ওয়াও,,আইফোনের ব্যাকপাট অংকনটি জাস্ট অসাধারণ একটি কাজ। মনে হচ্ছে একটি মোবাইল রেখে তার ওপর ফটোগ্রাফি করে শেয়ার করেছেন। আমিও একবার মোবাইলের ব্যাকপাট অংকন করেছিলাম তবে তা ছিল মান্ডালা আর্ট। আর্ট টিও অনেক সুন্দর হয়েছে ভাইয়া।
ধন্যবাদ শেয়ার করার জন্য। শুভকামনা রইল।