। রাস্তায় রাস্তায় অলিতে গলিতে সবার বাড়িতে সকলের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়। নিত্যদিনওই আমরা কোন না কোন ফেরিওয়ালাকে দেখে। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা সকলেই তাদেরকে খুব নিচু চোখে দেখি। বলা যায় কেউই সম্মান করি না। অথচ তারা পরিবারের ভরণপোষণের জন্যই প্রত্যেকদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তাদের কার্যক্রম চালিয়ে যায়। প্রচন্ড রোদ হলেও তাদের ভোগান্তির শেষ নেই। তেমনি বৃষ্টির সময়ও তাদের ভোগান্তির শেষ নেই। হয়তোবা প্রয়োজনীয় অর্থের জন্যই নির্দিষ্ট কোথাও দোকান দিয়ে তারা মালামাল ক্রয় বিক্রয় করতে পারছে না। আমরা কি তাদেরকে নিয়ে কখনো ভেবেছি?

হঠাৎ করে কোন মালের কমতি পড়লে তাদের কাছ থেকে নিয়েনি। বলা যায় কষ্ট করে বাজারেও যেতে হয় না। তরকারি, লেইস ফিতা, হরেক মাল, জামা কাপড় ও জুতা সেলাই করা থেকে শুরু করে সব ধরনের ফেরিওয়ালাই প্রত্যেকদিন আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা তাদের কি সেবা দিচ্ছি? বরং সামান্য কিছু মাল নিয়ে তাদের সাথে দামাদামি করতে থাকি। দর কষাকষি ছাড়া তো তাদেরকে ছাড়িই না। কিন্তু অথচ একটি হোটেল বা রেস্টুরেন্টে খাবার খেয়ে আসার সময় স্টাফকে টিপস দিয়ে আসি। বড় বড় জিনিস কেনা কাটার সময় দর কষাকষির প্রয়োজন হয় না। কিন্তু ফেরিওয়ালাদের ক্ষেত্রেই কেন? তারা তো ৫ টাকা লাভের আশায় জীবন যুদ্ধে নামে। তাদেরকে কয়েকটি টাকা বেশি দিতেই আমাদের যেন হাত ভেঙে পড়ে। আমাদের সকলের মানবিক হওয়া উচিত। তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তাদের জীবন দুঃখ চালিয়ে যায়। তাদের প্রতি আমাদের সদয় হওয়া উচিত । এ সকল ক্ষেত্রে মানবিকতার পরিচয় পাওয়া যায়।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই আর্ট এর পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আগে অনেক দেখা যাইত ফেরিওয়ালাদের।এখন আর দেখাই যায় না প্রায়। সব পণ্যই এখন প্রায় অনলাইনে সহজলভ্য হওয়ায় তাদের জীবীকা হুমকির মুখে। আপনি ঠিকই বলেছেন তাদের সম্মানের চোখে দেখা উচিত আর তাদের ন্যায্য মুল্য দেওয়া উচিত। ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

খুবই ভালো লেগেছে আপনার মন্তব্যটি পড়ে।

আজকে দারুন একটি বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করেছেন। একটা কথা ঠিক আমরা ফেরিওলার সাথে যেভাবে দর কষাকষি করি মার্কেটে গিয়ে কিন্তু তা পারি না। কত জাগায় কত টাকা খরচ করি তাদেরকে দশ পাঁচ টাকা দিতে কষ্ট হয়। আমাদের মানবিক হওয়া দরকার। ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

ফেরিওয়ালাকে নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আপু আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্ট পড়ে আমার কাছে বেশ ভালই লাগলো। ফেরিওয়ালা বলে অনেকেই আমরা তাদের সম্মান করি না। কিন্তু তারাও সমাজে একটা বড় ভূমিকা পালন করে। আমরা না চাইতেও অনেক জিনিস আমাদের কাছে চলে আসে। এটা কিন্তু তাদের জন্যই সম্ভব হয়।

আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লেগেছে ভাইয়া ধন্যবাদ। আশা করি সব সময় এভাবে পাশে থাকবেন।

অনেক দিন হলো এমন মাথায় ঝুড়ি নিয়ে ফেরিওয়ালা দেখি না।এগুলো গ্রামের দিকে বেশি দেখা যায়,আমাদের এখানের ফেরিওয়ালাগুলি সাইকেলে বেশি দেখা যায়।যাইহোক ফেরিওয়ালাকে নিয়ে অনেক সুন্দর লিখেছেন।সমাজ তাদেরকে ভালোভাবে মেনে নেয় না বর্তমান সময়ে এটা খুবই লজ্জাজনক।তাছাড়া তারা সৎ পথে উপার্জন করেও কোনো টিপস পায় না।তাই তাদের লড়াইটা খুবই কঠিন,মানবিকতা যেন এখন হারিয়ে গিয়েছে মানুষের মাঝ হতে।ধন্যবাদ আপনাকে।

তারা কোনরকম টিপস পাওয়া থেকে তো একদম ওই বিতাড়িত তার উপর তাদেরকে অনেক অপমান সহ্য করতে হয়।