বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নাটক রিভিউ। নাটকের নাম হচ্ছে স্কুল গ্যাং সিজন ২ । নাটকটি মূলত পর্ব আকারে করা হয়েছে । বেশি দিন ধরে আমি এই নাটকটি দেখছিলাম। যদি এটা অনেক আগেই বের হয়েছে। তবে যেহেতু এই নাটকটি বেশ কিছুটা পর্ব তৈরি করা হয়েছে, তাই জন্য ভাবলাম আপনাদের মাঝে একটা একটা করে পর্ব শেয়ার করবো। আজকে আমি আপনাদের মাঝে নাটকের ১৬ তম পর্ব টা শেয়ার করবো। আশা করি রিভিউটা পড়ে আপনাদের ভালো লাগবে।
নাটক সম্পর্কে কিছু তথ্য :-
নাম | স্কুল গ্যাং সিজন ২ |
---|---|
কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা | আর্থিক সজীব। |
অভিনয়ে | শহিদুল আলম সাচ্চু, আব্দুল্লাহ রানা, তামিম খন্দকার, শায়লা সাথী, সিয়াম মৃধা , আরোহী মিম, মিরাজ খান, আদর আহমেদ , নাজিয়া বর্ষা, সাকিব সিদ্দিকি, অনন্যা ইসলাম, শোয়েব শান্ত , রকি খান, ফারুক আল ফারুকী সহ আরো অনেকে। |
প্রধান সহকারী পরিচালক | মামুন অর রশিদ |
সম্পাদনা | সাইদুর রহমান সবুজ |
মিউজিক | বি এইচ পারভেজ |
কাহিনী সারসংক্ষেপ
এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই, শান্তর সব বন্ধুরা তাকে নিয়ে স্কুলের ক্লাস রুমে এসেছে। আর তখনই ওখানে আরোহী চলে যায়। আর শান্তকে ওয়েলকাম জানানোর জন্য সবাইকে বলে। তারপর আরোহী সবাইকে বিভিন্ন এডভাইস দিতে থাকে নিজেকে নিয়ে। এমন কি সে এটাও বলে সে ভবিষ্যত স্কুল ক্যাপ্টেন হতে চলেছে। তখন আরোহী এটাও বলে যে শান্ত নাকি তার সাহায্যতেই বেঁচে উঠেছে। আর তখন নাজিয়া সাথী ওরা তার টাকাগুলো দিতে চায়। কিন্তু সে টাকাগুলো নিতে চায় না। তখন আরোহী তাদেরকে ডিলের বিষয়ে বলে, আর তাদের সাইন এর বিষয়েও বলে।
তারপর তাদেরকে জেলের ভয় দেখায়। আর এসব কিছু বলে সে নিজের ছিটে চলে যায়। তারপর ওরা সবাই মিলে কি করবে এটা সিদ্ধান্ত নিতে থাকে। তারপর তারা ওর ওপর সিটে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু কে দাঁড়াবে এটাই বুঝতে পারছে না। কারণ কেউই দাঁড়াতে চাচ্ছে না। তখনই ওখানে খায়রুল স্যার আসে। আর তাদেরকে বিভিন্ন রকম কথা বলতে থাকে। এমনকি তাদের হাতে থাকা টাকার বিষয়েও জিজ্ঞেস করে। আর তাদেরকে পুলিশের ভয় দেখায়। এমন কি টাকাগুলো নিজের কাছে নিয়ে নেয়। এরপর তিনি টাকাগুলো নিয়ে চলে যান।
তারপর নাজিয়া আরোহী কে সরাসরি জানিয়ে দেয় সে যেন নিজের যোগ্যতায় স্কুল ক্যাপ্টেন হয়। আর স্যারের কাছ থেকে টাকাগুলো বুঝে নেওয়ার জন্য বলে দেয়। কিন্তু এটা আরোহী কোনো রকমেই মানতে চায় না। আর তাদেরকে বিভিন্ন রকম কথা বলতে থাকে। অন্যদিকে খাইরুল স্যার বাহিরে এসে টাকাগুলো গুনতে থাকে। আর এটা ফারুক দেখে ফেলে, আর ওনার কাছে এসে জিজ্ঞেস করে। তারপর তারা দুজন ওখানে বিভিন্ন রকম কথা বলতে থাকে। আর স্যার ঘন্টা ফারুককে ওখান থেকে বারবার চলে যাওয়ার জন্য বলে। আর একপর্যায়ে ফারুক ওখান থেকে চলে যায়।
তারপর স্যার টাকা নিয়ে গরমিল করার চিন্তা করে। এরপর আমরা স্কুলের ক্লাস রুমে দেখতে পাই একজন স্যার এসেছে। আর তিনি নিজে প্রাইভেটের কথা বলতে থাকে তাদেরকে। তারপর সবাইকে জিজ্ঞেস করতে থাকে উনার কাছে কেউ বাংলা প্রাইভেট পড়বে কিনা। কিন্তু কেউই হাত তোলে না বরং হাসতে থাকে। তারপর স্যার এক এক করে ধরে সবাইকে জিজ্ঞেস করতে থাকে। এরপর স্যার সাকিবকে ডেকে নিয়ে এসে নিজের মাথার পাকা চুলগুলো খুলে দেওয়ার জন্য বলে। আর সাকিব খোঁজা খুঁজি করে বলে উনার মাথায় একটাও পাকা চুল নেই।
তারপর তিনি তাকে মাথাটা মেসেজ করে দেওয়ার জন্য বলে সবাইকে পড়ার জন্য বলে দেন। এরপর আমরা স্কুলের অফিস রুমে দেখতে পাই, খাইরুল স্যার টাকা গুলো নিয়ে হেড স্যারের কাছে এসেছে।তিনি বিভিন্ন কথা বলতে থাকেন স্যারকে। আর তিনি এটাও জানায় সবাই নাকি আরোহীর কাছ থেকে ঘুষ নিয়েছে তাকে স্কুল ক্যাপ্টেন বানানোর জন্য। আর এই কথা, হেড স্যার এবং আদর স্যার কোনো রকমেই বিশ্বাস করছিলেন না। আর এভাবে তারা বিভিন্ন রকম কথা বলতে থাকে। আর তখনই এই পর্বটা শেষ হয়ে যায়।
ব্যক্তিগত মতামত
গত পর্বে আমরা যেরকম ভেবেছিলাম এই পর্বে ঠিক ওই রকমটাই হয়েছে। আরোহী ৩ লক্ষ টাকা গুলো সাথী এবং তার বন্ধুদের কাছ থেকে নেয়নি। আর সে সবাইকে এটা বলতে থাকে, তারা নাকি স্কুল ক্যাপ্টেন নির্বাচনের কথা বলে তার কাছ থেকে এই টাকাগুলো ঘুষ নিয়েছে। অন্যদিকে এসব কিছুর সুযোগ নেয় খাইরুল স্যার। তিনি টাকা গুলোর থেকে এক লক্ষ টাকা রেখে দিয়ে হেড স্যারকে এই মিথ্যা কথাগুলো বলে। তারা সবাই চেষ্টা করেছিল আরোহীকে টাকাগুলো ফেরত দেওয়ার জন্য। কিন্তু তারা যেহেতু ডিল এ সাইন করেছে, তাই তাদেরকে পুলিশের ভয় দেখায়। অন্যদিকে খায়রুল স্যার ও অনেক বেশি বাড়াবাড়ি করছে। এখন দেখা যাক আরোহী স্কুল ক্যাপ্টেন হয় নাকি তাদের পাঁচজনের মধ্যে একজন হয়। আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আপনারা সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন।
ব্যক্তিগত রেটিং
৯/১০
নাটকের লিংক
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
https://x.com/NARocky4/status/1891688848586879375?t=8bhqdhMCCHlsYv02xnA0EA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই নাটকের অনেকগুলো পর্ব পড়তে পারলাম আপনার রিভিউ এর মাধ্যমে। আসলে পর্ব আকারে শেয়ার করলে নাটক দেখার সময় না পেলেও রিভিউ পড়ে নাটকের কিছুটা হলেও ধারণা পাওয়া যায়। আর নাটক চিত্রগুলো মাথায় আসে। ধন্যবাদ নাটকটির রিভিউ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি চেষ্টা করছি রিভিউর মাধ্যমে নাটকের প্রতিটা পর্ব শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার রিভিউ পড়ে নাটকের গল্পের ধারা বেশ ভালোভাবে বুঝতে পারলাম। যারা ব্যস্ততার কারণে পুরো পর্ব দেখতে পারেন না, তাদের জন্য এটি দারুণ উপকারী। আপনার সুন্দর বিশ্লেষণের মাধ্যমে নাটকের দৃশ্যগুলো যেন চোখের সামনে ভেসে উঠল। রিভিউটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই পর্বের রিভিউটা পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুব সুন্দর করে নাটক রিভিউ করেছেন ভাই, স্কুল গ্যাং সিজন ২ নাটক আমি প্রায় সময় পেলেই দেখি। পর্ব আকারে নাটক দেখলে নাটকগুলো খুব সুন্দর ভাবে দেখা যায় এবং নাটক সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি নাটক আমাদের মাঝে পর্ব আকারে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি সময় পেলে এই নাটকটা দেখে থাকেন শুনে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ জনপ্রিয় একটি ধারাবাহিক নাটক ছিল এটি। বলতে গেলে সবারই খুব পছন্দের। আপনি স্কুল গ্যাং নাটকটির ১৬ তম পর্ব শেয়ার করেছেন। যার রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন এই নাটকটা সবারই অনেক পছন্দের। এই পর্বের রিভিউটা আপনার ভালো লাগলো শুনে খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্কুল গ্যাং নাটকটি খুব সুন্দর। এ নাটকটি বেশ জনপ্রিয়। এ নাটকের বেশ কিছু পর্ব আমার দেখা হয়েছে। নাটকটি আমার কাছে খুব ভালো লাগে। আজ আপনার রিভিউ পড়ে আরো অনেক কিছু জানতে পারলাম। নাটকের রিভিউগুলো করতে আমার কাছে ভালো লাগে। অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ ধারণা পাওয়া যায়। সুন্দর নাটকটি রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকটা আপনার কাছেও অনেক সুন্দর লাগে শুনে ভালো লাগলো। পাশে থাকার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে অনেক সুন্দর করে তুমি স্কুল গ্যাং নাটকের 16 নাম্বার পর্ব শেয়ার করেছ। যে পর্বের রিভিউটা পড়ে আমার অনেক ভালো লেগেছে। আমি অনেক বেশি পছন্দ করি এরকম নাটক গুলো দেখতে। আরোহী দেখছি নতুন একটা সমস্যা শুরু করল। তাকে স্কুল ক্যাপ্টেন করার জন্য সে উঠে পড়ে লেগেছে। এখন দেখা যাক সে স্কুল ক্যাপ্টেন হতে পারে কিনা। এখন অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বটার রিভিউ পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ এখন দেখা যাক কে স্কুল ক্যাপ্টেন হয়। চেষ্টা করবো খুব শীঘ্রই পরবর্তী পর্বের রিভিউ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit