বই রিভিউ

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই ব্লগ এমনকি স্টিমিটেও নতুন। এই ব্লগে অনেক লেখা দেখলাম কিন্তু বই নিয়ে আসলে কোনো কাজ হয়নি সম্ভবত। তাই আমি প্রতিদিন এখানে একটি করে বইয়ের রিভিউ দিবো। আশা করি আপনাদের ভালো লাগবে।

বইয়ের নামঃ বেলা ফুরাবার আগে
লেখকঃ আরিফ আজাদ
প্রকাশকঃ সমকালীন প্রকাশন
মুদ্রিত মূল্যঃ ২৮৭ টাকা
পৃষ্ঠা সংখ্যাঃ ১৮৭
পার্সোনাল রেটিংঃ ১০/১০

আমার পড়া বেস্ট বইগুলোর একটা। অসম্ভব ভালো একটা বই। শুরুর আগে লেখক মুহাম্মদ (সা) এর মৃত্যুর সময়ে সাহাবীদের মানসিক অবস্থা তুল ধরেছেন। একটা মানুষের জীবন চরিত্র কতটা পরিশুদ্ধ হলে তাঁর সঙ্গী সাথীদের এমন ভালােবাসা পান। এ যেন এক পরােক্ষ ইঙ্গিত যে মানব জীবনের সকল সমস্যার সমাধান পাবে তাঁর আদর্শে। মানুষ এখন সুখ বলতে বুঝে জাগতিক সমৃদ্ধিকে। কিন্তু মানুষ কি এতে মানসিক সুখ পাচ্ছে? পাচ্ছে না। বরং সম্পদ আর প্রাচুর্যের প্রতিযােগীতা বাড়াচ্ছে হতাশা। প্রকৃত সুখ থেকে মানুষ অনেক দূরে সরে যাচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ সমাজ বন্ধুত্বের নামে ইসলাম বহির্ভূত মেলামেশা করছে। যিনায় লিপ্ত হচ্ছে। হারাম রিলেশনশিপে জড়াচ্ছে। বইটিতে সিকোন্সিয়ালি বিষয়গুলাে নিয়ে আলােচনা করা হয়েছে। আপনি যদি নিজের ব্যাপক উন্নয়ন সাধন করতে চান তাহলে বইটি অবশ্যই আপনার পড়া উচিত। এটি মূলত আত্ম উন্নয়নমূলক বই। আমরা যুবকরা দৈনন্দিন জীবনে দ্বীন বা আল্লাহ তায়া’লার হুকুম পালনে যেসব বাধা বিপত্তির সম্মুখীন হই, সেসব বাধা বিপত্তি দূর করার উপায়গুলো খুব সুন্দরভাবে বইটিতে বলা আছে। আমরা নানারকম সমস্যার অজুহাত দিয়ে নিজেদের আল্লাহর ইবাদত থেকে দূরে রাখছি। শয়তানের ধোকায় পড়েই হোক বা নিজে থেকেই হোক জেনেশুনে খারাপ কাজগুলো করছি এমনকি হালাল-হারামও নিজেদের ইচ্ছানুসারে ঠিক করে নিচ্ছি। এইসব ব্যাপারগুলো মূলত খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার মাধ্যমে তুলে ধরা হয়েছে। নিজেকে সহীহ ভাবে গড়ে তুলতে সাহায্য করবে বইটি। বইটির আমার ব্যাক্তিগতভাবে ভালো লাগা কয়েকটি দিক হলো সালাতে মনােযােগ এর জন্য লেখক যে পরামর্শ দিয়েছে তা অনেকটাই ফলপ্রসূ বলে আমার মনে হয়। পবিত্র কুরআনের অর্থ বুঝে বুঝে পড়া যা ধর্মীয় সঠিক জ্ঞান আহরণে আমাদের সহায়তা করবে। সালাতে তাড়াহুড়া না করে সঠিকভাবে আদায় করার কৌশল। যা আমাদের সৃষ্টিকর্তার নৈপুণ্য লাভে সহায়তা করবে। প্যারাডক্সিকাল সাজিদ পড়ার পর অনেকেই সাজিদ হতে চান। তো ধরে নিতে পারেন যে এটা সাজিদ হওয়ার একটা ধাপ, লেখকও তা বলেছেন। বইটির উৎসর্গে কুরআনে একটি আয়াত দেয়া হয়েছে।
"নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং মরণ সবকিছু কেবল বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য।"
আল্লাহ তায়ালা তার এই নেক নিয়ত কবুল করুন।
তো আর অপেক্ষা না করে বইটি পড়ে ফেলুন।
জাজাকাল্লাহ খাইরান
1648553713352.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম ।আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ করতে হলে প্রথম পরিচিত মূলক পোস্ট করতে হবে। আমার বাংলা ব্লগ কমিউনিটি যে সকল দিক নির্দেশনা আছে সেগুলো মেনে পোস্ট করার চেষ্টা করুন। সেটাই আশা করি আপনার জন্য শুভকামনা রইল।

আপনার বুক রিভিউ টা অনেক সুন্দর ছিল। আপনি যদি আমাদের এই কমিউনিটিতে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে পরিচয় মূলক পোস্ট করতে হবে বিস্তারিত জানতে আমাদের ডিস্কট চ্যানেলের যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আপনাকে।

আপনার বুক রিভিউ আমি পড়তে পড়তে মনে হলো আপনাকে জানানো দরকার আপনাকে আগে এই কমিউনিটিতে পরিচিত মূলক পোস্ট ক্রিয়েট করতে হবে। আশা করি কমিউনিটির রুলস ফলো করে চলবেন। বুক রিভিউ ভালো ছিলো।