নমস্কার সবাই কে। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন।আমিও ভালো আছি ভগবানের কৃপায়। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ইন্ডিয়া টুরের মাঝে দক্ষিণেশ্বর আমরা ঘোরাঘুরির গল্প টা।
ইন্ডিয়া তে পার হয়ে সরাসরি রায়গন্জ মামা বাড়িতে এসেছি।তারপর সেখান থেকে দুই দিন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম। কলকাতা জ্যাঠা মনির বাড়ি। নৈহাটিতে থাকেন তিনি। হঠাৎ তখন কথা উঠল মা কালির মন্দির ঘুরতে যাওয়ার কথা। জেঠা মনি কে বললাম চল আমরা সবাই মিলে ঘুরে আসি দক্ষিণেশ্বর থেকে।
সকাল সকাল মেট্রোরেল চড়ে আমারা রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্য। কুহু তো অনেক খুশি।
আমরা অনেক ছবি তুললাম। জ্যাঠা মনিকে বললাম তুমিও পোজ দাও । তোমার সাথে তেমন কোন ছবি নেই।
মেট্রোরেল চড়ে আমারা খুব তাড়াতাড়ি মন্দিরে পৌঁছে গেলাম।
ওদিকে বসাক বাবু আমার ছবি তুলে দেওয়া বাদ দিয়ে সমানে নিজের ছবি তুলে দেওয়া বায়না করছিল।তাই আমি ও তার বেশ কয়েকটা ছবি তুলে দিলাম।
যাই হোক আজ খুব অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি আমার মন্দিরে র যাওয়ার গল্প টা শেয়ার করছি।কিন্তু ইচ্ছে আছে পুরো ঘোরাঘুরি টা আপনাদের সাথে ডিটেইলস এ আপনাদের সাথে শেয়ার করার।
আজ এই পযন্ত লিখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।