ইসলামী সংগীত:- ঈদে আজমে প্রিয়নবীর আগমণে

in hive-129948 •  8 months ago 

ABB 19 এপ্রিল 2024 ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000102772.jpg

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে খুব চমৎকার একটি ইসলামিক সংগীত পরিবেশন করেছি। আমার ইসলামিক সংগীত পরিবেশন করতে অনেক বেশি ভালো লাগে। যখন মন খারাপ থাকে এবং একা থাকি তখন গুনগুন করে ইসলামী সংগীত গুলো গাই। সেজন্য চিন্তা করলাম আজ আমি আপনাদের মাঝে একটি ইসলামী সংগীত পরিবেশন করব। কেমন হয়েছে তা জানি না কিন্তু চেষ্টা করেছি। কেমন হয়েছে তা অবশ্যই আপনারা মন্তব্যের মাধ্যমে বলবেন। আশা করি অনেক ভালো লাগবে।

ভিডিও দেখার জন্য ক্লিক করুন

ইসলামী সংগীত : ঈদে আজমে প্রিয়নবীর আগমণে


ঈদে আজমে
প্রিয়নবীর আগমণে
ফুলেরা সব হেসে খেলে
বসন্ত ছড়ায়।

আজকে মোদের মনে,
আপনার আগমণে
আনন্দেরই ঢেউ খেয়ে বুকটা ভরে যায়।

আপনার আগমণে সকল সৃষ্টি হাঁসে
আপনার আগমণে আকাশ-বাতাস হাঁসে
আল্লাহ তাআলার সাথে সালাতু সালাম গায়।

ইমাম হায়াতের মাঝে আপনাকে পাই খুঁজে
প্রাণের ইমামের মাঝে আপনাকে পাই খুঁজে
তাঁরই সাথে মোরা আপনারই গান গাই। ঐ

নবীর প্রেমের গানে
জীবনে মরণে
সেটাই হবে শুধু প্রিয়নবীর শানে। ঐ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ
💖ধন্যবাদ💖

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আর যাই হোক আপনার কন্ঠটা কিন্তু নিখুঁত। আপনার কন্ঠে ইসলামী সংগীত শুনতে আমার খুবই ভালো লাগে। আজকে চমৎকারভাবে ইসলামিক সংগীত কভার করেছেন। খুবই ভালো লাগলো শুনে।

আমার ইসলামিক সংগীত শুনতে আপনার কাছে খুব ভালো লাগে শুনে খুশি হলাম।

আপনি সবসময়ই অনেক সুন্দর সুন্দর ইসলামিক সংগীত গুলো পরিবেশন করে থাকেন। যেগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকের ইসলামী সংগীতটা অনেক সুন্দর গেয়েছেন ভাইয়া। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ইসলামী সংগীত কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

চেষ্টা করি সব সময় সুন্দর ইসলামিক সংগীত কভার করার জন্য। আপনাদের কাছে ভালো লাগে এটা ভাবতেই ভালো লাগে।

ইসলামিক সংগীত শুনতে আমার কাছে খুব ভালো লাগে, আপনার কন্ঠে মাঝেমধ্যে ইসলামিক সংগীত শুনি। আপনার কণ্ঠে ইসলামিক সংগীত শুনতে আমার কাছে বেশ ভালই লেগেছে। আজকের ইসলামিক সংগীতটি ও খুব সুন্দর গেয়েছেন। এরকম আরো ইসলামিক সংগীত আপনার কন্ঠে শোনার অপেক্ষায় রইলাম । আপনার জন্য শুভকামনা রইল।

চেষ্টা করব সব সময় সুন্দর সুন্দর ইসলামিক সংগীত গুলো কভার করে শেয়ার করার জন্য।

ইসলামি সংগীত খুব সুন্দর করেন ভাইয়া।দরাজ গলায় গান গুলো ভীষণ ভালো লাগে। আপনি প্রতিনিয়ত চমৎকার চমৎকার সব ইসলামি সংগীত শেয়ার করে আসছেন।আপনার গাওয়া ইসলামি সংগীত গুলো ভীষণ ভালো লাগে শুনতে।ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর এই ইসলামি সংগীতটি কভার করার জন্য।

আপনার কাছে এরকম গলায় শুনতে বেশি ভালো লাগে শুনে ভালো লাগলো। জানি কন্ঠ সুন্দর না তবুও চেষ্টা করি গাওয়ার জন্য।