ভ্রমণ : ফেনী ছোট নদী দেখতে যাওয়ার মুহূর্ত।

in hive-129948 •  21 hours ago 

Abb 11 জানুয়ারি 2025

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে ভ্রমণ করার একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে। আজ ও আমি একটি জায়গায় ঘুরতে গিয়েছি। ‌মাঝে মাঝে ঘুরতে গেলে মন এবং শরীর দুটোই ভালো থাকে। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

20240226_173039.jpg

ইতিমধ্যে আপনারা সবাই জানেন নদী কিংবা সাগর আমার খুবই পছন্দের। যখনই খারাপ লাগে কিংবা মনটা খুব ভালো লাগে তখন আমি নদীর পাড়ে গিয়ে বসে থাকি। কিন্তু আমার আশেপাশে নদী নেই বললেই চলে। একটু দূরে গিয়ে নদী কিংবা সাগর দেখতে হয়। ফেনী ছোট নদী আপনাদের সবারই খুব পরিচিত। ফেনী ছোট নদীর মোহনা অনেক সুন্দর। বিশেষ করে ফেনী মুহুরি প্রজেক্ট নামে একটি জায়গা রয়েছে এটি সবচাইতে বেশি সুন্দর।

20240226_172956.jpg

বেশ কিছুদিন আগে আমি মুহুরী প্রজেক্ট গিয়েছিলাম। মুহুরি প্রজেক্ট ফেনী ছোট নদীর যারা একবার গিয়েছে তারা বারবার যেতে ইচ্ছে করে। যার কারণে মুহুরী প্রজেক্ট এর নামে এ জায়গায় বারবার যেয়ে থাকি। সোনাগাজী দিয়ে মানুষ এ জায়গায় যায়। ফেনী থেকে সোনাগাজী উপজেলার মধ্যে এই মুহুরী নদী অবস্থিত। হাজার হাজার পর্যটক প্রতিদিন এখানে যায় দেখার জন্য।

20240226_171008.jpg

মুহুরী প্রজেক্ট এর ফেনী ছোট নদীটি সবারই খুব পছন্দের। ফেনীতে এমন কোন মানুষ নেই যারা একবার হলেও মুহুরী নদীর দেখতে যায় নাই । যার কারণে আমার বারবার যা হয়। বিশেষ করে সেখানে বিদ্যুৎ উৎপাদন করার জন্য কয়েকটি অনেক বড় বড় পাখার মত একটা জিনিস রয়েছে। এর নামটি এখন ভুলে যাওয়ার কারণে আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই।

20240226_171003.jpg

অনেক বছর আগে একটি সরকার এই বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি করেছেন। কিন্তু বর্তমানে এটির কাজ বন্ধ আছে। কিন্তু এখনো পাখার মত দেখতে সেগুলো এখনো অনেক সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে। এবং মানুষ দূর থেকে বিমানের ডানার মত জিনিসগুলোকে দেখতে সেখানে যায়।

20240226_171002.jpg

এছাড়াও যখন নদীতে নদীর জোয়ার আসে তখন মানুষ সেখানে বসে দেখে থাকে। তাদের সবারই এটি খুবই পছন্দের। যার কারণে আমরা সবাই সেখানে বসে থাকি। এছাড়াও মাছের প্রজেক্ট এর জন্য এটি খুবই বিখ্যাত। চোখের এক দিক থেকে তাকালে অন্যদিকে দেখা যায় না এমন মাছের প্রজেক্ট গুলো রয়েছে। হাজার হাজার মেট্রিক টন মাছ চাষ হয়েছে এখানে।

20240226_170924.jpg

সেই দৃশ্যগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। প্রত্যেকটি মাছের খামারে মাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে যখন মাছের খাবার দেওয়া হয় তখন মাছগুলো ভেসে ওঠে। আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে মাছের খাদ্য দেওয়ার সময়। এছাড়াও পর্যটকরা যখন সেখানে অনেক সুন্দর সময় অতিবাহিত করে এই বিষয়টাও ভালো লাগে।

20240226_170910.jpg

সুন্দর বাসস্থান বিভিন্ন পর্যটকের জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে। আমি সেদিকে যাই নাই। একটি ব্রীজের উপর দিয়ে নদীর কাছে সরাসরি চলে গিয়েছিলাম। নদীতে এই সময় কাটিয়েছে। যার কারণে ঐদিখের ফটোগ্রাফি করতে পারি নাই। যার কারণে শুধু নদীর ছবিগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি। যখন জোয়ার আসে তখন বিভিন্ন নৌকা করে মাঝিরা মাছ ধরতে নদীতে চলে যায়। কয়েকটা ছবির মধ্যে জাল রয়েছে। সেগুলো দিয়ে মাছ ধরে থাকে।

20240226_170903.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের এই চমৎকার মুহূর্তটা অনেক বেশি ভালো লাগবে। আমার নিজেরও খুবই সুন্দর একটি দিন কাটিয়েছিলাম। যার কারণে আজ আপনাদের মাঝে শেয়ার করেছি। পরবর্তীতে আরো সুন্দর কোন পোস্ট নিয়ে হাজির হব। সবাই ভালো এবং সুস্থ থাকুন।

20240226_161358.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীভ্রমণ
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

1000236180.jpg

1000236182.jpg

নদী এবং সমুদ্র এই জায়গাগুলো আমারও খুব পছন্দের। এ ধরনের জায়গাগুলোতে ভ্রমন করতে ভালই লাগে। আপনি আজকে ফেনী ছোট নদীতে কাটানো মুহূর্ত গুলো শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দারুন ছিল। নদীর পানিতে সূর্যের আলো পড়ার কারণে আরো ভালো লাগছে দেখতে। আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করার জন্য

আমার নিজেরও। পাহাড় থেকে হাজারগুন বেশি পছন্দ করে আমি সাগর কিংবা নদী। যার কারণে ছোট কিংবা বড় যেকোনো নদীর পাড়ে গিয়ে বসে থাকতে ভীষণ ভালোবাসি। অনেক ধন্যবাদ আপনাকে।

নদীর সৌন্দর্য সত্যি খুব দারুণ। আসলে নদীর সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগে। ফেনী ছোট নদী দেখতে যাওয়ার অনুভূতি শেয়ার করেছেন ভাই। আপনার অনুভূতি পড়ে ভালো লাগলো। বেশ সুন্দর মুহূর্ত কাটিয়েছে নদীর পাড়ে। ধন্যবাদ আপনাকে ভাই।

আপনি ঠিক বলেছেন ভাই আমাদের সৌন্দর্য সত্যিই খুব দারুণ থাকে। যার কারণে সব সময় আমি নদীর কাছে চলে যাই। নদী আমার বন্ধু

ফেনী ছোট নদী দেখতে যাওয়ার সুন্দর মুহূর্তটা তুমি অনেক সুন্দর করে সবার মাঝে শেয়ার করেছো। ফেনী ছোট নদী অনেক বেশি সুন্দর। আর আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগে। ঘুরাঘুরি করার পাশাপাশি তুমি অনেক সুন্দর করে বেশ কিছু ফটোগ্রাফি করেছ ওখান থেকে। যেগুলো দেখে আরো বেশি ভালো লাগলো।

মাঝে মাঝে আমার নিজেরাও ঘুরাঘুরি করলে বেশি ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

নদী আমার বরাবরই পছন্দের।কারন নদীর পাড়েই আমার শৈশব কেটেছে।মুহুরী নদী নামটি খুবই সুন্দর।আপনারা দারুণ সময় পার করেছেন আশা করি ছোট্ট নদী ভ্রমনের মধ্যে দিয়ে।ধন্যবাদ আপনাকে।

ঠিক বলেছেন আপু দারুন সময় পার করেছিলাম। এত বেলা থেকে আমার নদী পছন্দের। বলার জন্য ধন্যবাদ