স্বরচিত Poetry: টাকা Original Poetry by @narocky71

in hive-129948 •  5 days ago 

ABB 3 ফেব্রুয়ারি 2K24

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


2023-02-19-22-29-14-726.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

বর্তমানে টাকা দিয়ে সবকিছু করা যায় ‌। অর্থ সম্পদ বাড়ি গাড়ি সবকিছুই করা যায় এ টাকা দিয়ে। কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে কখনোই পকেটে টাকা আসে না। টাকা আসার জন্য অনেক বেশি পরিশ্রম এবং ধৈর্য ধরতে হয়। পরিশ্রম এবং ধৈর্য যদি থাকে তাহলে অবশ্যই একদিন না একদিন টাকা ইনকাম করা সম্ভব। কিন্তু যখন থেকে টাকার জন্য মানুষের মানুষের দ্বন্দ্ব, অন্যায় অবিচার জুলুম শোষণ তখন ভীষণ খারাপ লাগে। টাকা এক প্রকার বস্তু, যখন বুঝ তোর জন্য মানুষ দ্বন্দ্ব অন্যায় অবিচার জুলুম শোষণ করে তখনই বেশি খারাপ লাগে। আমি আশা করি আপনাদের সবার মাঝে আজকের এই কবিতাটি অনেক বেশি ভালো লাগবে।

স্বরচিত কবিতা: টাকা


টাকাই হল সুখ
টাকাই হল দুখ ,
টাকার জন্য করতে পারে
মানুষ মানুষকে খুন।

মানুষের মানুষের দ্বন্দ্ব
আর বেদাভেদ ,
সবকিছুর মূলেই যা
তার নামে হলো টাকা।

টাকা দিয়ে করা যায়
সবকিছু জয়।
না থাকলে টাকা
মানুষ হতে হয় ক্ষয়।

সংসার হয় সুখের
হয় সংসার দুখের
সবকিছুর মূলে থাকে
অর্থ সম্পদ আর টাকা।

সকল স্বপ্ন হয় পূরণ
যদি থাকে ধন
স্বপ্নগুলো কাছে আসবে
হবে ইচ্ছেপূরণ।

পরিশ্রম ছাড়া হয়না টাকা
ঘুমিয়ে ঘুমিয়ে যায় দেখা।
দেখলেও হবে না লাভ
আসবেনা পকেটের টাকা।

(সমাপ্ত)

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

রতত.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000163454.png

0-Puss-na-rocky.jpg

Drawing_11.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ
💖ধন্যবাদ💖

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ ভাইয়া আজকে আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার টাকা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এই পৃথিবীতে টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না। আপনি ঠিক বলেছেন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে টাকা পকেটে আসে না। তবে টাকা নিয়ে এত সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

টাকা নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখতে পেরে ভালো লাগছে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

1000233254.jpg

1000233256.jpg

একদম ঠিক বলেছেন ভাইয়া টাকা দিয়ে সবকিছু করা যায়। কিন্তু সেই টাকা ইনকাম করতে অনেক কষ্ট। তার পেছনে অনেক পরিশ্রম করতে হয়। এ বিষয়টিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। প্রতিটি লাইন বেশ চমৎকার করে গুছিয়ে লিখেছেন। ভালো লাগলো পড়ে।

বর্তমানে টাকাই মানুষের কাছে সবকিছু হয়ে গিয়েছে

আজকে আপনার লেখার টাকা শিরোনামের কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে আমার। কবিতাটির মধ্যে টাকা নামে বস্তুটির গুরুত্ব বেশ চমৎকারভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

চেষ্টা করেছি টাকার বিষয়টি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য।

আসলেই ভাইয়া টাকা ছাড়া কিছুই হয় না হোক সেটা ভালোবাসা কিংবা কোন জিনিস। সকল উৎসের মূলে টাকার অবস্থান। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন সকল উৎসের মূলে টাকার অবস্থান এখন।

বর্তমানে টাকা এমন এক পর্যায়ে গিয়েছে যে, যার টাকা আছে তার সবকিছুই রয়েছে। এখন সবকিছুর মূলেই রয়েছে শুধুমাত্র টাকা। টাকার মধ্যে মানুষ সুখ-দুঃখ সবকিছু খুঁজে বেড়ায়। তোমার লেখা আজকের এই কবিতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে পড়তে। বাস্তবিক একটা বিষয়কে খুব সুন্দর করে তুলে ধরেছ এই কবিতার মধ্যে।

একেবারে ঠিক বলেছ তুমি। টাকা নিয়ে সুন্দর একটা কবিতা লিখতে পেরে ভালো লাগলো।

আপনি প্রত্যেক সপ্তাহ অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আপনারা লেখা কবিতা গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকের লেখা কবিতাটা জাস্ট অসাধারণ ছিল। আবৃত্তি করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করলাম। একদম সাবলীল ভাষার মাধ্যমে কবিতা লিখেছেন।

আমার আজকের লেখা কবিতাটা জাস্ট অসাধারণ ছিল শুনে খুশি হলাম

টাকা জীবনে ভীষণ দরকার। তবে সেটা চাহিদা যতটুকু ততটুকু। বেশি পাওয়ার আশা মানুষকে পশু বানিয়ে ফেলে। আর টাকার নেশা খুবই মারাত্নক। আপনি দারুণ লিখলেন টাকা নিয়ে কবিতাটি।

হ্যাঁ টাকার নেশা খুবই মারাত্মক হয়ে থাকে।

সত্যিই, টাকা অনেক কিছু কিনতে পারে, তবে এর অভাবে মানুষের জীবন ক্ষয় হয়ে যায়। টাকার প্রতি মানুষের এই আসক্তি এবং এর প্রভাব আমাদের সমাজে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরিশ্রমের মাধ্যমে অর্জিত টাকা সবচেয়ে মূল্যবান।কবিতার ভাষায় এমন অনেক সুন্দর সুন্দর কিছু কথা তুলে ধরেছেন ভাইয়া। শেয়ার করার জন্য ধন্যবাদ।

এত সুন্দর কথা কবিতার ভাষায় তুলে ধরতে পেরে ভালো লেগেছে ভাই।

বর্তমানে টাকায় জীবনের সব। টাকা ছাড়া এক মুহূর্তে চলা যায় না। টাকা আছে যা এই পৃথিবী তার, টাকা নাই যার এই পৃথিবীতে সব কিছু থাকার পরও তার কোন কিছুই নেই। কবিতাটি পড়ে ভালো লাগলো। বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি ধন্যবাদ আপনাকে।

আমার কবিতা পড়ে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। চেষ্টা করবো এরকম সুন্দর কবিতা সব সময় লেখার জন্য।

একদম ঠিক বলেছেন ভাই বর্তমানে এই টাকা দিয়ে সবকিছু করা যায় কিন্তু অলসতায় সময় কাটিয়ে দিলে টাকা আসে না। প্রচুর পরিশ্রম ধৈর্য শক্তির মাধ্যমে একসময় সফলতা আসে। এই টাকায় যেমন সুখ আছে তেমনি সমস্যারও কোন শেষ নেই। আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। বেশ দারুণ লিখেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

টাকার জন্য অনেক পরিশ্রম করা লাগে। স্বপ্ন দেখলে টাকা আসে না। কবিতা পড়ে ভালো লাগলো শুনে অনেক খুশি হলাম।

টাকা দিয়ে সবকিছু করা যায় সবকিছু কেনা যায় কথাটা ঠিক। তবে টাকা দিয়ে আপনি কখনও মানসিক শান্তি কিনতে পারবেন না কোনভাবেই। এটাও ঠিক টাকা আয় করতেও পরিশ্রম করার দরকার হয় অনেক। দারুণ লিখেছেন আপনার কবিতা টা ভাই। ধন্যবাদ আপনাকে।।

আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন টপিক নিয়ে সুন্দর সুন্দর কবিতা লেখার জন্য। আর আজকেও চেষ্টা করলাম।

আসলে পৃথিবীতে বেঁচে থাকতে হলে সবারই টাকার প্রয়োজন রয়েছে। কিন্তু টাকার জন্য অবৈধ পন্থা অবলম্বন করা যাবে না এবং অনৈতিক কোনো কাজ করা যাবে না। বরং পরিশ্রমের মাধ্যমে টাকা ইনকাম করতে হবে। যাইহোক দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন ভাই। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

মানুষ টাকার লোভে খারাপ কাজ করতেও দ্বিধাবোধ করে না। সুন্দর একটা মন্তব্য পেয়ে ভালো লাগলো।