গর্জিয়াস মেহেদি ডিজাইন

in hive-129948 •  2 years ago  (edited)
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি।

  • আজকে আমি আপনাদের সকলের মাঝে একটা পোস্ট নিয়ে উপস্থিত হলাম। আজকে আপনাদের সাথে একটি গর্জিয়াস মেহেদির ডিজাইন শেয়ার করব। আমি মেহেদী দিতে পছন্দ করি না। আর তাছাড়া আমি মেহেদির ডিজাইন তৈরি করতেও পারি। আর কখনো চেষ্টাও করিনি। বলা যায় এই প্রথম আমি নিজের হাত মেহেদি দিয়ে রাঙ্গিয়েছি। তাও আমার কাজিন আমাকে মেহেদী পরিয়ে দিয়েছে আমার বিয়েতে।

    আমি ধাপে ধাপে তার ছবি তুলে নিয়েছি। সে ডিজাইনটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কথা না বাড়িয়ে শুরু করা যাক।

GridArt_20230307_191756018.jpg

মেহেদির সর্বশেষ দৃশ্য

GridArt_20230306_200000064.jpg

প্রথম ধাপ
  • মেহেদি দেওয়ার আগে প্রথমে হাত ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছে। এবং শুকনো কাপড় দিয়ে পানি শুকিয়ে নিয়েছি। তারপর মেহেদী দিয়ে হাতের ডিজাইন করা শুরু করেছে।

GridArt_20230306_200452466.jpg

GridArt_20230306_200534800.jpg

দ্বিতীয় ধাপ
  • তারপর আরো কিছু ডিজাইন সম্পন্ন করেছে।

GridArt_20230306_200628279.jpg

তৃতীয় ধাপ
  • তারপর আরো কিছু ছোট ছোট কারুকাজ করেছে।

GridArt_20230306_200742755.jpg

চতুর্থ ধাপ
  • তারপর আমি কিছুক্ষণ হাতটা রোদের মধ্যে রাখলাম। (মেহেদি দেওয়ার মাঝে আমি অনেকবার বিরক্ত হয়ে পড়ি। তারপর আমাকে ১০ মিনিটের জন্য ছুটি দেওয়া হয়েছিল 🤣।)

GridArt_20230306_200206497.jpg

GridArt_20230306_200120749.jpg

পঞ্চম ধাপ
  • তারপর হাতের আঙ্গুল পর্যন্ত ডিজাইন সম্পূর্ণ করেছে।

GridArt_20230306_200231637.jpg

সবশেষ ধাপ
  • মেহেদি সম্পূর্ণ দেওয়ার পর মেহেদী শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর শুকনো মেহেদী গুলো হাত দিয়ে উঠিয়ে নিলাম।

GridArt_20230306_201818835.jpg

GridArt_20230306_200101896.jpg

আশা করি আপনাদের সকলের কাছে মেহেদীর ডিজাইনটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  2 years ago (edited)

অসাধারণ একটি মেহেদির ডিজাইন আমাদের সাথে শেয়ার করেছেন। ডিজাইনটি দেখতে অসাধারণ হয়েছে। এরকম গর্জিয়াস ডিজাইন গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার মেহেদি ডিজাইন টি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার কাজিন সত্যিই খুব সুন্দর মেহেদী লাগায়। এত সুন্দর ও গর্জিয়াস একটি মেহেদির ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

মেহেদীর ডিজাইনটি আমার নেজেরো বেশ ভালো লেগেছে আপু৷ আপনার কাছেও ভালো লেগেছে শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য৷

আপনি মেহেদি দিতে পছন্দ করেন না কিন্তু আপনার বিয়েতে তো মেহেদী দিতেই হলো। তাও আমাদেরকে দাওয়াত না দিয়ে মেহেদি লাগিয়ে ফেললেন। খুব মিস করতেছি আপনার বিয়ের দাওয়াত টাকে। মেয়েদের ডিজাইন টা আসলেই অনেক সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগলো আপনার মেহেদি ডিজাইন টা। আমার কিন্তু মেহেদি লাগাতে অনেকটাই ভালো লাগে। নিজেও টুকটাক পারি মেহেদি লাগাতে। বিয়ের দাওয়াতের অপেক্ষায় রইলাম কিন্তু।

আমি আপনার হাতেই মেহেদী লাগাবো😍।

মেহেদী ডিজাইন গুলো দেখতে সবসময়ই অনেক ভালো লাগে,কিন্তু দুঃখের বিষয় হলো নিজে নিজে মেহেদী দিতে পারি না।বিয়ের সময় এই ধরনের ডিজাইন গুলো খুব ভালো লাগে।আপু আপনার বিয়ের সময় আপনার কাজিন অনেক সুন্দর করে মেহেদী দিয়ে দিয়েছিলো এবং আপনি তা প্রতিটি ধাপে ধাপে উপস্থাপন করেছেন।অনেক সুন্দর মেহেদী ডিজাইন টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। আপু আপনার জন্য শুভকামনা রইলো।

আপনার মতো আমিও আপু মেহেদী দিতে পারিনা। আমাকে আমার কাজিন লাগিয়ে দিয়েছিলো চমি তা ধাপে ধাপে উপস্থাপন করেছি। আশাকরি ভালে লেগেছে আপু৷

যদিও আপনি মেহেদি দিতে পছন্দ করেন না কিন্তু আপনার যেহেতু বিয়ে ছিল তাই আপনার কাজিন তার নিজের হাতে আপনাকে মেহেদি পরিয়ে দিয়েছে। খুবই গর্জিয়াস ছিল কিন্তু মেহেদির ডিজাইন তাই একটু বেশি ভালো লেগেছে আমার কাছে মেহেদির ডিজাইনটি দেখতে। আসলে এমনিতে এরকম কাজগুলো খুবই নিখুঁত আর অংকন করতে ও অনেক সময় লেগে যায়। আপনার হাতে কিন্তু এক কথায় অসাধারণ লাগছে মেহেদির ডিজাইন টি দেখতে।

জি আপু ভীষন গর্জিয়াস ডিজাইন ছিলো এটি৷ আমারও ভীষন পছন্দ হয়েছিল৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

মেহেদি ডিজাইন টি দেখতে খুবই সুন্দর লাগছে। গর্জিয়াস মেহেদী ডিজাইন দেখতে খুবই সুন্দর লাগছে। গর্জিয়াস মেহেদি ডিজাইনটি দেখে মনে হচ্ছে অনেক ধৈর্য ও সময় প্রয়োজন হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
গর্জিয়াস একটি মেহেদী ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য দেখে ভীষন ভালো লাগলো। এমন সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

আপু বিয়ের দাওয়াত তো পেলাম না। আমাকে একটু দাওয়াত দিলেও পারতেন। আপনার বিয়ে উপলক্ষে আপনার কাজিন অনেক গর্জিয়াস একটি মেহেদির ডিজাইন অংকন করে দিয়েছে আপনার হাতে যা দেখে ভীষণ ভালো লাগলো। যদিও আপনি মেহেদির ডিজাইন অংকন করতে পছন্দ করেন না। বিয়ে উপলক্ষে তো সবাইকে মেহেদির ডিজাইন অংকন করতে হবে। একেবারে মনমুগ্ধকর ছিল।

  ·  2 years ago (edited)

ভাইয়া আমার বিয়ে হয়েছে নিজেরই বিশ্বাস হয়না। বিয়ের দিনো মনে হচ্ছিল কারো বিয়েতে আসছি😑। যাইহোক ভাইয়া এমন সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

খুব সুন্দর মেহেদীর ডিজাইন শেয়ার করেছেন। দেখে ভালো লাগলো। আসলে ব্যস্ততার কারণে হাতে মেহেদী দেওয়া হয় না তবে হাতে মেহেদিতে আমার খুব ভালো লাগে। বিয়েতে এবং যে কোনো ধর্মীয় উৎসবে আমি হাতে মেহেদি দিয়ে থাকি। হাতের মেহেদি ডিজাইন খুবই চমৎকার হয়েছে । সুন্দর করে পুরো ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে মেহেদীর ডিজাইন খুবই নিখুঁত হয়েছে। আপনার কাজিন খুব চমৎকার মেহেদির ডিজাইন করতে পারে। বিয়েতে মেহেদী না দিলে কেমন যেন শূন্যতা মনে হয়। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

জি ভাইয়া আমার কাজিনরাও তাই বলছে বিয়েতে মেহেদী না দিলে নিরামিষ লাগে কেমন শূন্য শূন্য লাগে। তাই বাধ্য হয়ে দিলাম। এই সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।