নারিকেল দিয়ে চালতার ফুল পিঠা তৈরির রেসিপি ||১০% পে-আউট প্রিয় লাজুক-খ্যাক এর জন্য

in hive-129948 •  3 years ago 

আসসালামুআলাইকুম বন্ধুরা ❣️❣️

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আপনারা সকলেই জানেন আমি রান্না করতে খুবই পছন্দ করি।আমি প্রায় আপনাদের সামনে আমার বিভিন্ন নতুন রেসিপি নিয়ে হাজির হই। আজকে আমি আরেকটি নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। এটি সাধারনত বাঙালিরাই খেয়ে থাকে। রেসিপিটি হল "নারিকেল দিয়ে চালতার ফুল পিঠা তৈরির রেসিপি"। আমি নিচে এটি তৈরির পদ্বতি ধাপে ধাপে উপস্থাপন করেছি। এতে আপনাদের বুঝতে খুবই সহজ হবে। চলুন শুরু করা যাক🙂

received_833845430644063.jpeg

received_622438162500902.jpeg

প্রয়োজনীয় উপকরন সমুহ

১.নারিকেল
২.আটা
৩.চিনি
৪.লবন
৫.তেজপাতা
৬.সয়াবিন তেল

IMG_20211022_205640.jpg

প্রথম ধাপ

  • প্রথমে চুলায়া একটি পাতিল বসিয়ে নিলাম ও পাতিল গরম হয়ে আসলে পাতিলের মধ্যে নারিকেল গুলো দিয়ে দিলাম।

IMG_20211022_205823.jpg

IMG_20211022_205836.jpg

দ্বিতীয় ধাপঃ

  • তারপর পাতিলে চিনি , তেজপাতা ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।

IMG_20211022_205934.jpg

IMG_20211022_210014.jpg

তৃতীয় ধাপঃ

  • তারপর এগুলোকে কিছুক্ষণ চুলার উপরে রেখে নেড়েচেড় দিতে হবে।

IMG_20211022_210358.jpg

IMG_20211022_210632.jpg

চতুর্থ ধাপঃ

  • নারিকেল গুলা বাদামি রং হয়ে আসা পর্যন্ত চুলার উপরে রেখে নেড়েচেড় দিতে হবে।

IMG_20211022_210818.jpg

IMG_20211022_211329.jpg

পঞ্চম ধাপঃ

  • তারপর বাদামি রং হয়ে আসলে তা চুলা থেকে নামিয়ে নিলাম।

IMG_20211022_211329.jpg

ষষ্ঠ ধাপ

  • তারপর পরিমাণ মতো পানি দিয়ে আটা গুলো তৈরি করে নিতে হবে।

IMG_20211022_212328.jpg

IMG_20211022_213450.jpg

সপ্তম ধাপ

  • তারপর আটা গুলো ছোট ছোট করে গোল করে নিলাম ও ছোট ছোট করে রুটি তৈরি করলাম।

IMG_20211022_215040.jpg

অষ্টম ধাপ

  • তারপর রুটির ভিতর কিছুটা নারিকেল দিয়ে নিলাম।

IMG_20211022_220729.jpg

নবম ধাপ

  • তারপর নিচের ছবির মতো করে ফুল বানিয়ে নিলাম।

IMG_20211022_220808.jpg

IMG_20211022_221121.jpg

দশম ধাপ

  • পরে এইভাবে সবগুলো ফুল বানিয়ে নিলাম।

IMG_20211022_222806.jpg

IMG_20211022_222815.jpg

একাদশ ধাপ

  • তারপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম।

received_392777769202064.jpeg

received_3028389527417951.jpeg

দ্বাদশ ধাপ

  • তারপর তেল গরম হলে এর মধ্যে একটি পিঠা দিয়ে দিলাম

received_224252799804572.jpeg

received_620194322496276.jpeg

ত্রয়োদশ ধাপ

  • এভাবে সবগুলো পিঠা তেলে দিয়ে দিলাম।
    received_276418677702667.jpeg

received_210068227910902.jpeg

চতুর্দশ ধাপ

একপাশ বাদামি রং হয়ে আসলে তারপর এগুলোকে উল্টিয়ে নিলাম।
received_311226927495113.jpeg

শেষ ধাপ

  • তারপর অপর পিঠ ভাজা হয়ে আসলে পিঠাকে চুলা থেকে নামিয়ে নিলাম।

received_283704740293948.jpeg

আমার রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি। এটি খাওয়ার জন্য একদম উপযোগী ।😋

received_1599473493721156.jpeg

received_270854378248710.jpeg

received_422624112724466.jpeg

আমার তৈরিকৃত রেসিপিটি সাথে আমার একটি সেলফি।

received_4476562799106128.jpeg

এটি খেতে খুবই মজা😛। আমাদের গ্রামে এটি সাধারণত মেহমানরা আসলে তৈরি করা হয়। আমার অত্যন্ত প্রিয় একটি পিঠা। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য❣️❣️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ আপু আপনি খুব সুন্দর ভাবে নারিকেল দিয়ে চালতা ফুল পিঠা বানিয়েছেন যা আগে কখনো আমি খাই নাই। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পিঠা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য❤️

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

আপু আপনার পিঠে দেখি অনেক ইউনিক এবং নতুন মনে হচ্ছে, এই পিঠা আমি আগে কখনো খাইনি। তবে দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে এবং খেতে অনেক মজা হবে। ধন্যবাদ শুভকামনা রইল আপনার প্রতি।

আপনার জন্য দাওয়াত রইল 😀😀

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

এই পিঠাটি তো আমি কখনোই খাইনি।আপনার রেসিপি গুলো দেখেই যা মজাদার লাগে আপু!না জানি এই রেসিপি গুলো খেতে কতটা মজা লাগবে। আমি শুধু ভাবছি পিঠাগুলো গরম গরম মুখে দিলে খেতে কতটাই না মজা লাগবে। আপনার এই রেসিপি দেওয়াতে আমি আজকে এই নাস্তা তৈরি করা শিখতে পারলাম।

জি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা খেতে অনেক মজা।গরম গরম হলেতো কথাই নাই।

নারিকেল দিয়ে চালতার ফুল পিঠা তৈরির রেসিপি সত্যিই অনেক ভাল ছিল। আপনার উপস্থাপনা দেখে আমার খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দরভাবে আপনি তুলে ধরেছেন। প্রয়োজন উপকরণ গুলো সঠিকভাবে দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল এবং আপনার রান্না ধরনটি অনেক ভাল ছিল আপু

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য ও শুভকামনা রইল।

আপু,আপনার পিঠা গুলো দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। তবে আমি এরকম পিঠা কখনো তৈরি করে খায়নি।এই পিঠাটি দেখতে অনেকটা অনথন পিঠার মতো লাগছে। আপনি আমাদের সাথে একদম নতুন একটি রেসিপি শেয়ার করেছেন।যেটি আপনি নারিকেল দিয়ে তৈরি করেছেন খুবই সুস্বাদু পিঠা গুলো। ধন্যবাদ আপু, সুস্বাদু পিঠা মাঝে শেয়ার করেছেন

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

এই পিঠাটা আমার শ্বশুরবাড়িতে খুব খাওয়া হয়। কিন্তু বানানোর স্টাইল টা আলাদা । তারা অন্যরকম ভাবে বানায় ।কিন্তু আপনার বানানো টা দেখতে ভালো লাগছে। ঠিক ফুলের মত লাগছে ।প্রস্তুত প্রণালি দেখে মনে হচ্ছে যে খুবই মজা হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 🙂

ওয়াও অসাধারণ আপনার নারিকেল দিয়ে চালতার ফুল পিঠা তৈরির রেসিপি।আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখেই খেতে ইচ্ছে করছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন। পিঠাটি দেখতে অনেক আকর্ষণীয় দেখাচ্ছে। খেতেও মনে হয় সুস্বাদু হবে। পিঠাটির ডিজাইন টি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ । সুন্দর মন্তব্য করার জন্য। এটা খুবই মজাদার একটি পিঠা। আমার খুবই ভালো লাগে এটি খেতে। আপনার জন্য ও শুভকামনা রইল।

নারকেল দিয়ে চালতা ফুল পিঠা থেকে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই আমার খেতে খুব ইচ্ছা করছে আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সুন্দর মন্তব্য করার জন্য। এটা খুবই মজাদার একটি পিঠা। আমার খুবই ভালো লাগে এটি খেতে। আপনার জন্য ও শুভকামনা রইল।

বাহ আপু আপনি আমাদের সাথে অনেক মজাদার এবং সুস্বাদু একটি পিঠার রেসিপি শেয়ার করেছেন। নারকেল দিয়ে চালতা ফুল পিঠা আগে কখনো খাওয়া হয়নি, তবে অবশ্যই এবার আপনার রেসিপির ধাপগুলো অনুসরণ করে বাসায় বানিয়ে খেয়ে দেখব। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পিঠা রেসিপি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 🙂🙂

আপু আপনার পিঠার নামটা আমার অনেক পছন্দ হয়েছে চালতার ফুল পিঠা। আমি আগে কখনো খাইনি কিন্তু পিঠাটা দেখে মনে হচ্ছে অনেক মজা লাগে খেতে। নারিকেল দিয়ে বানানো নারকেল দিয়ে যেকোনো জিনিস বানালে খেতে অনেক মজা লাগে। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মজার পিঠা রেসিপি শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ । সুন্দর মন্তব্য করার জন্য। এটা খুবই মজাদার একটি পিঠা। আমার খুবই ভালো লাগে এটি খেতে।জি আপু এটা আমি চালতার ফুলের মত করে ডিজাইন করেছি,তাই।

অনেক লোভনীয় একটি পিঠা তৈরি করেছেন দেখেই খেতে মন চায়। নারিকেল দিয়ে চালতার ফুল পিঠা তৈরির রেসিপি দেখে আমার ছোট বেলার কথা মনে পরে গেলো। আমি ছোট বেলায় এই পিঠা খাওয়ার জন্য কান্না করতাম😃 অনেক সুস্বাদু একটি পিঠার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্যে ধন্যবাদ আপনাকে

জি ভাইয়া ছোটবেলা আমরা এটাও খুব পছন্দ করতাম এবং এখনও এটা আমি খুব পছন্দ করি। আমি প্রায় সময়ই পিঠা বানায়।অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।